ETV Bharat / sports

Virat Kohli: বিরাটকে এই গ্রহের সুপারস্টার বলছেন ওয়ার্ন

author img

By

Published : Sep 7, 2021, 5:44 PM IST

কেনিংটন ওভালে সিরিজের চতুর্থ টেস্ট জিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে 2-1 এগিয়ে গিয়েছে ভারত ৷ শুক্রবার থেকে ম্য়াঞ্চেস্টারে শুরু সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ৷ এই টেস্ট ড্র করতে পারলেই সিরিজ পকেটে পুরবে কোহলি অ্যান্ড কোং ৷

Virat Kohli
বিরাটকে এই গ্রহের সুপারস্টার বলছেন ওয়ার্ন

লন্ডন, 7 সেপ্টেম্বর : অজিত ওয়াদেকরের পর বিরাট কোহলির নেতৃত্বে দ্য ওভালে টেস্ট জিতল টিম ইন্ডিয়া ৷ 1971 সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত ৷ ওয়াদেকরের নেতৃত্বে সেই ম্যাচে রে ইলিংওয়র্থের ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছিল ভারত ৷ 50 বছর পর সেই ওভালেই কোহলির নেতৃত্ব 157 রানে জিতল ভারত ৷

ক্যাপ্টেনের ব্যাটে বড় রান না-এলেও তাঁর দলের 'ইংরেজ বধ'-এর পিছনে কোহলিকে কৃতিত্ব দিচ্ছেন শেন ওয়ার্ন ৷ চলতি ভারত-ইংল্য়ান্ড সিরিজে স্কাই-স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন কিংবদন্তি অজি লেগ-স্পিনার। ম্যাচের পরে বিরাটকে জয়ের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আমাদের সকলেরই বিরাটকে ধন্যবাদ জানানো উচিত। ও টেস্ট ক্রিকেটকে ভালবাসে ও সর্বাধিক প্রাধান্য দেয়। এই মুর্হূতে ভারত বিশ্ব ক্রিকেটের পাওয়ারহাউজ। ভারতের রয়েছে বিরাট নামক এই গ্রহের সবচেয়ে বড় সুপারস্টার ৷ যতদিন বিরাট খেলছে ততদিন টেস্ট ক্রিকেটের অস্তিত্ব সংকটের সম্ভাবনা নেই।"

আরও পড়ুন: বিদেশের মাটিতে সাফল্যের রহস্য ফাঁস করলেন বুমরা

টেস্ট ক্রিকেটকে সর্বাধিক গুরুত্ব দিয়ে লাল বলের লড়াই জিইয়ে রাখার জন্য বিরাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অজি তারকা। পরে টুইটারে বিরাট কোহলি-সহ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে ওয়ার্ন লেখেন, "ওভালের দুরন্ত জয়ের জন্য বিরাট কোহলি ও তার দলকে অভিনন্দন ৷ গত 12 মাস ধরে তোমরা যে সাফল্য অর্জন করেছো, তা দুর্দান্ত ৷ এই মুর্হূতে ভারত বিশ্বের সেটা দল ৷ ওরাই খেতাব জয়ের দাবিদার ৷ টেস্ট ক্রিকেট দীর্ঘজীবী হোক ৷"

1936 সালে দ্য ওভালে প্রথম খেলে ভারত। প্রথম ইনিংসে মহম্মদ নিসারের 5 উইকেটও দলকে জেতাতে পারেনি। তারপর 1946 ও 1952 সালে দুটি টেস্ট খেলে ভারত। দুটি ম্যাচই ড্র হয়। 1959 সালে ওভালে ভারত হারে ইনিংস ও 27 রানে। 1979 থেকে 2007 সাল পর্যন্ত কেনিংটন ওভালে পাঁচটি টেস্টেই ড্র করে ভারত। শেষ তিনটি টেস্টে হারে ভারত। 2011 সালে ভারত হারে ইনিংস ও 8 রানে। তিন বছর পরে ভারতকে হারতে হয় ইনিংস ও 244 রানে। 2018 সালে শেষবার 118 রানে হেরেছিল টিম ইন্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.