ETV Bharat / sports

Rahul Dravid করোনা আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে দলের সঙ্গে থাকা নিয়ে সংশয়

author img

By

Published : Aug 23, 2022, 10:34 AM IST

Updated : Aug 23, 2022, 11:07 AM IST

করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড় (Rahul Dravid tests Covid Positive) । ফলে এশিয়া কাপে তাঁর দলের সঙ্গে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ।

Etv Bharat
Rahul Dravid Covid

মুম্বই, 23 অগস্ট: করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড় । ফলে এশিয়া কাপে তাঁর দলের সঙ্গে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । যদিও বিসিসিআই'য়ের তরফে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি । প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরে তাঁকে বিশ্রাম দিয়েছিল নির্বাচক কমিটি (India head coach Rahul Dravid tests Covid Positive) ।

আগামী 27 অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের প্রথম ম্যাচ প্রতিযোগিতার দ্বিতীয়দিন পাকিস্তানের সঙ্গে ৷ স্টাম্পার-ব্যাটার হিসেবে 15 সদস্যের দলে ঋষভ পন্থ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক ৷ অলরাউন্ডার হিসেবে মরুদেশে এশিয়া সেরা প্রতিযোগিতায় 'মেন ইন ব্লু'-র ভরসা হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা ৷

তিন স্পিনার রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোই'য়ের পাশে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে পেস বিভাগে দায়িত্ব সামলাবেন ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং এবং আবেশ খান ৷ বুমরার অনুপস্থিতিতে পেস বিভাগের ব্যাটন অবশ্যই সামলাবেন ভুবি ৷ বুমরার সঙ্গে চোটের কারণে দল নির্বাচনে পাওয়া যায়নি ডেথ ওভার স্পেশালিস্ট হর্ষল প্যাটেলকেও ৷

আরও পড়ুন : জিম্বাবোয়েকে ক্লিন সুইপ করে বলিউডি গানে উত্তাল নাচ গিল, কিষাণদের

Last Updated : Aug 23, 2022, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.