ETV Bharat / sports

ICC World Cup 2023: 'স্বপ্ন সত্যি', চিপকে সেলফি তুলে খবরের শিরোনামে 'বিরাট' ভক্ত

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:15 PM IST

Updated : Oct 5, 2023, 10:45 PM IST

কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার ভক্তের প্রতি কোহলির ব্যবহার নজর কাড়ল। এক বিশেষভাবে সক্ষম ভক্তকে দেখে স্টেডিয়াম থেকে ছুটে এলেন বিরাট ৷ ভক্তের ইচ্ছেপূরণ করলেন ৷

বিরাট ভক্ত এলেন খবরের শিরোনামে
ICC World Cup 2023

হায়দরাবাদ, 5 অক্টোবর: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম শুরুতেই ৷ দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না-কেন, সেখানে কোহলির ভক্ত না-থাকাটা অস্বাভাবিক। কোহলির প্রতি তাঁর ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার ভক্তের প্রতি কোহলির ব্যবহার নজর কাড়ল। এক বিশেষভাবে সক্ষম অনুরাগীর সঙ্গে সেলফি তুললেন কোহলি ৷ সেইসঙ্গে ওই ভক্ত 'গুরুদেব'কে হাতে আঁকা 'বিরাট' প্রতিকৃতি তুলে দিলেন ৷

19 বছর বয়সি শ্রীনিবাস, যিনি চেন্নাইয়ের ভেলাচেরি থেকে এসেছেন, তিনি বিরাট কোহলির বড় অনুরাগী। শ্রীনিবাস বিশেষভাবে সক্ষম। বৃহস্পতিবার চিপক স্টেডিয়ামে বিরাট কোহলির হাতে আঁকা একটি ছবি নিয়ে শ্রীনিবাস তাঁর গুরুদেবের সঙ্গে দেখা করেন ৷ শ্রীনিবাস ইটিভি ভারতকে বলেন, "আমি 12 বছর বয়স থেকে ক্রিকেট দেখে আসছি, ক্রিকেটে আমার বিশেষ আগ্রহ আছে এবং আমি বিরাট কোহলিকে দেখার জন্য দু'বছর ধরে অপেক্ষা করছিলাম এবং অবশেষে আজ আমার স্বপ্ন সত্যি হল। আমি বিরাট কোহলিকে দেখতে এসেছি। আমি কর্ণাটকের বেঙ্গালুরুতে এর আগে চেষ্টা করেছিলাম, তবে সুযোগ হয়নি ৷ কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে, আমার দেখা হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে ৷"

তিনি আরও বলেন, "গুরুদেবকে আমার হাতে আঁকা পেন্টিং দেখাই ৷ যা আমি 40 ঘণ্টা ধরে এঁকেছি ৷ খুব খুশি হয়েছি। আজ আমাকে দেখে, তিনি সোজা আমার কাছে চলে আসেন ৷ আসার পরে তিনি জিজ্ঞাসা করেন যে, এটিতে স্বাক্ষর করবেন কি না। আমি তাঁকে তারপর জিজ্ঞাসা করি আমি একটি ছবি তুলতে পারি কি না ৷ তাতে তিনি সম্মতি জানান ৷ আমি বর্তমানে (মহেন্দ্র সিং) ধোনির স্কেচ করছি এবং শীঘ্রই তাঁর সঙ্গে দেখা করার আশা করছি ৷"

আগামী 8 অক্টোবর চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ভারত। এর জন্য জোর প্রস্তুতি চলছে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। গতকাল থেকে অনুশীলন চলছে চিপকে। আজ তারই ফাঁকে ভক্তের সঙ্গে দেখা করেন বিরাট ৷

আরও পড়ুন: কিউয়িদের কাছে গো-হারা, বিশ্বকাপের শুরুতেই বাস্তবের রুক্ষ মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

Last Updated : Oct 5, 2023, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.