ETV Bharat / sports

T20 World cup : জাদরানের ব্য়াটে সেমির ক্ষীণ আশা বেঁচে রইল কোহলিদের

ব্যাট হাতে যতটা সহজে আফগানিস্তান গুটিয়ে যাবে মনে করা হয়েছিল ততটা সহজে আত্মসমর্পণ তারা করল না ৷ নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে সেমির ক্ষীণ আশা বেঁচে রইল বিরাটদের ৷ জাদরানের 48 বলে 73 রানের সৌজন্যে নিউজিল্য়ান্ডকে 125 রানের লক্ষ্যমাত্রা দিল আফগানিস্তান ৷

T20 World cup
জাদরানের ব্য়াটে সেমির ক্ষীণ আশা বেঁচে রইল কোহলিদের
author img

By

Published : Nov 7, 2021, 5:17 PM IST

Updated : Nov 7, 2021, 5:43 PM IST

আবুধাবি, 7 নভেম্বর : চরম উৎকণ্ঠা ৷ সঙ্গে একরাশ আশা নিয়ে এদিন আফগানদের সমর্থনে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন ভারতীয় সমর্থকেরা ৷ কিন্তু ট্রেন্ট বোল্ট-অ্যাডাম মিলনেদের দাপটে 19 রানে 3 উইকেট হারানোর পর টেলিভিশন সেটের সুইচ-অফ করে দিয়েছিলেন অনেকেই ৷ তবে ব্যাট হাতে যতটা সহজে আফগানিস্তান গুটিয়ে যাবে মনে করা হয়েছিল ততটা সহজে আত্মসমর্পণ তারা করল না ৷ নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে সেমির ক্ষীণ আশা বেঁচে রইল বিরাটদের ৷ জাদরানের 48 বলে 73 রানের সৌজন্যে নিউজিল্য়ান্ডকে 125 রানের লক্ষ্যমাত্রা দিল আফগানিস্তান ৷

টস জিতে এদিন আবুধাবিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবি ৷ স্পিনিং ট্র্যাকে বড় রানের বোঝা চাপিয়ে কিউয়িদের ধরাশায়ী করতে একাদশে রশিদের সঙ্গে জুড়ে দেওয়া হয় মুজিবকে ৷ কিন্তু ভারতের আশা কার্যত শুরুতেই ভঙ্গ হয় ৷ মাত্র 20 রানের মধ্যে প্রথম তিন ব্যাটারকে খুইয়ে বেকায়দায় পড়ে যাওয়া আফগানিস্তানকে এরপর টেনে তোলেন জাদরান ৷

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রথমে গুলবাদিন নইবের সঙ্গে 37 এবং পরে অধিনায়ক মহম্মদ নবির সঙ্গে 59 রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন এই মিডল-অর্ডার ব্যাটার ৷ মাত্র 33 বলে হাফসেঞ্চুরি করা জাদরানের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার চেষ্টা করে আফগানরা ৷ কিন্তু টেল-এন্ডাররাও সেই অর্থে এগিয়ে না আসায় সেটা সম্ভব হয়নি ৷ 6টি চার, 3টি ছয়ে 48 বলে 73 রান করেন জাদরান ৷ তবে রশিদ-মুজিবের মত আফগান দলে বিশ্বমানের স্পিনার থাকায় এখনও সামান্য আশা বেঁচে কোহলিদের ৷

আবুধাবি, 7 নভেম্বর : চরম উৎকণ্ঠা ৷ সঙ্গে একরাশ আশা নিয়ে এদিন আফগানদের সমর্থনে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন ভারতীয় সমর্থকেরা ৷ কিন্তু ট্রেন্ট বোল্ট-অ্যাডাম মিলনেদের দাপটে 19 রানে 3 উইকেট হারানোর পর টেলিভিশন সেটের সুইচ-অফ করে দিয়েছিলেন অনেকেই ৷ তবে ব্যাট হাতে যতটা সহজে আফগানিস্তান গুটিয়ে যাবে মনে করা হয়েছিল ততটা সহজে আত্মসমর্পণ তারা করল না ৷ নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে সেমির ক্ষীণ আশা বেঁচে রইল বিরাটদের ৷ জাদরানের 48 বলে 73 রানের সৌজন্যে নিউজিল্য়ান্ডকে 125 রানের লক্ষ্যমাত্রা দিল আফগানিস্তান ৷

টস জিতে এদিন আবুধাবিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবি ৷ স্পিনিং ট্র্যাকে বড় রানের বোঝা চাপিয়ে কিউয়িদের ধরাশায়ী করতে একাদশে রশিদের সঙ্গে জুড়ে দেওয়া হয় মুজিবকে ৷ কিন্তু ভারতের আশা কার্যত শুরুতেই ভঙ্গ হয় ৷ মাত্র 20 রানের মধ্যে প্রথম তিন ব্যাটারকে খুইয়ে বেকায়দায় পড়ে যাওয়া আফগানিস্তানকে এরপর টেনে তোলেন জাদরান ৷

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া

প্রথমে গুলবাদিন নইবের সঙ্গে 37 এবং পরে অধিনায়ক মহম্মদ নবির সঙ্গে 59 রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন এই মিডল-অর্ডার ব্যাটার ৷ মাত্র 33 বলে হাফসেঞ্চুরি করা জাদরানের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার চেষ্টা করে আফগানরা ৷ কিন্তু টেল-এন্ডাররাও সেই অর্থে এগিয়ে না আসায় সেটা সম্ভব হয়নি ৷ 6টি চার, 3টি ছয়ে 48 বলে 73 রান করেন জাদরান ৷ তবে রশিদ-মুজিবের মত আফগান দলে বিশ্বমানের স্পিনার থাকায় এখনও সামান্য আশা বেঁচে কোহলিদের ৷

Last Updated : Nov 7, 2021, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.