ETV Bharat / sports

'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 12:03 PM IST

Updated : Nov 21, 2023, 1:11 PM IST

PM Modi-Team India: বিশ্বকাপ ফাইনাল ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রোহিত, বিরাটদের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় এবং অন্যান্য সব ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একে একে দেখা করেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন মোদি ৷ দলের মনোবল বাড়াতে মোদির কথা 'মুসকুরাইয়ে...' ৷

রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে মোদি
PM Modi-Team India

রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে মোদি

আমেদাবাদ, 21 নভেম্বর: গোটা টুর্নামেন্ট ভালো খেললেও আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার ৷ 140 কোটি দেশবাসীর প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন রোহিতরা ৷ দু'দশক পরও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা বিশ্বকাপের ফাইনালে হার ৷ হারের পর দলের প্রত্যেক সদস্যের মুখে হতাশার ছাপ ৷ মনখারাপ সকলের ৷ ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাহস জোগাতে দলের প্রত্যেক সদস্যকে একে-অপরের পাশে থাকতে বললেন ৷

"মোদি বলেন, "তোমরা দশ-দশটা ম্যাচ জিতে এসেছ, এটা তো হতেই পারে ৷ মুসকুরাইয়ে ভাই...পুরো দেশ তোমাদের দেখছে ৷" এরই মাঝে বারবার পিঠ চাপড়ে দিয়েছেন ক্যাপ্টেন রোহিতের ও বিরাট কোহলির ৷ হাসতে বলেছেন রোহিতকে ৷ নিজেও সকলের সামনে হাসিমুখে রয়েছেন ৷ বিশ্বকাপ হেরে দল ভেঙে পড়ায় সাহস জোগাতেই হাসিমুখে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে ৷ এরপরই প্রধানমন্ত্রীর গলায়, "আমি ভাবলাম সকলের সঙ্গে একবার দেখা করি ৷" ফের একবার তিনি বলেন, "এটা তো হতেই পারে ৷"

এরপরই মোদি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে তাঁর পিঠ চাপড়ে বলেন, "কী রাহুল! তোমরা আচ্ছা পরিশ্রম করেছ ৷" এরপরই 'কী বাপু' বলে জাদেজার কাছে যান মোদি ৷ বলেন, 'নিরাশ হয়ো না ৷' এরপর শুভমনের কাছে যান মোদি ৷ তারপরই শামিকে জড়িয়ে ধরে মোদির সংযোজন, "এবার খুব ভালো খেলেছ তুমি ৷ শামির সঙ্গে হাত মিলিয়ে ফের একবার মোদি পিঠ চাপড়ে দিয়েছেন ৷ পরে বুমরার সঙ্গে হাত মেলাতে গিয়ে বলেন, "তুমি তো গুজরাতি ভাষা জানো ?" বুমরা উত্তর দেন, "অল্প অল্প ৷" এরপরই হাসেন মোদি ৷ দলের সকলেই হাসেন ৷ সকলেই ভালো খেলেছ, পরিশ্রম করেছ ৷ এমন হতেই পারে ৷ সাহস, ভরসা জুগিয়ে রাখ, একে অপরের পাশে থাক ৷ নিমন্ত্রণ করলাম, একদিন দিল্লি এসো, সকলের সঙ্গে বসব ৷"

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রবীন্দ্র জাদেজা এক্স হ্যান্ডলে লেখেন, "হৃদয় ভেঙে গেলেও মানুষের সমর্থনই আমাদের শক্তি জোগাচ্ছে । প্রধানমন্ত্রীও ড্রেসিংরুমে এসে সকলের মনোবল বাড়িয়েছেন ।" পাশাপাশি মহম্মগ শামিও এক্সে মোদির দেখা করা নিয়ে টুইট করেছেন ৷

আরও পড়ুন:

  1. 'নির্ভীক' হিটম্যান থেকে 'ম্যাজিকাল' ডি'কক...ফিরে দেখা বিশ্বকাপের সেরা পারফর্মারদের
  2. বিশ্বকাপ জয়ী বাবা, পরম্পরা বজায় রেখে ক্রিকেট ইতিহাসে বিরল নজির মার্শের
  3. প্রোটিয়া সফরে কি নয়া কোচ? ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড় সভত্যা'র অবসান ঘিরে তুঙ্গে জল্পনা
Last Updated : Nov 21, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.