ETV Bharat / sports

Smriti Mandhana : স্মৃতির গোলাপি ইতিহাস, প্রথম দিন-রাতের টেস্টে হাঁকালেন দুরন্ত সেঞ্চুরি

author img

By

Published : Oct 1, 2021, 10:47 AM IST

Updated : Oct 1, 2021, 11:59 AM IST

রঙিন জার্সিতে তিনি বরাবরই দুরন্ত ৷ সাদা জার্সিতেও জাত চেনালেন 25 বছরের ওই বাঁ হাতি ওপেনার ৷ এলিসে পেরির বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূর্ণ করেন স্মৃতি ৷

Smriti Mandhana
Smriti Mandhana

কুইন্সল্যান্ড (অস্ট্রেলিয়া), 1 অক্টোবর : ভারতীয় মহিলা ক্রিকেট দলের রানমেশিন বলে পরিচিত তিনি ৷ ব্যাট হাতে নামলেই রেকর্ডের ফুলঝুরি ৷ সেই স্মৃতি এবার ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঢুকে পড়লেন ৷ গোলাপি বলের টেস্টে শতরান হাঁকানো প্রথম মহিলা ব্যাটারে পরিণত হলেন তিনি ৷ ক্যারারা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের একমাত্র টেস্ট খেলছে দেশের মেয়েরা ৷ সেখানেই টেস্টের দ্বিতীয় দিন নজির গড়লেন স্মৃতি ৷ রঙিন জার্সিতে তিনি বরাবরই দুরন্ত ৷ সাদা জার্সিতেও জাত চেনালেন 25 বছরের ওই বাঁ হাতি ওপেনার ৷ এলিসে পেরির বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরান পূর্ণ করেন স্মৃতি ৷

বৃহস্পতিবার শুরু হয় অস্ট্রেলিয়া মহিলা দল এবং ভারতীয় মহিলা দলের মধ্যে দিনরাতের একমাত্র টেস্ট ৷ প্রথমদিনের প্রায় অর্ধেকটা সময়ই বৃষ্টিতে ভেস্তে যায় ৷ তবে প্রথমদিন থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা ৷ দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা শুরুটা দারুণ করেন ৷ শেফালি 64 বলে 31 রান করে আউট হলেও, প্রথম উইকেটে 93 রানের পার্টনারশিপ করেন ৷ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে স্মৃতি 114 বলে 80 রানে নট আউট ছিলেন ৷ আজ দিনের প্রথম সেশনেই সেঞ্চুরিটা পূর্ণ করে নেন স্মৃতি ৷

আরও পড়ুন : AUSW vs INDW: স্মৃতির দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে চালকের আসনে ভারত

170 বলে সেঞ্চুরি হাঁকানোর ইনিংসে 18টি চার এবং একটি ছয় মেরেছেন স্মৃতি ৷ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার এখন স্মৃতিই ৷

Last Updated : Oct 1, 2021, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.