ETV Bharat / sitara

Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

author img

By

Published : Aug 17, 2021, 7:06 PM IST

এক দশকেরও বেশি পুরনো নিজের দুটি কুর্তা বিক্রির জন্য নিলামে (Auctioning Clothes) চড়িয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)৷ সেই কুর্তাগুলি তিনি পরেছিলেন শেষকৃত্যের অনুষ্ঠানে ৷ এই ঘটনায় ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী ৷

Deepika Padukone trolled for auctioning clothes she wore at funerals
জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

কলকাতা, 17 অগস্ট: নেট নাগরিকদের রোষের মুখে পড়লেন বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)৷ নিজের দুটি জামা নিলামে (Auctioning Clothes) তুলে ফাঁপড়ে পড়েছেন তিনি ৷ আসলে যে জামা দুটি তিনি নিলামে চড়িয়েছেন, তা তিনি পরেছিলেন শেষকৃত্য ও শ্রাদ্ধের অনুষ্ঠানে ৷ সেই কারণেই বিষয়টিকে ভাল ভাবে নেননি নেটিজেনরা ৷

এক টুইটার ইউজারই প্রথম বিষয়টি নজরে আনেন ৷ তিনি জানান, দীপিকা পাড়ুকোন তাঁর ওয়েবসাইটে দুটি কুর্তা নিলামে চড়িয়েছেন ৷ তার মধ্যে একটি হল গোলাপি রঙের ডিজাইনার কুর্তা ৷ সেই কুর্তাটি হাউসফুল (Housefull) ফিল্মে তাঁর সহ-অভিনেত্রী জিয়া খানের (Jiah Khan) শেষকৃত্যে পড়েছিলেন অভিনেত্রী ৷ সময়টা ছিল 2013 সাল ৷ বলিউডের মস্তানি অপর যে কুর্তাটি নিলামে চড়িয়েছেন, সেটি তিনি ওই বছরই পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে ৷

আরও পড়ুন: Anil Kapoor: কন্যা রিয়ার রিসেপশনে মন খুলে নাচলেন অনিল কাপুর, ভিডিয়ো ভাইরাল

এই ঘটনা প্রকাশ্যে আসতেই দীপিকার প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটনাগরিকদের একাংশ ৷ একজন লেখেন, "আমি হতাশ...আমার ফেভারিট দীপিকা পাড়ুকোন তাঁর 2013 সালের জামা নিলামে চড়িয়েছেন...আবারও বলছি, 2013 সালের...নানা শেষকৃত্যে তিনি সেগুলি পরেছিলেন ৷" এক দশকেরও বেশি পুরনো জামা পরিচারিকা বা গরিবদের দান না-করে দীপিকা কেন নিলামে চড়ালেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷

আরও পড়ুন: Pori Moni: বন্দিদের খাবারই খাচ্ছেন পরীমণি, বুধে জামিনের আবেদনের শুনানি

অভিনেত্রী নেট নাগরিকদের একাংশের ট্রোলের শিকার হলেও তাঁর সমর্থনে আবার পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন ভক্ত ৷ সৎ প্রচেষ্টার জন্য দীপিকাকে সাধুবাদ দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: Srabanti Chatterjee: শ্রাবন্তীকে জন্মদিনে শুভেচ্ছা-চিঠি মমতার, আপ্লুত অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনের

নিজের স্বেচ্ছাসেবী সংস্থা লিভ লাভ লাফ (Live Love Laugh)-এর জন্য অর্থ জোগাড় করছেন দীপিকা পাড়ুকোন ৷ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাঁর সংস্থা ৷ ফান্ড রেইজের জন্য তিনি তাঁর ওয়ার্ড্রোবের জামাকাপড় ও গয়নাগাটি কেনার জন্য উৎসাহিত করেছেন তাঁর অনুরাগীদের ৷

আরও পড়ুন : Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

কর্মক্ষেত্রে শকুন বাত্রার (Shakun Batra) পরবর্তী ফিল্মের শ্যুটিং সবে শেষ করেছেন পিকু স্টার ৷ তাঁকে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে পাঠান (Pathan) ফিল্মেও দেখা যাবে ৷ সায়ান্স-ফিকশন ফিল্মে প্রভাস (Prabhas) ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন দীপিকা ৷ এ ছাড়াও হলিউডের ফিল্ম দ্য ইন্টার্নের (The Intern) হিন্দি রিমেকেও অভিনয় করবেন তিনি ৷ সেই ছবিতে তিনি তৃতীয়বারের জন্য বিগ বি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.