ETV Bharat / sports

MS Dhoni : দুয়ারে আইপিএলের দ্বিতীয় পর্ব, রকস্টার লুকে ঝড় তুললেন ক্যাপ্টেন কুল

author img

By

Published : Aug 20, 2021, 7:07 PM IST

19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2021 সালের আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ তার আগে আইপিএলের প্রোমোতে রকস্টার লুকে পাওয়া গেল মহেন্দ্র সিং ধোনিকে ৷

MS Dhoni
MS Dhoni

চেন্নাই, 20 অগস্ট : শীঘ্রই শুরু হচ্ছে 2021 আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ তাঁর আগে নতুন হেয়ারস্টাইলে অনুরাগীদের চমকে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ এবার আরও একটা চমকের পালা ৷ অদ্ভুত পোশাক পরে নেচে কুদে, গান গেয়ে, মাইক বাজিয়ে আইপিএলের উত্তেজনা বাড়িয়ে দিলেন ক্যাপ্টেন কুল ৷ সম্প্রচারকারী সংস্থার তৈরি আইপিএলের ওই প্রোমোতে রকস্টার লুকে ধরা দিলেন তিনি ৷ চল্লিশের ধোনিকে এই নতুন অবতারে দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা ৷

প্রোমোর জন্য নিজের লুকটা একদম বদলে ফেলেছেন ধোনি ৷ কিছুদিন আগেই সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম যত্ন করে চুল কেটে দিয়েছিলেন তাঁর ৷ সেই চুলের উপর ব্লন্ড কালার করেছেন ধোনি ৷ পরনে জিন্স ও বেগুনি রঙের জামা ও তারা দেওয়া জ্যাকেট ৷ এই লুকে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রোমো শুট করেছেন মাহি ৷ আইপিএলের অফিশিয়ান টুইটার পেজে সেই ভিডিয়ো টুইট করে লেখা হয়, "ফিরে এসেছে 2021 আইপিএল ৷ আসলি পিকচার অভি বাকি হ্যায় ৷"

আরও পড়ুন : Taliban : অন্ধকারে আফগান ক্রিকেট, এসিবি-র সদর দফতরে তালিবান !

করোনা প্যানডেমিকের কারণে খেলা শুরু হয়ে মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল 2021 ৷ বহু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন ৷ এরপর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই ৷ সেইমতো চতুর্দশতম আইপিএলের বাকি অংশ শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে ৷ ফাইনাল হবে 15 অক্টোবর ৷ 19 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের দ্বিতীয় পর্বে 27 দিনে খেলা হবে 31টি ম্যাচ ৷ খেলাগুলি অনুষ্ঠিত হবে শারজা, দুবাই এবং আবু ধাবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.