আবুধাবি, 7 নভেম্বর : নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ইনিংস সামান্য আশা জাগিয়েছিল ৷ সময়ের সঙ্গে টিম ইন্ডিয়ার সেই আশায় জল ঢেলে দিলেন কিউয়ি ব্যাটাররা ৷ 11 বল বাকি থাকতে আফগানিস্তানের দেওয়া 125 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে কোহলিদের সেমির দৌড় থেকে অফিসিয়ালি ছিটকে দিল নিউজিল্যান্ড ৷ সেইসঙ্গে পাকিস্তানের পর গ্রুপ-বি'র দ্বিতীয় দল হিসেবে নিজেরা জায়গা করে নিল শেষ চারে ৷ ফলত সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল নিয়মরক্ষার ৷
বোলারদের আঁটোসাটো বোলিংয়ের পর উইলিয়ামসনের অধিনায়কোচিত ইনিংসে যোগ্য দল হিসেবেই রবিবার সেমিফাইনালে পা রাখল কিউয়িরা ৷ কোহলিদের স্বপ্নভঙ্গ করে আফগানদের এদিন 8 উইকেট হারাল তারা ৷ সবমিলিয়ে টি-20 ফর্ম্য়াটে অধিনায়কত্বের শেষবেলাতেও শূন্য হাতেই ফিরছেন বিরাট ৷ চরম উৎকণ্ঠা ৷ সঙ্গে একরাশ আশা নিয়ে এদিন আফগানদের সমর্থনে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন ভারতীয় সমর্থকেরা ৷ কিন্তু ট্রেন্ট বোল্ট-অ্যাডাম মিলনেদের দাপটে আফগানিস্তান 19 রানে 3 উইকেট হারানোর পরই দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গিয়েছিল ৷ পাল্লা দিয়ে নিউজিল্য়ান্ডের ফিল্ডিং এদিন ছিল চোখে পড়ার মত ৷
আরও পড়ুন : কিউয়িদের বিরুদ্ধে টস জিতল আফগানিস্তান, নবিদের সমর্থনে ভারতীয় সমর্থকরা
কিন্তু শেখ জায়েদ স্টেডিয়ামে ঝড় তুলে ভারতকে ক্ষীণ আশা দেখিয়েছিলেন নাজিবুল্লাহ জাদরান ৷ 48 বলে তাঁর 73 রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের রসদ পায় আফগানরা ৷ যদিও সেটা ম্যাচ জয়ের জন্য কখনোই পর্যাপ্ত ছিল না ৷ 125 রান তাড়া করতে নেমে গতিতে শুরু করে সেটা বুঝিয়ে দেন গাপটিল ৷ 12 বলে 17 রানে মুজিবের শিকার হন ডারিল মিচেল ৷ বিধ্বংসী হয়ে ওঠা গাপটিলকে ফেরান রশিদ ৷ তবে আফগানিস্তান যে জিততে পারে সেটা একবারের জন্যেও মনে হয়নি ৷
কনওয়েকে সঙ্গে নিয়ে উইলিয়ামসনের অ্যাঙ্কর ইনিংস জয় এনে দেয় ব্ল্যাক ক্য়াপসদের ৷ 42 বলে 40 রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন ৷ 32 বলে অপরাজিত 36 রান করে দলকে শেষ চারের টিকিট এনে দেন ডেভন কনওয়ে ৷