ETV Bharat / sitara

Tiyasha roy to present Rannaghar: রান্নাঘরের দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায়

author img

By

Published : Jan 24, 2022, 9:52 AM IST

বাংলা টিভি শো রান্নাঘরে (Bengali TV show) সঞ্চালক হিসেবে আবির্ভাব ঘটতে চলেছে কৃষ্ণকলি খ্যাত তিয়াসা রায়ের (tiyasha roy to present Rannaghar)৷ ফেসবুক লাইভ করে নিজেই এ কথা জানিয়েছেন অভিনেত্রী ৷

tiyasha roy to present Rannaghar
tiyasha roy to present Rannaghar

কলকাতা, 24 জানুয়ারি: এবার 'রান্নাঘর'-এর সঞ্চালনার দায়িত্বে 'কৃষ্ণকলি' তিয়াসা রায় (tiyasha roy to present Rannaghar)। লাইভে এসে অভিনেত্রী নিজেই দিলেন সুখবর ।চৌধুরী পরিবারের হেঁসেল সামলে এ বার টেলিভিশনের 'রান্নাঘর'-এর দায়িত্ব পেলেন অভিনেত্রী তিয়াসা রায় অর্থাৎ সকলের প্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি'র শ্যামা । সম্প্রতি শেষ হয়েছে এই ধারাবাহিক ৷

সংশ্লিষ্ট চ্যানেলের পেজ থেকে ফেসবুক লাইভে এসে তিয়াসা (tiyasha roy to present sudipa chatterjee's tv show rannaghar) নিজেই জানালেন নিজের নতুন জার্নি শুরু হওয়ার কথা ৷ 'রান্নাঘর'-এর (Bengali TV show) সেট থেকে লাইভটি করেন তিনি । ঘুরে দেখান গোটা সেট ৷ 26 জানুয়ারি থেকে এই নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

তিয়াসা বলেন, "এতদিন আমাকে এই প্ল্যাটফর্মে অতিথি হিসেবে রান্না করতে দেখেছেন ৷ অন্যের রান্না খেতে দেখেছেন ৷ আর এবার আমাকে রান্না করাতে দেখবেন ৷ 26 জানুয়ারি থেকে 'রান্নাঘর'-এর সঞ্চালনায় পাবেন আমাকে । শহরের কিছু জনপ্রিয় হোটেল রেস্তোরাঁর রান্না এখানে দেখানো হবে । বাড়িতে বসেই কীভাবে সেইসব হোটেলের সুস্বাদু স্পেশাল ডিশগুলো তৈরি করা যাবে, তার হদিস পাওয়া যাবে রান্নাঘরে ।"

আরও পড়ুন: Last Episode of Krishnakoli : অদিতির সঙ্গে গাইবে শ্যামা, 1202 পর্বে আজ শেষ কৃষ্ণকলি

এ দিন লাইভে তিনি উল্লেখ করেন, "কিছু স্পেশাল এপিসোড নিয়ে আমি আসছি ।" সেক্ষেত্রে কিছু এপিসোডে তিনি থাকবেন নাকি সুদীপা চট্টোপাধ্যায়ের জায়গায় পাকাপাকিভাবে তাঁর এন্ট্রি হল তা জানা যায়নি এখনও ।

প্রসঙ্গত, কিছুদিন আগে করোনার কবলে পড়েন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee's TV show Rannaghar)। এখনও শরীর খুব একটা সুস্থ নয় তাঁর । সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় ইটিভি ভারতকে জানিয়েছিলেন, সুদীপা সেরে উঠলেও শরীর এখনও দুর্বল ৷ কিছু পোস্ট কোভিড সমস্যা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: রাতারাতি ফর্সা হয়ে গেল 'কৃষ্ণকলি'-র শ্যামা ? সমালোচনায় নেটিজেনরা

আগামীতে কী হতে চলেছে রান্নাঘরে নজরে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.