ETV Bharat / sports

T20 World Cup : ঝড় তুলে মাইলস্টোন গাপটিলের, স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় রান কিউয়িদের

author img

By

Published : Nov 3, 2021, 5:30 PM IST

Updated : Nov 3, 2021, 6:02 PM IST

অবশেষে জ্বলে উঠলেন মার্টিন গাপটিল ৷ সুপার 12-র প্রথম দু'ম্য়াচে নিষ্প্রভ থাকার পর তৃতীয় ম্যাচে ওপেনিং ব্যাটারের ঝোড়ো ইনিংসে ভর করে স্কটল্যান্ডকে 171 রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড ৷ 56 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে এদিন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রান পূর্ণ করলেন গাপটিল ৷

T20 World Cup
ঝড় তুলে মাইলস্টোন গাপটিলের, স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় রান কিউয়িদের

দুবাই, 3 নভেম্বর : অবশেষে জ্বলে উঠলেন মার্টিন গাপটিল ৷ সুপার 12-র তৃতীয় ম্যাচে এই ওপেনিং ব্যাটারের ঝোড়ো ইনিংসে ভর করে স্কটল্যান্ডকে 171 রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড ৷ 56 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে এদিন আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রান পূর্ণ করলেন গাপটিল ৷ এছাড়া গ্লেন ফিলিপস করেন 33 রান ৷ তবে এই মিডল অর্ডার ব্য়াটার আরেকটু তৎপর হলে স্কটল্যান্ডের ঘাড়ে আরও রানের বোঝা চাপাতে পারত কিউয়িরা ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্কটিশরা ৷ শুরু থেকেই আক্রমণের পথে হাঁটেন অভিজ্ঞ গাপটিল ৷ মূলত তাঁর ব্যাটেই এদিন কিউয়িদের ইনিংসের ভিত গড়ে ওঠে ৷ যদিও শুরুর দিকে এদিন সতীর্থ ব্যাটারদের সঙ্গ পাননি তিনি ৷ 52 রানে 3 উইকেট খুঁইয়ে ফেলে 'ব্ল্যাক ক্যাপসরা' ৷ তবে দুবাইয়ে এদিন 24 রান করতেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 3 হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন এই মারকুটে ওপেনার ৷

বিরাট কোহলির পর দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি ৷ তবে সামগ্রিকভাবে গাপটিল হলেন তৃতীয় আন্তর্জাতিক ব্যাটার যিনি এই মাইলস্টোন ছুঁলেন ৷ কিউই মহিলা ব্যাটার সুজি বেটসের ঝুলিতেও এই নজির রয়েছে ৷ 35 বলে এদিন হাফসেঞ্চুরি আসে গাপটিলের ৷ চতুর্থ উইকেটে ফিলিপসকে সঙ্গে নিয়ে যোগ করেন 105 রান ৷ এরপর শতরান থেকে সাত রান দূরে দাঁড়িয়ে আউট হয়ে ফেরেন তিনি ৷

আরও পড়ুন : নামিবিয়াকে পর্যুদস্ত করে সেমিফাইনালে পাকিস্তান

কিউয়ি ওপেনিং ব্যাটারের ঝোড়ো ইনিংসে এদিন 6টি চার এবং 7টি ছয় ৷ উল্লেখ্য, প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে কিউয়িরা ৷

Last Updated : Nov 3, 2021, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.