ETV Bharat / sports

গতবার ডাহা ফেল! আজকের নিলামে নজরে থাকবেন যে পাঁচ ভারতীয় পেস বোলার

Watch out for Important Players in IPL 2024 Auction: আইপিএল সিজন 17-র আগে আজ মিনি-অকশন ৷ যেখানে পাঁচ ভারতীয় পেস বোলারের দিকে নজর থাকবে ৷ গত কয়েক মরশুমে তেমন প্রভাবিত করতে পারেননি তাঁরা ৷ ফলে নিলামের জন্য ছেড়ে দিয়েছে তাঁদের গতবারের ফ্র্যাঞ্চাইজি ৷ তাই আজকের নিলামে সেই পাঁচ পেসারের প্রতি কোন কোন দল আগ্রহ দেখায়, সেটাই প্রধান আকর্ষণ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 11:01 AM IST

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তার পরেই দুবাইয়ের কোকা-কোলা এরিনায় আইপিএল 2024-এর নিলামে উঠবে বিশ্ব ক্রিকেটের 333 জন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে যে পাঁচ ভারতীয় পেস বোলিং অলরাউন্ডারের দিকে নজর থাকবে তাঁরা হলেন, শাহরুখ খান, চেতন সাকারিয়া, শার্দূল ঠাকুর, শিবম মাভি এবং হর্ষল প্যাটেল ৷ তবে, 333 জন খেলোয়াড়ের মধ্যে মোট 77 জনের ভাগ্যেই সিঁকে ছিঁড়বে এবছরের এই মিনি-অকশনে ৷

শার্দূল ঠাকুর (ন্যূনতম দর- 2 কোটি)

2023 আইপিএলের আগে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুরকে ট্রেড করেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ নাইটদের হয়ে গতবার শার্দূলের একমাত্র মনে রাখার মতো ম্যাচ ছিল, ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি ইনিংস ৷ ওই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ কিন্তু, বাকি সিজনে তেমন প্রভাবিত করতে পারেননি ভারতীয় দলের সদস্য শার্দূল ৷ তাই আগামী মরশুমের নিলামের আগে শার্দূলকে ছেড়ে দিয়েছে কেকেআর ৷ তবে, 'লর্ড' শার্দূলকে দলে পাওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে ৷

শার্দূলের ন্যূনতম দর শুরু হবে 2 কোটি টাকা থেকে ৷ তবে, তাঁর দর আর বেশি উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ভালো পেস বোলিং অলরাউন্ডর নেই এই মুহূর্তে ৷ তাই শার্দূলকে দলে পাওয়ার জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজি দর হাঁকতে পারে ৷ আর শার্দূলকে দলে থাকা মানে, 7 বা 8 নম্বরে নেমে পিঞ্চ-হিটিংয়ের বিকল্প থাকা ৷ ফলে আজকের মিনি-অকশনে নজরে থাকবেন 'লর্ড' শার্দূল ৷

হর্ষল প্যাটেল (ন্যূনতম দর- 2 কোটি টাকা)

আরেক ভারতীয় বোলিং অলরাউন্ডার হর্ষল প্যাটেলের উপরেও আজকের নিলামে নজর থাকবে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল-এর চোকার্স বলা হয় ৷ যারা পুরো টুর্নামেন্ট দূরন্ত পারফর্ম্যান্স করে নক-আউটে গিয়ে জঘন্য ক্রিকেট খেলার একাধিক নজির গড়েছে ৷ আর এবার এই ফ্র্যাঞ্চাইজি তাদের বোলিং লাইনআপের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ৷ তাঁদের মধ্যে অন্যতম হর্ষল প্যাটেল ৷ পুরনো বলে হর্ষলের স্লোয়ার এবং ইয়র্কর যে কোনও দলের কাছে সম্পদ ৷

আজকের আইপিএল নিলামে হর্ষলের ন্যূনতম দর 2 কোটি ৷ আর তাঁকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ৷ উল্লেখ্য, কেকেআর লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছে ৷ কিউয়ি পেসারকে 2023 সালের ট্রান্সফার উইন্ডোয় গুজরাত টাইটান্স থেকে ট্রেড করেছিল নাইটরা ৷ সেখানেই দিল্লি ক্যাপিটালস তাদের বোলিং এবং লোয়ার-অর্ডারকে আরও মজবুত করতে চাইবে হর্ষল প্যাটেলকে দলে নিয়ে ৷

শিবম মাভি (ন্যূনতম দর- 50 লক্ষ টাকা)

শিবম মাভি ভারতীয় ফাস্ট বোলিংয়ের এক প্রতিভাবান তরুণ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে উঠে আসা শিবম, কেকেআর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস হয়ে আবার কেকেআরে ফিরেছিলেন ৷ কিন্তু, কখনই সেভাবে নিজের প্রতিভা অনুযায়ী পারফর্ম্যান্স করতে পারেননি তিনি ৷ তার প্রমাণ পাঁচবছরের আইপিএল কেরিয়ারে মাত্র 32টি ম্যাচ খেলেছেন তিনি ৷ নিলামে তাঁর ন্যনূতম দর 50 লক্ষ টাকা ৷ লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংস শিবম মাভির জন্য দর হাঁকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, শিবম মাভিকে বিকল্প বোলার হিসেবেই দলে রাখার পরিকল্পনা করছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ৷

শাহরুখ খান (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)

টি-20 ক্রিকেটে পিঞ্চ-হিটিংয়ের জন্য পরিচিত শাহরুখ খান ৷ গত দুই সিজন পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তিনি ৷ তবে, সেভাবে প্রভাবিত করতে পারেননি তিনি ৷ ঘরোয়া ক্রিকেটে এই মিডিয়াম-পেসার সফল হলেও আইপিএলের মঞ্চে নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি ৷ পঞ্জাব কিংস তাঁকে এবার নিলামের জন্য ছেড়ে দিয়েছে ৷ 40 লক্ষ টাকার ন্যূনতম মূল্যের তাঁর দর শুরু হবে ৷ রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলের নেওয়ার আগ্রহ দেখাতে পারে ৷

চেতন সাকারিয়া (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)

2021 সালে সৌরাষ্ট্রের এই পেসারকে দলে 1 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস ৷ তিনটি মরশুম রাজস্থানে খেলার পর চেতনকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে ৷ প্রথম দু’টি মরশুমে ভালো পারফর্ম করলেও, গতবার তেমন প্রভাব ফেলতে পারেননি চেতন ৷ তবে, নতুন ও পুরনো বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে চেতন সাকারিয়ার ৷ ফলে সৌরাষ্ট্রের পেসারে বিনিয়োগে অনেক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে ৷ কেকেআর ও আরসিবি চেতন সাকারিয়ার উপর দর হাঁকবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  2. 'মুম্বই শিবিরে নতুন ভাবনাচিন্তা আনবেন হার্দিক', রোহিতের পারফরম্যান্সের সমালোচনা করে মত সানির
  3. ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বই দলের মালিক হলেন বিগ বি

হায়দরাবাদ, 19 ডিসেম্বর: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তার পরেই দুবাইয়ের কোকা-কোলা এরিনায় আইপিএল 2024-এর নিলামে উঠবে বিশ্ব ক্রিকেটের 333 জন ক্রিকেটার ৷ তাঁদের মধ্যে যে পাঁচ ভারতীয় পেস বোলিং অলরাউন্ডারের দিকে নজর থাকবে তাঁরা হলেন, শাহরুখ খান, চেতন সাকারিয়া, শার্দূল ঠাকুর, শিবম মাভি এবং হর্ষল প্যাটেল ৷ তবে, 333 জন খেলোয়াড়ের মধ্যে মোট 77 জনের ভাগ্যেই সিঁকে ছিঁড়বে এবছরের এই মিনি-অকশনে ৷

শার্দূল ঠাকুর (ন্যূনতম দর- 2 কোটি)

2023 আইপিএলের আগে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে দিল্লি ক্যাপিটালস থেকে শার্দূল ঠাকুরকে ট্রেড করেছিল কলকাতা নাইট রাইডার্স ৷ নাইটদের হয়ে গতবার শার্দূলের একমাত্র মনে রাখার মতো ম্যাচ ছিল, ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি ইনিংস ৷ ওই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি ৷ কিন্তু, বাকি সিজনে তেমন প্রভাবিত করতে পারেননি ভারতীয় দলের সদস্য শার্দূল ৷ তাই আগামী মরশুমের নিলামের আগে শার্দূলকে ছেড়ে দিয়েছে কেকেআর ৷ তবে, 'লর্ড' শার্দূলকে দলে পাওয়ার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে ৷

শার্দূলের ন্যূনতম দর শুরু হবে 2 কোটি টাকা থেকে ৷ তবে, তাঁর দর আর বেশি উঠতে পারে বলে মনে করা হচ্ছে ৷ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ভালো পেস বোলিং অলরাউন্ডর নেই এই মুহূর্তে ৷ তাই শার্দূলকে দলে পাওয়ার জন্য এই দু’টি ফ্র্যাঞ্চাইজি দর হাঁকতে পারে ৷ আর শার্দূলকে দলে থাকা মানে, 7 বা 8 নম্বরে নেমে পিঞ্চ-হিটিংয়ের বিকল্প থাকা ৷ ফলে আজকের মিনি-অকশনে নজরে থাকবেন 'লর্ড' শার্দূল ৷

হর্ষল প্যাটেল (ন্যূনতম দর- 2 কোটি টাকা)

আরেক ভারতীয় বোলিং অলরাউন্ডার হর্ষল প্যাটেলের উপরেও আজকের নিলামে নজর থাকবে ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল-এর চোকার্স বলা হয় ৷ যারা পুরো টুর্নামেন্ট দূরন্ত পারফর্ম্যান্স করে নক-আউটে গিয়ে জঘন্য ক্রিকেট খেলার একাধিক নজির গড়েছে ৷ আর এবার এই ফ্র্যাঞ্চাইজি তাদের বোলিং লাইনআপের অধিকাংশ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ৷ তাঁদের মধ্যে অন্যতম হর্ষল প্যাটেল ৷ পুরনো বলে হর্ষলের স্লোয়ার এবং ইয়র্কর যে কোনও দলের কাছে সম্পদ ৷

আজকের আইপিএল নিলামে হর্ষলের ন্যূনতম দর 2 কোটি ৷ আর তাঁকে দলে নিতে আগ্রহ দেখাতে পারে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ৷ উল্লেখ্য, কেকেআর লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছে ৷ কিউয়ি পেসারকে 2023 সালের ট্রান্সফার উইন্ডোয় গুজরাত টাইটান্স থেকে ট্রেড করেছিল নাইটরা ৷ সেখানেই দিল্লি ক্যাপিটালস তাদের বোলিং এবং লোয়ার-অর্ডারকে আরও মজবুত করতে চাইবে হর্ষল প্যাটেলকে দলে নিয়ে ৷

শিবম মাভি (ন্যূনতম দর- 50 লক্ষ টাকা)

শিবম মাভি ভারতীয় ফাস্ট বোলিংয়ের এক প্রতিভাবান তরুণ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকে উঠে আসা শিবম, কেকেআর, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস হয়ে আবার কেকেআরে ফিরেছিলেন ৷ কিন্তু, কখনই সেভাবে নিজের প্রতিভা অনুযায়ী পারফর্ম্যান্স করতে পারেননি তিনি ৷ তার প্রমাণ পাঁচবছরের আইপিএল কেরিয়ারে মাত্র 32টি ম্যাচ খেলেছেন তিনি ৷ নিলামে তাঁর ন্যনূতম দর 50 লক্ষ টাকা ৷ লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংস শিবম মাভির জন্য দর হাঁকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, শিবম মাভিকে বিকল্প বোলার হিসেবেই দলে রাখার পরিকল্পনা করছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ৷

শাহরুখ খান (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)

টি-20 ক্রিকেটে পিঞ্চ-হিটিংয়ের জন্য পরিচিত শাহরুখ খান ৷ গত দুই সিজন পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন তিনি ৷ তবে, সেভাবে প্রভাবিত করতে পারেননি তিনি ৷ ঘরোয়া ক্রিকেটে এই মিডিয়াম-পেসার সফল হলেও আইপিএলের মঞ্চে নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি ৷ পঞ্জাব কিংস তাঁকে এবার নিলামের জন্য ছেড়ে দিয়েছে ৷ 40 লক্ষ টাকার ন্যূনতম মূল্যের তাঁর দর শুরু হবে ৷ রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলের নেওয়ার আগ্রহ দেখাতে পারে ৷

চেতন সাকারিয়া (ন্যূনতম দর- 40 লক্ষ টাকা)

2021 সালে সৌরাষ্ট্রের এই পেসারকে দলে 1 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস ৷ তিনটি মরশুম রাজস্থানে খেলার পর চেতনকে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিয়েছে ৷ প্রথম দু’টি মরশুমে ভালো পারফর্ম করলেও, গতবার তেমন প্রভাব ফেলতে পারেননি চেতন ৷ তবে, নতুন ও পুরনো বলে উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে চেতন সাকারিয়ার ৷ ফলে সৌরাষ্ট্রের পেসারে বিনিয়োগে অনেক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে ৷ কেকেআর ও আরসিবি চেতন সাকারিয়ার উপর দর হাঁকবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  2. 'মুম্বই শিবিরে নতুন ভাবনাচিন্তা আনবেন হার্দিক', রোহিতের পারফরম্যান্সের সমালোচনা করে মত সানির
  3. ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মুম্বই দলের মালিক হলেন বিগ বি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.