ETV Bharat / sports

Bengal Beat Orissa in T20 Match: ওড়িশাকে উড়িয়ে মুস্তাক আলিতে সহজ জয় বাংলার

author img

By

Published : Oct 15, 2022, 8:53 AM IST

Updated : Oct 15, 2022, 8:59 AM IST

টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওড়িশাকে আট উইকেটে উড়িয়ে দিল বাংলা । প্রথমে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড নির্ধারিত 20 ওভার খেলতে পারেনি । পরে ব্যাট করতে নেমে বাংলা মাত্র 14 দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় (Bengal Mustaq Ali Win) ।

ঝাড়খণ্ডকে উড়িয়ে মুস্তাক আলিতে সহজ জয় বাংলার
Bengal Mustaq Ali Win

কলকাতা, 15 অক্টোবর: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ওড়িশাকে আট উইকেটে উড়িয়ে দিল বাংলা । বৃষ্টির জন্য ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ বাতিল হয়েছিল । কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলা প্রতিপক্ষকে গুড়িয়ে দিল । প্রথমে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড নির্ধারিত 20 ওভার খেলতে পারেনি । 18.1 ওভারে মাত্র 86 রানে অলআউট হয়ে যায় । মুকেশ কুমার এবং ঋত্বিক রায়চৌধুরী তিনটি করে উইকেট নেন (Bengal team won their second match in Mustaq Ali Trophy) ।

শাহবাজ আহমেদ জাতীয় দলে ব্যস্ত । এই অবস্থায় বাংলার বোলিংকে নেতৃত্ব দিলেন মুকেশ এবং ঋত্বিক । পরে ব্যাট করতে নেমে বাংলা মাত্র 14.3 ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় । অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েল যথাক্রমে 37 এবং 20 রানে অপরাজিত থাকেন । ঝাড়খণ্ডের বিরুদ্ধে সহজ জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কোচ লক্ষ্মীরতন শুক্লা ।

আরও পড়ুন: সৌরভের অপসারণে রাজনীতি নেই, বিতর্ক উড়িয়ে দাবি অরুণ ধুমালের

বিদায়ী অরুনলালের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরে এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট । মরশুমের প্রথম ম্যাচে দাপুটে জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ল বলে মনে করেন । তার মতে প্রতিটি জয়ই বিশেষ গুরুত্বপূর্ণ ।

Last Updated : Oct 15, 2022, 8:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.