ETV Bharat / sports

T-20 World Cup : এবার ওয়াকওভার দিয়ে দাও, ভারত-পাক ম্যাচ নিয়ে শোয়েবকে খোঁচা ভাজ্জির

author img

By

Published : Oct 16, 2021, 8:08 PM IST

যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই ঘিরে বিগত কয়েকবছর ধরে ভাইরাল হওয়া মউকা মউকা বিজ্ঞাপন ফের নতুন মোড়কে ফিরে এসেছে৷ সম্প্রচারকারী চ্যানেলের এমন বিজ্ঞাপন দেখে ভারতীয় অনুরাগীদের গা-গরম বলাই যায়৷ এবার সেই বিজ্ঞাপন দেখে উত্তেজিত জাতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংও৷

T-20 World Cup
"তোমরা এবার ওয়াকওভার দিয়ে দাও", ভারত-পাক ম্যাচ নিয়ে শোয়েবকে খোঁচা ভাজ্জির

দুবাই, 16 অক্টোবর : আইপিএল সাঙ্গ হতে না হতেই টি-20 বিশ্বকাপের উত্তাপে গা সেঁকতে শুরু করেছে ক্রিকেটবিশ্ব৷ শুরুতেই ভারত-পাক মহারণ আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের জৌলুস বাড়িয়ে দিয়েছে অনেকটাই৷ বহু প্রতীক্ষিত সেই ম্যাচ নিয়ে পড়শি দেশের ক্রিকেটার বন্ধু শোয়েব আখতারকে এবার খোঁচা দিলেন হরভজন সিং৷ তাও আবার আইপিএলের মঞ্চ থেকেই৷

বিশ্বকাপে দু'দলের মুখোমুখি সাক্ষাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হতশ্রী পরিসংখ্যানের কথা অজানা নয় ক্রিকেট অনুরাগীদের৷ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে এখনও খাতা খুলতে পারেনি পাকিস্তান৷ তা সে 50 ওভার হোক কিংবা টি-20৷ কুড়ি-বিশের বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে পাঁচবারই পাকিস্তানকে পরাজিত করেছে 'মেন ইন ব্লু' ৷

যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই ঘিরে বিগত কয়েকবছর ধরে ভাইরাল হওয়া মউকা মউকা বিজ্ঞাপন ফের নতুন মোড়কে ফিরে এসেছে৷ সম্প্রচারকারী চ্যানেলের এমন বিজ্ঞাপন দেখে ভারতীয় অনুরাগীদের গা-গরম বলাই যায়৷ এবার সেই বিজ্ঞাপন দেখে উত্তেজিত জাতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংও৷ আইপিএল ফাইনালে লাইভ চ্যাট শো'য়ে ভাজ্জিকে সেই বিজ্ঞাপন দেখানো হলে উত্তেজিত হয়ে পড়েন নাইট স্পিনার৷

আরও পড়ুন : বিরাটদের কোচ হচ্ছেন দ্রাবিড়, টি-20 বিশ্বকাপের পর নেবেন দায়িত্ব

এরপর শো'য়ের সঞ্চালককে ভাজ্জি বলেন, "শোয়েব আখতারকে আমি বলেছি তোমরা এবার আমাদের ওয়াকওভার দিয়ে দাও৷ কী লাভ খেলে ? সেই তো ফের হারবে আমাদের কাছে৷ আবার হতাশ হবে৷ তোমাদের কোনও সুযোগ নেই এবারও৷" উল্লেখ্য ওই লাইভ শো'য়ের সঙ্গে জুড়ে ছিলেন প্রাক্তন পাক স্পিডস্টারও৷

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল টি-20 বিশ্বকাপে পাঁচবার হারানোর পাশাপাশি ওডিআই বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে প্রত্যেকবারই পাকিস্তানকে পরাজিত করেছে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.