ETV Bharat / sitara

Sohini Sarkar Birthday: জন্মদিনে রণজয়ের সঙ্গে পুদুচেরিতে সোহিনী, কী উপহার পেলেন ?

author img

By

Published : Oct 1, 2021, 6:53 PM IST

সোহিনী সরকারের (Sohini Sarkar Birthday) আজ জন্মদিন । শ্যুটিংয়ের কাজে এই মুহূর্তে তিনি রয়েছেন পুদুচেরিতে । বন্ধু-প্রেমিক রণজয়ের (Ranojoy Bishnu) সঙ্গেই এই দিনটি সেলিব্রেট করলেন অভিনেত্রী ।

sohini-sarkar-celebrating-her-birthday-with-ranojoy-bishnu-at-puducherry
জন্মদিনে রণজয়ের সঙ্গে পুদুচেরিতে সোহিনী, কী উপহার পেলেন ?

কলকাতা, 1 অক্টোবর: আজ সোহিনী সরকারের জন্মদিন (Sohini Sarkar Birthday)। তবে জন্মদিনে বাড়ির থেকে দূরে রয়েছেন অভিনেত্রী ৷ শুটিংয়ের কাজে এই মুহূর্তে তিনি পুদুচেরিতে । তবে তাঁর সঙ্গে রয়েছেন বন্ধু-প্রেমিক রণজয় (Ranojoy Bishnu) । তাঁর সঙ্গেই কেক কেটে হয়েছে সেলিব্রেশন ৷

মাঝরাতে কেক কেটে বন্ধু-প্রেমিক রণজয়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন সোহিনী সরকার । আর তার সরাসরি লাইভ সম্প্রচার দেখল নেট দুনিয়া । সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী ৷ রণজয় জানিয়েছেন, দু'জনে মিলে আজ বাইরেই খাওয়া-দাওয়া সারবেন । তেমনই প্ল্যান । তবে, কোথায় তাঁরা খেতে যাবেন তা এখনও ঠিক করেননি ।

আরও একটা বসন্ত পার, আগামীর পরিকল্পনা কী জানতে চাইলে সোহিনী বলেন, "প্রতিবারই ভাবি অনেক কিছু করব । অনেক প্ল্যান করি । কিন্তু কোনওটাই এক্সিকিউট করতে পারি না । পরের বার আবার ভাবি, এটা করব ওটা করব । পরেরবারও আর করা হয়ে ওঠে না । তবে সকাল থেকে সবার শুভেচ্ছা বার্তা পাচ্ছি । এটা বেশ আনন্দের । কাজের মধ্যে থাকতে চাই । এটুকুই ।"

আরও পড়ুন: SD Burman Birthday: কিশোরের গানের রেকর্ডিং ছিল, তাই হাসপাতালে ভর্তি হতে চাননি শচীন কর্তা

সঙ্গী সোহিনীকে জন্মদিনে কী উপহার দিলেন রণজয় ? তিনি নিজেই জানালেন, "সোহিনী খুব ব্যাগ আর ক্যামেরা ভালোবাসে । তাই ওকে এ বার ওই দুটোই দিলাম । একটা ব্যাগ আর একটা ক্যামেরা । সেই ক্যামেরা থেকে ইনস্ট্যান্ট ছবি বেরিয়ে আসে । খুব খুশি হয়েছে সোহিনী ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Kolkata Chalantika : পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'

পুদুচেরিতে দু'জনে মিলে দারুণ সময় কাটাচ্ছেন । রণজয় জানালেন, "খুব সুন্দর আবহাওয়া । রাস্তা দিয়ে হাঁটতেও হেব্বি লাগছে ৷ সোহিনীও এনজয় করছে । ভাল কাটছে সময় ।"

আরও পড়ুন : Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

পলাশ দে পরিচালিত 'তরঙ্গ' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন এই রিয়েল লাইফ কাপল । শুটিং শেষ । কাজ চলছে পোস্ট প্রোডাকশনের ।

আরও পড়ুন : Raj Subhashree: মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.