ETV Bharat / sitara

বাবাকে হারালেন অভিনেত্রী সোহিনী সরকার

author img

By

Published : Jan 20, 2020, 2:35 PM IST

আমাদের প্রত্যেকের জীবনেই এক নেপথ্য নায়ক থাকেন, যিনি সারা জীবন অন্তরালে থেকেই আমাদের সাহস জুগিয়ে যান । তাঁকে আমরা বাবা বলে ডাকি । বাবাকে হারানো মানে পিছন থেকে যেন এক স্তম্ভকে হারানো । অভিনেত্রী সোহিনী সরকার তেমনই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ।

sohini sarkar latest news
sohini sarkar latest news

কলকাতা : 7 জানুয়ারি বাবাকে হারিয়েছেন সোহিনী । তাঁর বাবা মলয় সরকারের বয়স হয়েছিল 59 বছর । সিনিয়র সিটিজেন হওয়ার আগেই এই পৃথিবী ছাড়লেন মলয়বাবু । ETV ভারত সিতারার কাছে শোকপ্রকাশ করলেন সোহিনী ।

সোহিনী বললেন, "7 জানুয়ারি বাবা আমাদের ছেড়ে চলে গেছেন । বাবা অফিসে গেছিলেন । সেখানেই শরীর খারাপ হয় । হাসপাতালে যাওয়ার পর ECG করতে বলেন ডাক্তার । তখনই মারা যান বাবা । আজ বাবার শ্রাদ্ধানুষ্ঠান ।"

sohini sarkar latest news
সৌজন্যে ইনস্টাগ্রাম

এই অপ্রত্যাশিত মৃত্যুতে ভেঙে পড়েছেন সোহিনী । ETV ভারত সিতারার মলয় সরকারের আত্মার শান্তি কামনা করে ।

Intro:আমাদের প্রত্যেকের জীবনে এক অকীর্তিত নায়ক থাকেন। সেই নায়ককে আমরা বাবা বলে ডাকি। তিনি ঠিক যেন বটগাছ। মায়ের বকাঝকা থেকে আগলানো, সমস্ত ইচ্ছেকে নিবৃতে প্রশ্রয় দেওয়া, আবদার মেটানো, নিজের কথা না ভেবে মুখ বুজে দায়িত্ব পালন... বাবা ছাড়া কে করতে পারেন? একটা বয়সের পর বাবা যেন বন্ধু হয়ে ওঠেন। এমন অনেক কথা থাকে যে মাকেও বলা যায় না। বলা যায় কেবল বাবাকেই। সেই বাবা চলে যাওয়া মানে, পৃথিবী শূন্য হয়ে যাওয়া। কিছুদিন আগে তাঁরবাবাকে হারিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার।


Body:সোহিনীর বাবা মলয় সরকারের বয়স হয়েছিল ৫৯ বছর। সিনিয়র সিটিজেন হওয়ার আগেই চলে গেলেন তিনি। খুবই অপ্রত্যাশিত মৃত্যু। সোহিনী ETV ভারত সিতারাকে বলেছেন, "৭ জানুয়ারি বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে শরীর খারাপ হয়েছিল। হসপিটালে গিয়েছিলেন। ECG করতে বলেছেন ডাক্তার। তখনই তিনি মারা যান। আজ বাবার শ্রাদ্ধানুষ্ঠান চলছে।" এই চরম দুঃখের সময়ও কিন্তু সোহিনী তাঁর কাজ থেকে বিরতি নেননি। নিজেই জানালেন, "এই অবস্থাতে আমাকে শুটিং করতে হচ্ছে।"




Conclusion:সোহিনীর বাবার চলে যাওয়া অভিনেত্রীর জীবনে নিঃসন্দেহে খুবই দুঃখের খবর। ETV ভারত সিতারা তাঁর আত্মার শান্তি কামনা করে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.