ETV Bharat / sports

জ্বলে উঠলেন 'ক্রাইসিস ম্যানেজার', অনুষ্টুপ-সৌরভের হাত ধরে প্রথম দিনে স্বস্তিতে বাংলা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:44 PM IST

Ranji Trophy Andhra vs Bengal: রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্য়াচে প্রথম দিনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 4 উইকেটের বিনিময়ে 289 রান করল বাংলা ৷ অনুষ্টুপ মজুমদারের শতরান ও সৌরভ পালের 96 রানের ইনিংসের দৌলতে দিনশেষে স্বস্তিতে বাংলা ৷

Etv Bharat
Etv Bharat

বিশাখাপত্তনম, 5 জানুয়ারি: রঞ্জি ট্রফির প্রথম দিনে অনুষ্টুপ মজুমদারের দুরন্ত শতরানে স্বস্তিতে বাংলা ৷ বাংলার 'ক্রাইসিস ম্যানেজার' ফের একবার জ্বলে ওঠেন কঠিন পরীক্ষার মুখে ৷ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে অভিষেক রঞ্জি ম্যাচেই 96 রান করে নজর কাড়লেন সৌরভ পাল ৷ বিশাখাপত্তনমের রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি ম্যাচে দিনশেষে বাংলার স্কোর 4 উইকেটের বিনিময়ে 289 রান ৷

ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে শুক্রবার 139 বলে 15টি চার ও 2টি ছয় দিয়ে সাজানো 125 রানের ইনিংসটি উপহার দেন অনুষ্টুপ ৷ সৌরভ তাঁর ইনিংসে মারেন 10টি বাউন্ডারি ৷ শ্রেয়াংশ ঘোষ এবং সুদীপ কুমার ঘরামি কেউই এদিন নজর কাড়তে পারেননি ৷ অভিষেকে ব্যর্থ হন শ্রেয়াংশ ৷ তবে সেই ব্যর্থতা ঢেকে দেন অনুষ্টুপ-সৌরভ ৷

ক্রিজে সুদীপ চোখ জমিয়েই ফেলেছিলেন, কিন্তু 18 রানের মাথায় ললিত মোহনের বলে হনুমা বিহারীর হাতে ধরা পড়েন তিনি ৷ বাংলা তখন 2 উইকেটে হারিয়ে 62 রানে ৷ সৌরভকে নিয়ে পার্টনারশিপ গড়েন অনুষ্টুপ ৷ 39 বছর বয়সি এই ব্যাটার এদিন খেলে গেলেন তাঁর জীবনের অন্যতম সেরা ইনিংস ৷ এই বয়সে দাঁড়িয়ে দলের মেরুদণ্ড হয়ে উঠলেন এই বুড়ো ঘোড়া ৷ মতি নন্দির গল্পের মতোই ছিল তাঁদের 189 রানের পার্টনারশিপ ৷

তাঁদের পার্টনারশিপের হাত ধরেই ঘুরে দাঁড়ায় বাংলা ৷ কঠিন পরিস্থিতি থেকে দলকে 250 রানের গণ্ডি পার করিয়ে থামেন সৌরভ ৷ মাত্র 4 রানের জন্য রঞ্জি অভিষেকে শতরান হাতছাড়া হল তাঁর ৷ আর দিনের একদম শেষে ললিতের বলে আউট হন অনুষ্টুুপ ৷ ক্রিজে এই মুহূর্তে রয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি এবং মহম্মদ কাইফ ৷ মনোজের ব্যাট থেকে এসেছে 15 রান ৷ কাইফ এখনও খাতা খুলতে পারেননি ৷ তবে আগামিকাল কীভাবে বাংলা শুরু করে তার ওপর নির্ভর করবে কত বড় স্কোর খাড়া করতে পারবে দল ৷

আরও পড়ুন:

  1. আফগানদের বিরুদ্ধে টি 20 সিরিজে ফেরার সম্ভাবনা বিরাটের, নেতৃত্বে রোহিত ? জল্পনা তুঙ্গে
  2. খোয়া যাওয়া 'ব্যাগি গ্রিন' খুঁজে পেয়ে স্বস্তিতে ডেভিড ওয়ার্নার
  3. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.