ETV Bharat / sports

ফের বাবা হলেন ভাজ্জি

author img

By

Published : Jul 10, 2021, 4:00 PM IST

Updated : Jul 10, 2021, 4:50 PM IST

অভিনেতা গীতা বাসরাকে 2015 সালের 29 অক্টোবর বিবাহ করেন ভাজ্জি ৷ 2016 সালের জুলাই মাসে এই দম্পতির কন্যা হিনায়া জন্ম নেয় ৷

harbhajan singh and geeta basra
harbhajan singh and geeta basra

নয়াদিল্লি, 10 জুলাই : পিতা হলেন হরভজন সিং ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন গীতা বাসরা ৷ সোশ্যাল মিডিয়ায় স্ত্রী গীতা রাসরার পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা জানান হরভজন ৷

টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন ভাজ্জি ৷ তাতে লেখা আছে, ‘‘ আমরা ধরবার মতো একজোড়া ছোটো হাত পেয়েছি ৷ ওর ভালবাসা বিশাল ৷ সোনার মতো দামি ৷ একটি দারুণ উপহার ৷ বিশেষ ও সুন্দর ৷ আমাদের জীবন সম্পূর্ণ ৷ আমরা ভগবানকে ধন্যবাদ জানাই এই পুত্রসন্তানের জন্য ৷ গীতা ও নবজাত দু’জনেই ভাল আছে ৷’’

তিনি আরও লেখেন, ‘‘ আমরা খুশিতে পরিপূর্ণ ৷ আমাদের শুভাকাঙ্ক্ষীদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ জানাই ৷’’

অভিনেতা গীতা বাসরাকে 2015 সালের 29 অক্টোবর বিবাহ করেন ভাজ্জি ৷ 2016 সালের জুলাই মাসে এই দম্পতির কন্যা হিনায়া জন্ম নেয় ৷

  • Blessed with a Baby boy 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 shukar aa Tera maalka 🙏🙏 pic.twitter.com/dqXOUmuRID

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) July 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Copa America final : দশ শতাংশ দর্শকের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজছে মারাকানা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ বারের নিলামে চেন্নাই সুপার কিংস থেকে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে আসেন তিনি ৷ 2016 সালে শেষবার ভারতের হয়ে খেলেন হরভজন ৷ 2011-র ভারতের বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভাজ্জি ৷

Last Updated : Jul 10, 2021, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.