ETV Bharat / sports

Harbhajan on Asia Cup: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া নিরাপদ নয়, মত হরভজনের

author img

By

Published : Mar 17, 2023, 12:29 PM IST

ভারতীয় দলের এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না (Harbhajan on Asia Cup) ৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত স্পষ্ট করলেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিং ৷

Harbhajan on Asia Cup ETV BHARAT
Harbhajan on Asia Cup

কলকাতা, 17 মার্চ: 2023 এশিয়া কাপ খেলতে জন্য ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার প্রশ্নই ওঠে না। এমনটাই মনে করেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ৷ তাঁর কথায়, পাকিস্তানে গেলে ভারতীয় দলের সামনে একাধিক ঝুঁকি থাকবে ৷ সেই দিক থেকে এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান (Should India Travel to Pakistan for Asia Cup 2023) ৷ প্রসঙ্গত, এশিয়া কাপে ভারতের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ার কথা রয়েছে ৷ এসিসি-র বৈঠকে তেমনটাই প্রস্তাব পেশ করেছেন কাউন্সিলের সভাপতি জয় শাহ ৷

হরভজন সিং ভারতের পাকিস্তানে না-যাওয়ার প্রসঙ্গে জানান, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয় ৷ সেখানে কোনও নিরাপত্তা নেই ৷ তাঁর প্রশ্ন, কেন বিসিসিআই এবং ভারত সরকার ঝুঁকি নিয়ে এমন একটা দেশে দল পাঠাবে ? সেদেশের নাগরিকরাই নিরাপত্তার অভাববোধ করেন ৷ উল্লেখ্য, এই নিরাপত্তা ইস্যুতেই বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে না-পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আর এনিয়ে দুই বোর্ডের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়েছে ৷ এমনকী রামিজ রাজা পিসিবি চেয়ারম্যান থাকাকালীন এই ইস্যুতে পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে না-পাঠানোর হুমকিও দিয়েছিলেন ৷

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ওঠা নিয়েও নিজের মতামত পেশ করেন হরভজন ৷ তিনি জানান , ভারতের সামনে সুযোগ রয়েছে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাক জেতার ৷ 2 বছর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ৷ সেবার করোনা পরবর্তী পর্যায়ে একাধিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল ভারতীয় দল ৷ তবে, 2 বছর পর পরিস্থিতি পুরোপুরি ভিন্ন ৷ বর্তমান ভারতীয় দল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন তিনি ৷

আরও পড়ুন: ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতিতে আজ অজিদের মুখোমুখি ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে হরভজন জানান, ভারতীয় দল যখনই মাঠে নামে তাদের নিয়ে অনেক বেশি প্রত্যাশা থাকে অনুরাগীদের মধ্যে ৷ এমনকী এবারেও সকল ভারতীয় অনুরাগীরা চায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক ৷ এমনকি আমেদাবাদের পর লন্ডন ওভালেও বিরাট কোহলির সেঞ্চুরির আশায় রয়েছে ভারতীয় ফ্যানরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.