ETV Bharat / sports

T-20 ম্যাচে বাংলাদেশের কাছে প্রথম হার ভারতের

author img

By

Published : Nov 3, 2019, 10:44 PM IST

Updated : Nov 3, 2019, 11:10 PM IST

দিল্লিতে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ । T-20 ক্রিকেটে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ । এর আগে ভারতের বিরুদ্ধে 8টি ম্যাচে হেরেছে তারা । এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজ়ে 1-0 -তে এগিয়ে গেল বাংলাদেশ।

দেখুন

দিল্লি, 3 নভেম্বর : T-20 ক্রিকেটে ভারতকে প্রথমবার হারাল বাংলাদেশ । আজ দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে 7 উইকেটে জিতল তারা ।

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ । নির্ধারিত 20 ওভারে ভারত 6 উইকেট হারিয়ে 148 রান করে । ভারতের হয়ে সর্বোচ্চ 41 রান করেন শিখর ধাওয়ান । শেষের দিকে ক্রণাল পান্ডিয়া এবংওয়াশিংটন সুন্দরের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে 148 রানে পৌঁছায় ভারত ।

ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম উইকেট হারায় মাত্র 8 রানে । এরপরে জুটি গড়েন মহম্মদ নইম এবং সৌম্য সরকার । 54 রানের মাথায় বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়ে । ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম । তাঁর এবং অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে ভর করে 7 উইকেটে জেতে বাংলাদেশ । মাহমুদুল্লাহ করেন 15 রান । ব্যক্তিগত 60 রানে অপরাজিত থাকেন মুশফিকুর । ম্যাচের সেরাও হন তিনি ৷

T-20 ক্রিকেটে এই প্রথম ভারতকে হারাল বাংলাদেশ । এর আগে ভারতের বিরুদ্ধে 8টি ম্যাচে হেরেছে তারা । এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজ়ে 1-0 -তে এগিয়ে গেল বাংলাদেশ।

Bangkok (Thailand), Nov 03 (ANI): Prime Minister Narendra Modi attended Aditya Birla group's celebration marking 50 years in Thailand, on November 03."We have gathered here to celebrate the Suvarna Jayanti or Golden Jubilee of the Aditya Birla Group in Suvarna Bhumi, Thailand. This is truly a special occasion." PM Modi reached Bangkok on Saturday (November 02) to participate in the ASEAN, East Asia, and Regional Comprehensive Economic Partnership summits.
Last Updated : Nov 3, 2019, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.