ETV Bharat / sports

T20 World Cup : নামিবিয়াকে দুরমুশ করে ক্যাপ্টেন কোহলিকে ফেয়ারওয়েল সতীর্থদের

author img

By

Published : Nov 8, 2021, 10:33 PM IST

Updated : Nov 8, 2021, 10:59 PM IST

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে ফেয়ারওয়েল দিলেন সতীর্থরা ৷ নামিবিয়ার 133 রান তাড়া করে 9 উইকেটে ম্যাচ জিতল ভারত ৷

T20 World Cup
নামিবিয়াকে দুরমুশ করে অধিনায়ক কোহলিকে ফেয়ারওয়েল সতীর্থদের

দুবাই, 8 নভেম্বর : চলতি বিশ্বকাপে ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই ৷ তবু সোমবার জিতেই অভিযান শেষ করতে চেয়েছিল ভারত ৷ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বড় জয়েই অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে ফেয়ারওয়েল দিলেন সতীর্থরা ৷ নামিবিয়ার 133 রান তাড়া করে নিয়মরক্ষার ম্যাচে 9 উইকেটে ম্যাচ জিতল ভারত ৷ 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয়স্থানে শেষ করল ভারত ৷ অর্ধশতরান দুই ওপেনার রোহিত-রাহুলের ৷

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত ৷ তবু টি-20 ফর্ম্যাটে ক্যাপ্টেন বিরাটের শেষ ম্যাচ জয় দিয়েই স্মরণীয় রাখতে চেয়েছিলেন সতীর্থরা ৷ অধিনায়ক হিসেবে বিদায়ী ম্য়াচে টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি ৷ যদিও নামিবিয়াকে এদিন স্বল্প রানে বেঁধে রাখতে পারেননি ভারতীয় বোলাররা ৷ তবে নামিবিয়ার কোনও ব্যাটারকেই এদিন হাত খুলতে দেননি ভারতীয় বোলাররা ৷ তবু ওপেনার স্টিফেন বার্ডের 21, ডেভিড উইসের 26 রানে ভর করে 132-এ পৌঁছে যায় নামিবিয়া ৷ 3টি করে উইকেট নেন দুই অভিজ্ঞ স্পিনার জাদেজা এবং অশ্বিন ৷ 2টি উইকেট বুমরার ঝুলিতে ৷

আরও পড়ুন : এবারই প্রথম নয়, আইপিএলের জেরে এর আগেও টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ভারত

জবাবে শুরু থেকেই এদিন মারমুখী ছিলেন কোহলির পরবর্তীতে দলের ব্য়াটন ধরতে চলা রোহিত শর্মা ৷ 31 বলে অর্ধশতরান পূর্ণ করার পথে এদিন আন্তর্জাতিক টি-20তে 3 হাজার রান পূর্ণ করলেন মুম্বইকার ৷ রোহিত 37 বলে 56 রানে যখন ফেরেন দলের রান তখন 86 ৷ বাকিটা করেন রাহুল-সূর্য জুটি ৷ রোহিতের পর হাফসেঞ্চুরি আসে রাহুলের ব্যাটেও ৷

শেষ পর্যন্ত 36 বলে 54 রানে অপরাজিত থাকেন রাহুল, সূর্য অপরাজিত থাকেন 25 রানে ৷ 28 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুড়ে নেয় টিম ইন্ডিয়া ৷ শেষ তিনটি ম্যাচ জিতলেও সুপার 12-র প্রথম দুটি ম্যাচ হারেরর ফলেই নক-আউটের আগেই ছুটি হয়ে যায় বিরাটবাহিনীর ৷

Last Updated : Nov 8, 2021, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.