ETV Bharat / sports

India vs South Africa :  ডিকে'র ব্যাটে ভাঙল ধোনির রেকর্ড, রাজকোটে সিরিজে সমতা ফেরাল ভারত

author img

By

Published : Jun 17, 2022, 10:11 PM IST

Updated : Jun 17, 2022, 10:42 PM IST

অভিষেকের 16 বছর পর আন্তর্জাতিক টি-20 ম্যাচে হাফ-সেঞ্চুরি গড়ে নজির গড়লেন দীনেশ কার্তিক ৷ সেই সঙ্গে ভাঙলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড (Dinesh Karthik breaks MS Dhoni record) ৷ শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে 27 বলে 55 রানের ইনিংস খেলেন ডিকে ৷ কার্তিকের রেকর্ডের পাশাপাশি এদিন প্রোটিয়াদের হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া ৷

indian cricket team
ভারতীয় ক্রিকেট দল

রাজকোট, 17 জুন : রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-20 ম্যাচে সবচেয়ে বেশি বয়সি ভারতীয় ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-20 ম্যাচে হাফ-সেঞ্চুরি করে নজির গড়লেন দীনেশ কার্তিক ৷ 37 বছর বয়সি কার্তিকের এটাই প্রথম আন্তর্জাতিক টি-20 হাফ-সেঞ্চুরি ৷ যা এল তাঁর অভিষেকের 16 বছর পর ৷ তবে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-20 ম্যাচে হাফ-সেঞ্চুরির নজির গড়লেন ডিকে ৷ 37 বছর 16 দিন বয়সে এই রেকর্ড গড়েন কার্তিক ৷ এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে ৷ 36 বছর 229 দিন বয়সে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ধোনি (Dinesh Karthik breaks MS Dhoni record) ৷ সেটাও ছিল প্রোটিয়াদের বিরুদ্ধে ৷

এদিন সিরিজ হার আটকাতে চতুর্থ দ্বৈরথে মরিয়া ভারত । ব্যাট হাতে প্রাথমিক ধাক্কা সামলে লড়াই করে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট দিল 'মেন ইন ব্লু' । দলের সিনিয়রদের মধ্যে বেশিরভাগই ঘরের মাঠের এই সিরিজে নেই । ফলে দলের জয় রথ টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব তথাকথিত ইয়ং ব্রিগেডের উপরই ছিল । পাঁচ ম্যাচের টি-20 সিরিজে মোটেই স্বস্তিজনক জায়গাতে নেই ভারত (India vs South Africa)। প্রোটিয়াদের চ্যালেঞ্জ সামলাতে বেশ যুঝতে হচ্ছে ভারতীয় দলকে। তবে এদিন দক্ষিণ আফ্রিকাকে 82 রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত ৷ বল হাতে দুরন্ত আবেশ খান ৷ 4 ওভারে মাত্র 18 রান দিয়ে চারটি উইকেট নেন তিনি ৷ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে ৷

রাজকোটে চতুর্থ টি-20 ম্যাচেও টস হেরে ব্যাটিং করে ঋষভ পন্থের দল । শুরুতে পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়ে ভারতীয় দল । দ্রুত আউট হন ঋতুরাজ গায়কোয়াড । মাত্র 7 বলে 5 রান করেন তিনি । 2 বলে 4 রান করে আউট হন শ্রেয়স আইয়ার । ওয়েন পার্নেলের জায়গায় খেলতে নেমে দারুণ বল করেন মার্কো জেনসন । ফের ব্যর্থ হয়েছেন ক্যাপ্টেন পন্থ । 23 বলে 17 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি । 81 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় 'মেন ইন ব্লু' ।

তবে কঠিন পরিস্থিতিতে সামাল দিলেন দুই পুরনো মুখ । অনেকটা পুরানো চাল ভাতে বাড়ে অবস্থার মত দলকে টানে পান্ডিয়া-কার্তিক জুটি । 81 রানে চার উইকেট হারিয়ে দিগভ্রান্ত অবস্থা হয়েছিল যে ভারতের, সেখান থেকে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিক দারুণ পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যান । 31 বলে 46 রান করে আউট হন হার্দিক । 3টি চার ও 3টি ছক্কা রয়েছে তাঁর ইনিংসে । আর মাত্র 27 বলে 55 রান করে অপরাজিত থাকেন কার্তিক । তাঁর ইনিংসে ছিল 9টা চার আর 2টি ছয় । এই জুটির সৌজন্যেই 169 রানে পৌঁছয় টিম ইন্ডিয়া । 3 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট নেন এনগিদি । একটি করে উইকেট নেন মার্কো জেনসন, প্রিটোরিয়াস ও কেশব মহারাজ ।

আরও পড়ুন : India T20I Squad vs Ireland : নেতৃত্বে হার্দিক পান্ডিয়া, আইরিশদের বিরুদ্ধে টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা ভারতের

Last Updated : Jun 17, 2022, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.