ETV Bharat / sports

Geoff Marsh-Mitchell Marsh : বাপ কা ব্য়াটা, জিওফ মার্শের পর বিশ্বজয় করে ইতিহাসে মিচেল

অ্য়ালান বর্ডার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী দলের ওপেনার ছিলেন জিওফ ৷ 34 বছর পর ছেলে মিচেল ফের দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন ৷ সেবার ইডেনে ডেভিড বুনের সঙ্গে ওপেনে নামা সিনিয়র মার্শের অবদান ছিল মাত্র 24 রান ৷

Geoff Marsh-Mitchell Marsh
বাপ কা ব্য়াটা, জিওফ মার্শের পর বিশ্বজয় করে ইতিহাসে মিচেল
author img

By

Published : Nov 15, 2021, 6:34 PM IST

Updated : Nov 15, 2021, 7:14 PM IST

দুবাই, 15 নভেম্বর : হোক না ভিন্ন ফর্ম্যাট, ক্রিকেটারদের কাছে যে কোনও বিশ্বজয়ই সবসময় স্পেশ্য়াল ৷ রয়ে যায় হৃদয়ের মণিকোঠায় ৷ রবিবাসরীয় দুবাইয়ে বিশ্বক্রিকেটে আবারও ফিরল হলুদ জার্সির ঔদ্ধত্য ৷ টি-20তে বিশ্বজয় করে অজিরা বোঝাল টুর্নামেন্টের আগে যে অবস্থানেই থাকুক না কেন, বেশিদিন ওয়ার্ল্ড কাপ না জিতে তারা থাকতে পারে না ৷ ধর্তব্যে না থেকেও কীভাবে বিশ্বকাপ জিততে হয় অজিদের থেকে তার পাঠ নিতেই পারে ফেভারিট হিসেবে বিশ্বকাপে প্রবেশ করা রোহিত-কোহলিরা ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ ম্য়াচের পর জানিয়েছেন ভাগ্য় সহায় ছিল তাদের ৷ তবে সেটা নেহাতই কথার কথা ৷ কারণ যে কোনও বিশ্বকাপ জিততে লাক ছাড়াও প্রয়োজন আরও অনেক কিছু ৷

বাঁধনহারা উচ্ছ্বাস, জুতোয় মদ ঢেলে বিয়ার পান ৷ ষষ্ঠবার বিশ্বজয় করে ওয়ার্নার-ফিঞ্চদের সেলিব্রেশন ছিল নজরকাড়া ৷ আর 50 বলে 77 রানের ম্য়াচের সেরা ইনিংস খেলার পাশে রবিবার আরেকটি উল্লেখযোগ্য কাণ্ড ঘটিয়ে ফেললেন মিচেল মার্শ ৷ অবশ্য বিরল সেই কাণ্ডের সমান ভাগীদার তাঁর বাবা জিওফ মার্শও ৷ পিতা-পুত্র হিসেবে দু'জনেরই দেশের জার্সিতে বিশ্বকাপ জয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার ৷ 2015 বিশ্বজয়ী দলের স্কোয়াডে ছিলেন মিচেল ৷ কিন্তু ফাইনালে অংশ নেননি তিনি ৷ সেদিক থেকে দেখতে গেলে বাপ-ব্য়াটার এই বিরল দৃষ্টান্ত পূর্ণতা পেল এদিন ৷

আরও পড়ুন : জুতোয় করে বিয়ার পান, বিশ্বসেরা হয়ে ‘উল্লাস’ অজ়িদের

1987 অ্য়ালান বর্ডার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী দলের ওপেনার ছিলেন জিওফ ৷ 34 বছর পর ছেলে মিচেল ফের দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন ৷ সেবার ইংরেজদের বিরুদ্ধে ফাইনালে যদিও ক্রিকেটের স্বর্গোদ্য়ানে ডেভিড বুনের সঙ্গে ওপেনে নামা সিনিয়র মার্শের অবদান ছিল মাত্র 24 রান ৷

তবে এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রতিটি কোণায় তাঁর ব্য়াটিং স্বাক্ষর রেখে গেলেন পুত্র মিচেল ৷ 6টি চার, 4টি ছয়ে তাঁর 50 বলে 77 সুন্দর তবু বিধ্বংসী ৷ আর অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তেই বাবার সঙ্গে ইতিহাসে জায়গা করে নিলেন মিচেল ৷

দুবাই, 15 নভেম্বর : হোক না ভিন্ন ফর্ম্যাট, ক্রিকেটারদের কাছে যে কোনও বিশ্বজয়ই সবসময় স্পেশ্য়াল ৷ রয়ে যায় হৃদয়ের মণিকোঠায় ৷ রবিবাসরীয় দুবাইয়ে বিশ্বক্রিকেটে আবারও ফিরল হলুদ জার্সির ঔদ্ধত্য ৷ টি-20তে বিশ্বজয় করে অজিরা বোঝাল টুর্নামেন্টের আগে যে অবস্থানেই থাকুক না কেন, বেশিদিন ওয়ার্ল্ড কাপ না জিতে তারা থাকতে পারে না ৷ ধর্তব্যে না থেকেও কীভাবে বিশ্বকাপ জিততে হয় অজিদের থেকে তার পাঠ নিতেই পারে ফেভারিট হিসেবে বিশ্বকাপে প্রবেশ করা রোহিত-কোহলিরা ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ ম্য়াচের পর জানিয়েছেন ভাগ্য় সহায় ছিল তাদের ৷ তবে সেটা নেহাতই কথার কথা ৷ কারণ যে কোনও বিশ্বকাপ জিততে লাক ছাড়াও প্রয়োজন আরও অনেক কিছু ৷

বাঁধনহারা উচ্ছ্বাস, জুতোয় মদ ঢেলে বিয়ার পান ৷ ষষ্ঠবার বিশ্বজয় করে ওয়ার্নার-ফিঞ্চদের সেলিব্রেশন ছিল নজরকাড়া ৷ আর 50 বলে 77 রানের ম্য়াচের সেরা ইনিংস খেলার পাশে রবিবার আরেকটি উল্লেখযোগ্য কাণ্ড ঘটিয়ে ফেললেন মিচেল মার্শ ৷ অবশ্য বিরল সেই কাণ্ডের সমান ভাগীদার তাঁর বাবা জিওফ মার্শও ৷ পিতা-পুত্র হিসেবে দু'জনেরই দেশের জার্সিতে বিশ্বকাপ জয় ক্রিকেট ইতিহাসে প্রথমবার ৷ 2015 বিশ্বজয়ী দলের স্কোয়াডে ছিলেন মিচেল ৷ কিন্তু ফাইনালে অংশ নেননি তিনি ৷ সেদিক থেকে দেখতে গেলে বাপ-ব্য়াটার এই বিরল দৃষ্টান্ত পূর্ণতা পেল এদিন ৷

আরও পড়ুন : জুতোয় করে বিয়ার পান, বিশ্বসেরা হয়ে ‘উল্লাস’ অজ়িদের

1987 অ্য়ালান বর্ডার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বজয়ী দলের ওপেনার ছিলেন জিওফ ৷ 34 বছর পর ছেলে মিচেল ফের দেশের জার্সিতে বিশ্বকাপ জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন ৷ সেবার ইংরেজদের বিরুদ্ধে ফাইনালে যদিও ক্রিকেটের স্বর্গোদ্য়ানে ডেভিড বুনের সঙ্গে ওপেনে নামা সিনিয়র মার্শের অবদান ছিল মাত্র 24 রান ৷

তবে এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রতিটি কোণায় তাঁর ব্য়াটিং স্বাক্ষর রেখে গেলেন পুত্র মিচেল ৷ 6টি চার, 4টি ছয়ে তাঁর 50 বলে 77 সুন্দর তবু বিধ্বংসী ৷ আর অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তেই বাবার সঙ্গে ইতিহাসে জায়গা করে নিলেন মিচেল ৷

Last Updated : Nov 15, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.