ETV Bharat / sports

আইপিএলে দ্বিতীয় ম্যাচেই হারল কলকাতা, 10 রানে জিতল মুম্বই

author img

By

Published : Apr 13, 2021, 7:10 PM IST

Updated : Apr 13, 2021, 11:24 PM IST

live updates
live updates

23:03 April 13

মরসুমের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সূর্য ডুবিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল কেকেআর ৷ 10 রানে ম্যাচ জিতে নিল রোহিত শর্মার দল

  • 17 ওভারে 5 উইকেট হারিয়ে 131 রান নাইটদের ৷ জয়ের জন্য তিন ওভারে প্রয়োজন 22 রান ৷

22:55 April 13

  • 15তম ওভারে শাকিব আল হাসানকে ফেরালেন ক্রুণাল পাণ্ডিয়া ৷ 16 ওভারে 5টি উইকেট হারিয়ে 125 রান তুলেছে নাইটরা ৷

22:53 April 13

  • নাইটদের চতুর্থবার ধাক্কা দিলেন রাহুল চাহার ৷ গিল, ত্রিপাঠী, মরগ্যানের পর বিধ্বংসী মেজাজে থাকা নীতীশ রানাকে ফেরালেন তিনি ৷ 47 বলে 57 রান করে ফিরলেন রানা ৷

22:36 April 13

  • তৃতীয় উইকেট নিলেন চাহার ৷ 12তম ওভারে ইয়ন মরগ্যানকে ফেরালেন তিনি ৷ 7 বলে 7 রান করে ফিরলেন কেকেআর অধিনায়ক ৷ 13 ওভারে 3 উইকেট হারিয়ে কেকেআরের স্কোর 104 রান ৷

22:35 April 13

  • পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন নীতীশ রানা ৷ 6টি চার ও একটি ছয়ের সাহায্যে 40 বলে 50 রান করলেন তিনি ৷

22:23 April 13

  • 11 ওভার শেষে কেকেআরের স্কোর 2 উইকেটে 85 ৷ 44 রানে ব্যাট করছেন নীতিশ রানা ৷

22:21 April 13

  • ফের উইকেট খোয়াল কেকেআর ৷ গিলের পর রাহুল ত্রিপাঠীর উইকেট নিলেন চাহার ৷ ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ নতুন ব্যাটসম্যান ইয়ন মরগ্যান ৷

22:21 April 13

  • 10 ওভারে 1 উইকেট হারিয়ে কেকেআরের স্কোর 81 ৷

22:17 April 13

  • 9 ওভার শেষে নাইটদের স্কোর 1 উইকেটে 73 রান ৷ 37 রানে ব্যাট করছেন নীতীশ রানা ৷

22:15 April 13

  • নবম ওভারে প্রথম উইকেট হারাল কেকেআর ৷ রাহুল চাহারের বলে আউট হয়ে ফিরলেন শুভমন গিল ৷ 24 বলে গিলের অবদান 33 রান ৷

22:14 April 13

  • 8 ওভার শেষে বিনা উইকেটে 62 রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স ৷

21:56 April 13

  • পাওয়ার প্লেতে নাইটদের খাতায় উঠল 45 রান ৷ নীতীশ রানা 23 ও গিল 20 রানে ব্যাট করছেন ৷

21:55 April 13

  • পাঁচ ওভারে নাইটদের স্কোর বিনা উইকেটে 32 রান ৷ নীতীশ রানা 22 ও শুভমন গিল 8 রানের ব্যাট করছেন ৷

21:32 April 13

  • গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করলেন নীতীশ রানা ৷ ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন তিনি ৷ 1 ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর 4 ৷

21:31 April 13

  • জয়ের জন্য নাইটদের প্রয়োজন 153 রান ৷ রান তাডা করতে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা ৷ বোলিং শুরু ট্রেন্ট বোল্টের ৷

21:19 April 13

  • রাসেল ঝড়ে নির্ধারিত 20 ওভারে 152 রানে গুটিয়ে গেল মুম্বইয়ের ইনিংস ৷ 2 ওভারে 15 রান দিয়ে 5 উইকেট তুলে নেন রাসেল ৷ শেষ ওভারে 3টি উইকেট তুলে নেন রাসেল ৷

21:02 April 13

  • পোলার্ডের পর একই ওভারে মার্কো জেনসনকে সাজঘরের পথে দেখালেন রাসেল ৷ এক ওভারে পরপর দুটি উইকেট দ্রে রাসের ৷ 18 ওভার শেষে মুম্বইয়ের স্কোর 7 উইকেট খুইয়ে 130 রান ৷

20:59 April 13

  • যাওয়া আসার পর্ব বজায় রইল পরের ওভারেও ৷ কায়রন পোলার্ডকে ফেরালেন আন্দ্রে রাসেল ৷ এটি তাঁর দ্বিতীয় উইকেট ৷ 17 ওভারে 125 রান মুম্বইয়ের ৷

20:58 April 13

  • পরের ওভারেই হার্দিকের উইকেট হারাল মুম্বই ৷ প্রসিধ কৃষ্ণর বলে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক ৷ 17 বলে তাঁর অবদান 12 ৷ 16 ওভার শেষে মুম্বইয়ের স্কোর 119 ৷

20:57 April 13

  • রোহিত শর্মাকে ফেরালেন কামিন্স ৷ 15.2 ওভারে রোহিতকে বোল্ড আউট করেন কামিন্স ৷ 32 বলে 43 রান করলেন মুম্বই অধিনায়ক ৷

20:56 April 13

  • 15 ওভারে মুম্বইয়ের স্কোর 114 ৷ ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া ৷

20:25 April 13

  • চার নম্বরে নামা ইশান কিষাণকে থিতু হওয়ার সময়ই দিলেন না প্যাট কামিন্স ৷ 3 বলে 1 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন ইশান ৷ তিন উইকেট হারিয়ে চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

20:24 April 13

  • মুম্বই শিবিরে দ্বিতীয় ধাক্কা ৷ বিধ্বংসী সূর্যকুমারের উইকেট নিলেন শাকিব আল হাসান ৷ 36 বলে 56 রান করে শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সূর্য ৷ 11 ওভার শেষে 2 উইকেট হারিয়ে মুম্বই তুলেছে 88 রান ৷

20:21 April 13

  • 10 ওভার শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খাতায় যোগ হয়েছে 81 রান ৷ দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব ৷

20:20 April 13

  • 34 বলে অর্ধশতরান পূর্ণ করলেন সূর্যকুমার যাদব ৷ প্যাট কামিন্সের বলে ছয় হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ৷

20:09 April 13

  • 8 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 64 রান তুলেছে রোহিত শর্মার দল ৷

20:06 April 13

  • শুরুতেই তিন স্পিনারকে দিয়ে বল করালেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ ষষ্ঠ ওভারে বল করতে নামেন প্যাট কামিন্স ৷

20:02 April 13

  • প্রসিধ কৃষ্ণের বলে ছয় হাঁকালেন সূর্যুকমার ৷ 7.2 ওভারে দলগত 50 রান পূর্ণ করল মুম্বই ইন্ডিয়ান্স ৷

19:57 April 13

  • পাওয়ার প্লে-তে 42 রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স ৷ রোহিত শর্মা 16 এবং সূর্যকুমার যাদব 22 রানে ব্যাট করছেন ৷

19:55 April 13

  • 5 ওভার শেষে মুম্বইয়ের স্কোর 1 উইকেট হারিয়ে 37 রান ৷

19:40 April 13

  • বল হাতেই নেমেই সাফল্য ৷ দ্বিতীয় ওভারের শেষ বলে মুম্বইকে জোর ধাক্কা দিলেন বরুণ চক্রবর্তী ৷ রাহুল ত্রিপাঠীর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফিরলেন ডি কক ৷ তাঁর স্কোর 6 বলে 2 রান ৷ নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ৷

19:32 April 13

  • মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক ৷ বোলিং শুরু করলেন হরভজন সিং ৷ প্রথম ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে 3 রান ৷ রোহিত শর্মা 1 ও কুইন্টন ডি কক 2 রানে ব্যাট করছেন ৷

19:07 April 13

  • বাদ পড়লেন ক্রিস লিন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 35 বলে 49 রান করেছিলেন ৷ তা সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়লেন লিন ৷ তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢুকেছেন কুইন্টন ডি কক ৷ মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা, কুইন্টিন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জেনসেন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা ৷

19:05 April 13

  • কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ : নীতীশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী ৷

18:49 April 13

  • টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই ৷ গত ম্যাচের দল নিয়েই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই দেবে কলকাতা নাইট রাইডার্স ৷
Last Updated : Apr 13, 2021, 11:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.