ETV Bharat / sports

Women's T20 WC: মন্ধনার ব্যাটে ঝড়, সেমিফাইনালের লক্ষ্যে আইরিশদের 156 রানের টার্গেট ভারতের

author img

By

Published : Feb 20, 2023, 8:19 PM IST

স্মৃতি মন্ধনার 87 রানে ভর করে আইরিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 155 রান তুলল ভারত (India set 156 runs target for Ireland) ৷ আজ জিতলেই সেমিফাইলান নিশ্চিত ভারতের মেয়েদের ৷

Etv Bharat
আইরিশদের বিরুদ্ধে মন্ধনার ব্যাটে ঝড়

গেবেরহা (দক্ষিণ আফ্রিকা), 20 ফেব্রুয়ারি: ইংল্যান্ডের কাছে হেরে দীর্ঘায়িত হয়েছে সেমিফাইনালের প্রতীক্ষা ৷ এমতাবস্থায় সোমবার কুড়ি-বিশের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হরমনপ্রীত করের ভারত ৷ জিতলে আর কোনও সমীকরণের অপেক্ষায় থাকা নয়, টিকিট নিশ্চিত শেষ চারের ৷ কার্যত 'ডু অর ডাই' ম্যাচে আয়ারল্যান্ডকে বড় রানের টার্গেট দিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল 'উইমেন ইন ব্লু' ৷ ওপেনার স্মৃতি মন্ধনার ঝোড়ো ব্যাটে ভর করে আইরিশদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 155 রান তুলল ভারত (India set 156 runs target for Ireland) ৷

কেরিয়ারের 150তম টি-20 ম্যাচে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা হরমনপ্রীত ৷ বিপক্ষের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আরেক ওপেনার শেফালি বর্মাকে নিয়ে শুরু থেকেই বিপক্ষ বোলারদের চেপে ধরেন মন্ধনা ৷ শেফালি কিছুটা মন্থর হলেও তেড়েফুঁড়ে খেলতে থাকেন আরসিবি অধিনায়িকা ৷ 9.3 ওভারে ওপেনিং জুটিতে ওঠে 62 রান ৷ 29 বলে ব্যক্তিগত 24 রানে শেফালি আউট হওয়ার পর অধিনায়িকাকে নিয়ে 52 রানের জুটি বাঁধেন মন্ধনা ৷ হরমনপ্রীতের ইনিংস 13 রানের বেশি লম্বা হয়নি ৷

ষষ্ঠদশ ওভারে অধিনায়িকার পরের বলেই গোল্ডেন ডাক হয়ে ফেরেন রিচা ৷ তবে বাঁ-হাতি ওপেনারের ব্যাট সচলই ছিল ৷ নিশ্চিত শতরানের দিকেই এগোচ্ছিলেন মন্ধনা ৷ কিন্তু 19তম ওভারে 87 রানে প্রেন্ডারগাস্টের শিকার হন বাঁ-হাতি ওপেনার (Smriti Mandhana scores 87 runs) ৷ তাঁর 56 বলের ইনিংসে ছিল 9টি চার, 3টি ছয় ৷ শেষদিকে জেমিমা রডরিগেজের 12 বলে 19 রান দলকে পৌঁছে দেয় 155 রানে (6 উইকেট) ৷

আরও পড়ুন: দলে থাকলেও কেএল রাহুলকে সরানো হল সহঅধিনায়কের পদ থেকে

একটি পরিবর্ত নিয়ে এদিন মাঠে নেমেছে ভারত ৷ রাধা যাদবের পরিবর্তে দেবিকা বৈদ্যকে একাদশে নেওয়া হয় ৷ অন্যদিকে, নিয়মরক্ষার ম্যাচে আইরিশরাও একটি পরিবর্ত নিয়ে নামে ৷ ব্যাট হাতে বেশি রান করতে না-পারলেও কুড়ি-বিশের ক্রিকেটে 3 হাজার রানের মাইলফলক ছুঁলেন ভারত অধিনায়িকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.