ETV Bharat / sitara

Alia Bhatt Birthday Celebration : জন্মদিনে লালগোলাপ পাঠিয়ে আলিয়ার মান ভাঙালেন রণবীর ?

author img

By

Published : Mar 16, 2022, 5:15 PM IST

'শুভ জন্মদিন 8 আমি তোমাকেই ভালবাসি ৷' আলিয়ার জন্মদিনের রিলে এই শুভেচ্ছাবার্তা দেখে তা রণবীরের বলেই ধারণা নেটিজেনদের ( Ranbir Supposed Love Note to Alia) ৷ একই সঙ্গে তাঁদের অনুমান, লাল গোলাপের তোড়া দিয়ে প্রেমিকার মান ভাঙিয়েছেন তিনি ৷

Birthday Celebration of Alia Bhatt
জন্মদিনে লালগোলাপ পাঠিয়ে আলিয়ার মান ভাঙালেন রণবীর ?

হায়দরাবাদ, 16 মার্চ : বলিসুন্দরী আলিয়া ভাট এই মুহূর্তে ভূয়সী প্রশংসা কুড়োচ্ছেন তাঁর নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র জন্য ৷ এরই মধ্যে মঙ্গলবার নিজের 29তম জন্মদিনও উদযাপন করলেন এই অভিনেত্রী ৷ মালদ্বীপে নিজের বোন এবং মায়ের সঙ্গে এবারের জন্মদিন পালন করেছেন আলিয়া ৷ সোশ্য়াল মিডিয়ায় সকলের উদ্দেশ্য়ে জন্মদিনের একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷ যার মধ্যে রয়েছে জন্মদিনে আলিয়াকে দেওয়া রণবীরের একটি স্পেশাল মেসেজও অন্তত বার্তাটি দেখে তেমনই অনুমান নেটিজেনদের ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম তাঁর লাক্সারির রিসর্টের একটি ভিডিয়ো শেয়ার করে আলিয়া লেখেন, "29 হল ৷ আপনাদের এত ভালবাসার জন্য ধন্যবাদ ৷" মালদ্বীপে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর বোন শাহিন ভাট এবং মা সোনি রাজদানও ৷

ভিডিয়োতে দেখা গিয়েছে নানাভাবে নিজের জন্মদিন উদযাপন করছেন আলিয়া কখনও তিনি মায়ের সঙ্গে, কখনও নৌকোয় ভেসে বেড়াচ্ছেন নীল সমুদ্রে, কখনও তাঁর হাতে পানীয়ের গ্লাস আর শরীরে নাচের ভঙ্গি আবার কখনও বা তিনি মজা নিচ্ছেন মালদ্বীপের স্পেশাল খাবারদাবারের ৷

আরও পড়ুন : ভিকির কাঁধে মাথা রেখে সেলফি পোস্ট ক্য়াটরিনার

আলিয়ার এই জন্মদিনের রিলের মধ্যেই রয়েছে প্রেমিক রণবীর কাপুরের পাঠানো বিশেষ 'শুভেচ্ছা বার্তাটিও' (Alias 29th Birthday Reel )৷ যাতে লেখা রয়েছে, 'শুভ জন্মদিন 8 আমি তোমাকেই ভালবাসি ৷' শুধু তাই নয় আলিয়ার জন্য রয়েছে একটি লাল গোলাপের তোড়াও ৷ তাই সকলের অনুমান এই বার্তা পাঠিয়েছেন অভিনেতাই ৷ এই মুহূর্তে লভ রঞ্জনের সঙ্গে নতুন ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর ৷ যার জেরে প্রেমিকার জন্মদিনে সশরীরে হাজির ছিলেন না তিনি ৷ আর তাইশুভেচ্ছাবার্তা আর লাল গোলাপে প্রেমিকার মানভঞ্জন করতে কোনও কসুর করলেন না রণবীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.