ETV Bharat / sports

Eden Gardens: কালীপুজোয় ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান, নিরাপত্তার প্রশ্নে বেকায়দায় সিএবি দ্বারস্থ মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Aug 5, 2023, 4:45 PM IST

Updated : Aug 5, 2023, 11:06 PM IST

CAB in Trouble Over Hosting England vs Pakistan match: ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে সমস্যায় পড়েছে সিএবি ৷ কালীপুজোর দিন এই গুরুত্বপূর্ণ ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ লালবাজার ওইদিনের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছে বলে সিএবি-র তরফে জানানো হয়েছে ৷

ICC Delegation Visits Eden Gardens ETV BHARAT
সিএবি দ্বারস্থ মুখ্যমন্ত্রীর
ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিএবি

কলকাতা, 5 অগস্ট: 12 নভেম্বর বিশ্বকাপের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ অয়োজন নিয়ে সমস্যায় সিএবি ৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সিএবি কর্তারা ৷ সিএবি জানিয়েছে, উৎসবের মরশুমে পুলিশি নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ ওইদিন কালীপুজো থাকায় ম্যাচের আয়োজন নিয়ে লালবাজার আপত্তি তুলেছে ৷ পুরো পরিস্থিতির কথা জানিয়ে, বিসিসিআই ও আইসিসি'কে আবেদন করেছিল সিএবি ৷ কিন্তু, বোর্ড সচিব জয় শাহ না কি দিন পরিবর্তনের আবেদন খারিজ করেছেন বলে শোনা যাচ্ছে ৷

কালীপুজোয় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ ৷ ওইদিন ইংল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে ইডেনে ৷ কিন্তু, সেদিন নিরাপত্তার প্রশ্নে ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে লালবাজার ৷ এমনকী ম্যাচের দিন বদলের বিষয়টিও বিসিসিআই সচিব জয় শাহ খারিজ করে দিয়েছেন ৷ তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবি’র কর্তারা ৷ জানা গিয়েছে, তিনি পুলিশের নিরাপত্তার বিষয়টি মেটানোর ব্যাপারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন ৷ উল্লেখ্য, আগামী মঙ্গলবার আইসিসি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করবে ৷

ICC Delegation Visits Eden Gardens ETV BHARAT
আইসিসি ও বিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পুরো বিষয়টি পুলিশের বিচারাধীন রয়েছে ৷ শনিবার আইসিসি'র 7 জন এবং বিসিসিআই'য়ের 11 জন সদস্য ইডেন পরিদর্শনে এসেছিলেন ৷ সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন পরিদর্শনে আসা বোর্ড এবং আইসিসির প্রতিনিধিরা ইডেনের প্রস্তুতি এবং সংস্কার কাজ নিয়ে খুশি ৷ কাজ যে গতিতে এগোচ্ছে তাতে 15 সেপ্টেম্বরের আগে ইডেন তৈরি হয়ে যাবে ৷ নতুনভাবে তৈরি হলেও ইডেনের দর্শক আসন কমছে না ৷

ICC Delegation Visits Eden Gardens ETV BHARAT
বিশ্বকাপে ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখছেন আইসিসি প্রতিনিধি দল

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লালবাজারে যেতে পারে আইসিসি’র প্রতিনিধি দল

65 হাজার দর্শকই ইডেনে বিশ্বকাপে খেলা দেখতে পারবেন ৷ নয়া ইলেকট্রনিক্স স্কোরবোর্ডও ইডেনে বসতে চলেছে ৷ খেলোয়াড়দের ড্রেসিংরুমেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে ৷ আরও বেশি ক্রিকেটার ফ্রেন্ডলি এবং অত্যাধুনিক করা হচ্ছে ড্রেসিংরুম ৷ স্নেহাশিস জানিয়েছেন, আইপিএলের সময় সংস্কারের কাজ শুরু হয়েছিল ৷ কাজের অগ্রগতিতে পরিদর্শনে আসা 18 সদস্যের দল খুশি বলে সিএবির তরফে দাবি করা হয়েছে ৷

ক্লাব হাউস, কনফারেন্স রুম-সহ একাধিক জায়গায় আমূল পরিবর্তন করা হয়েছে ৷ সব মিলিয়ে পরিকাঠামো গত সংস্কারে খুশি বিসিসিআই ও আইসিসি ৷ কিন্তু, সিএবি'র কাঁটা উৎসবের মাঝে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের নিরাপত্তা সমস্যা ৷

ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিএবি

কলকাতা, 5 অগস্ট: 12 নভেম্বর বিশ্বকাপের ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ অয়োজন নিয়ে সমস্যায় সিএবি ৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সিএবি কর্তারা ৷ সিএবি জানিয়েছে, উৎসবের মরশুমে পুলিশি নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে ৷ ওইদিন কালীপুজো থাকায় ম্যাচের আয়োজন নিয়ে লালবাজার আপত্তি তুলেছে ৷ পুরো পরিস্থিতির কথা জানিয়ে, বিসিসিআই ও আইসিসি'কে আবেদন করেছিল সিএবি ৷ কিন্তু, বোর্ড সচিব জয় শাহ না কি দিন পরিবর্তনের আবেদন খারিজ করেছেন বলে শোনা যাচ্ছে ৷

কালীপুজোয় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ ৷ ওইদিন ইংল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে ইডেনে ৷ কিন্তু, সেদিন নিরাপত্তার প্রশ্নে ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছে লালবাজার ৷ এমনকী ম্যাচের দিন বদলের বিষয়টিও বিসিসিআই সচিব জয় শাহ খারিজ করে দিয়েছেন ৷ তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবি’র কর্তারা ৷ জানা গিয়েছে, তিনি পুলিশের নিরাপত্তার বিষয়টি মেটানোর ব্যাপারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন ৷ উল্লেখ্য, আগামী মঙ্গলবার আইসিসি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করবে ৷

ICC Delegation Visits Eden Gardens ETV BHARAT
আইসিসি ও বিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পুরো বিষয়টি পুলিশের বিচারাধীন রয়েছে ৷ শনিবার আইসিসি'র 7 জন এবং বিসিসিআই'য়ের 11 জন সদস্য ইডেন পরিদর্শনে এসেছিলেন ৷ সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন পরিদর্শনে আসা বোর্ড এবং আইসিসির প্রতিনিধিরা ইডেনের প্রস্তুতি এবং সংস্কার কাজ নিয়ে খুশি ৷ কাজ যে গতিতে এগোচ্ছে তাতে 15 সেপ্টেম্বরের আগে ইডেন তৈরি হয়ে যাবে ৷ নতুনভাবে তৈরি হলেও ইডেনের দর্শক আসন কমছে না ৷

ICC Delegation Visits Eden Gardens ETV BHARAT
বিশ্বকাপে ইডেনের প্রস্তুতি খতিয়ে দেখছেন আইসিসি প্রতিনিধি দল

আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে লালবাজারে যেতে পারে আইসিসি’র প্রতিনিধি দল

65 হাজার দর্শকই ইডেনে বিশ্বকাপে খেলা দেখতে পারবেন ৷ নয়া ইলেকট্রনিক্স স্কোরবোর্ডও ইডেনে বসতে চলেছে ৷ খেলোয়াড়দের ড্রেসিংরুমেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে ৷ আরও বেশি ক্রিকেটার ফ্রেন্ডলি এবং অত্যাধুনিক করা হচ্ছে ড্রেসিংরুম ৷ স্নেহাশিস জানিয়েছেন, আইপিএলের সময় সংস্কারের কাজ শুরু হয়েছিল ৷ কাজের অগ্রগতিতে পরিদর্শনে আসা 18 সদস্যের দল খুশি বলে সিএবির তরফে দাবি করা হয়েছে ৷

ক্লাব হাউস, কনফারেন্স রুম-সহ একাধিক জায়গায় আমূল পরিবর্তন করা হয়েছে ৷ সব মিলিয়ে পরিকাঠামো গত সংস্কারে খুশি বিসিসিআই ও আইসিসি ৷ কিন্তু, সিএবি'র কাঁটা উৎসবের মাঝে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের নিরাপত্তা সমস্যা ৷

Last Updated : Aug 5, 2023, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.