ETV Bharat / sports

Bangladesh vs New Zealand 1st test : কিউয়িদের হারিয়ে ইতিহাস সৃষ্টি বাংলাদেশের

author img

By

Published : Jan 5, 2022, 6:20 AM IST

Updated : Jan 5, 2022, 7:49 AM IST

2001 সাল থেকে নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ ৷ যেকোনও ফরম্যাটে সেদেশে এই প্রথম জয় পেল তারা ৷ নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে জিতলেন মমিনুল হকরা (Bangladesh win the Bay Oval test match against New Zealand )৷

Bangladesh vs Newzealand 1st test
কিউয়িদের ঘরে তাদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

বে ওভাল, 5 জানুয়ারি : নিউজিল্যান্ডকে তাদের দেশের মাটিতে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ ৷ বে ওভাল টেস্ট ম্যাচ আট উইকেটে জিতে নিল তারা (Bangladesh win the Bay Oval test match against New Zealand ) ৷ লাল বলের বিশ্বচ্য়াম্পিয়ানদের এই প্রথম তাদের মাটিতেই পরাস্ত করল বাংলা টাইগাররা ৷ বে ওভাল টেস্টে প্রথম থেকেই নিউজিল্যান্ডকে চাপে রেখেছিলেন সফিউল ইসলাম, মেহেদি হাসান, মমিনুল হকরা ৷ যার জেরে ডেভন কনওয়ের শতরান (122)এবং উইল ইয়ুং(52), হেনরি নিকোলসের(75) জোড়া অর্ধশতরান সত্ত্বেও 328 রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৷ একদিকে যেমন তিনিটি করে উইকেট শিকার করেন সফিউল, মেহেদি ৷ তেমনই দুটি উইকেট শিকার করেন অধিনায়ক মমিনুলও ৷

অন্য়দিকে নিজেদের প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েন বাংলা টাইগাররা ৷ একদিকে যেমন বল তেমনই ব্যাট হাতেও 88 রানের অধিনায়কোচিত ইনিংস উপহার দেন মমিনুল ৷ অর্ধশতরান আসে মাহমুদুল হাসান (78), নাজমুল হোসেন শান্ত (64) এবং লিটন দাসের (88) ব্যাট থেকেও ৷ ফলত প্রথম ইনিংসেই 458 রান সংগ্রহ করে 130 রানের আরামদায়ক লিড পেয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে ব্যাট করতে নেমে ম্যাচে নিজেদের টিকিয়ে রাখতে হলে বড় রান সংগ্রহ করতেই হত কিউয়িদের ৷ কিন্তু এবারও মিডিয়াম পেসার এবাদত হোসেন এবং জোরে বোলার টাসকিন আহমেদের সামনে রীতিমত নাকানি চোবানি খেতে হয় টম লাথাম, রস টেলরদের ৷

কার্যত এবাদতকে সামলাতে গিয়েই নাস্তানাবুদ হয়ে যান কিউয়িরা ৷ মাত্র 46 রান খরচ করেই ছজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি ৷ অন্যদিকে তিন উইকেট শিকার করেন টাসকিনও ৷ 69 রানের ইনিংস খেলে এবারও লড়াই চালিয়ে গিয়েছিলেন ইয়ুং কিন্তু দ্বিতীয় ইনিংসে 169 রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিউজিল্যান্ড ৷ ফলত জয়ের জন্য মাত্র 40 রানই দরকার ছিল বাংলা টাইগারদের ৷ বুধবার মাত্র 2 উইকেট খরচ করেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা ৷

  • 🔹 First win v New Zealand in New Zealand (in all formats)
    🔹 First Test win v New Zealand
    🔹 First away Test win against a team in the top five of the ICC Rankings
    🔹 12 crucial #WTC23 points!

    History for Bangladesh at Bay Oval!#NZvBAN pic.twitter.com/wTtmHfCITZ

    — ICC (@ICC) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শার্দূলের সাত উইকেট, দুর্দান্ত প্রত্যাঘাত টিম ইন্ডিয়ার

এই জয়ের সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতাতেও নাম তুলে ফেলল বাংলাদেশ ৷ ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের 17 ম্যাচে লাগাতার অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে দিল তারা ৷ আবার 11 বছর পর এশিয়ার কোনও দেশ নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারাল ৷ শেষবার 2011 সালের জানুয়ারিতে হ্যামিলটনে নিউজিল্যান্ডকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান ৷

অন্যদিকে ঘরের বাইরে নিজেদের ষষ্ঠ টেস্ট জিতে নিল বাংলাদেশ ৷ এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে যে কোনও ফরম্যাটে এটাই প্রথম জয় বাংলা টাইগারদের ৷ তাই এই জয় যে কতখানি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য় তা বলাই বাহুল্য ৷ এখনও পর্যন্ত আটটি টেস্ট সিরিজ লাগাতার জেতার পর এই প্রথম নিজেদের ঘরের মাঠে সিরিজ হারের সম্ভাবনা তৈরি হয়েছে নিউজিল্যান্ডের জন্য় ৷ তবে ক্রাইস্টচার্চেও বাংলাদেশ নিজেদের জয়যাত্রা বজায় রাখতে পারবে কি না সেটাই এখন দেখার ৷

Last Updated :Jan 5, 2022, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.