ETV Bharat / sitara

বাড়ি থেকে উদ্ধার টেলিভিশন তারকার মৃতদেহ

author img

By

Published : Dec 25, 2019, 12:48 PM IST

টেলিভিশন তারকা ও জনপ্রিয় শেফ জাগি জনের মৃতদেহ উদ্ধার হল তাঁর কেরালার বাড়ি থেকে । মৃত্যুকালে তাঁর বয়স ছিল 48 বছর ।

TV actress found dead
TV actress found dead

তিরুবনন্তপুরম : কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে নিজের বাড়ি থেকে উদ্ধার হল জাগির মৃতদেহ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

কুরাবনকোনাম অঞ্চলে জাগির বাড়ির রান্নাঘরে বিকেল 4টে নাগাদ তাঁর এক বন্ধু প্রথম মৃতদেহটি দেখতে পায় । সেই বন্ধুই পুলিশে খবর দেয় ।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানান তাঁরা ।

TV actress found dead
ছবি সৌজন্যে জাগির ইনস্টাগ্রাম

এক পুলিশ জানান যে, "আমরা কেসটার তদন্ত করছি । ময়নাতদন্ত করার পরই আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারব ।"

এক মালয়লম টেলিভিশন শো 'শেফ মাস্টার'-এর হোস্ট ও বিচারক ছিলেন জাগি । এছাড়াও একাধিক টেলিভিশন প্রোজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । প্রাক্তন মডেল জাগি সুগায়িকাও ছিলেন বলে শোনা যায় । তবে 'জাগি'স কুকবুক' নামে একটি কুকরি শো করেই সবথেকে বেশি জনপ্রিয় হন তিনি ।

Intro:Body:

বাড়ি থেকে উদ্ধার টেলিভিশন তারকার মৃতদেহ



টেলিভিশন তারকা ও জনপ্রিয় শেফ জাগি জনের মৃতদেহ উদ্ধার হল তাঁর কেরালার বাড়ি থেকে । মৃত্যুকালে তাঁর বয়স ছিল 48 বছর ।



তিরুবনন্তপুরম : কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে নিজের বাড়ি থেকে উদ্ধার হল জাগির মৃতদেহ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।



কুরাবনকোনাম অঞ্চলে জাগির বাড়ির রান্নাঘরে বিকেল 4টে নাগাদ তাঁর এক বন্ধু প্রথম এই মৃতদেহ দেখতে পায় । সেই বন্ধুই পুলিশে খবর দেয় ।



পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলেও জানান তাঁরা ।



এক পুলিশ জানান যে, "আমরা কেসটার তদন্ত করছি । ময়নাতদন্ত করার পরই আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারব ।"



এক মালয়লম টেলিভিশন শো 'শেফ মাস্টার'-এর হোস্ট ও বিচারক ছিলেন জাগি । এছাড়াও একাধিক প্রোজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । প্রাক্তন মডেল জাগি সুগায়িকাও ছিলেন বলে শোনা যায় । তবে 'জাগি'স কুকবুক' নামে একটি কুকরি শো করেই সবথেকে বেশি জনপ্রিয় হন তিনি ।



  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.