ETV Bharat / sitara

নিক-প্রিয়াঙ্কার ভালোবাসার 2 বছর

author img

By

Published : Jul 20, 2020, 1:32 PM IST

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী । সেখানে আয়নার সামনে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরে গালে চুম্বন করছেন নিক । সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখেন প্রিয়াঙ্কা ।

োে্
োে্

মুম্বই : 2 বছর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন নিক জোনাস । নিকের কথা শুনে প্রথমে অবাক হয়ে যান অভিনেত্রী । পরে অবশ্য হ্যাঁ বলেছিলেন । আসলে আনন্দের চোটে তাঁর গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না । সেই কারণেই বেশ কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায় তাঁকে । সম্প্রতি সেই দিনের স্মৃতিচারণা করে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রিয়াঙ্কা ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী । সেখানে আয়নার সামনে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরে গালে চুম্বন করছেন নিক । সেই মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখেন প্রিয়াঙ্কা ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "আমার জীবনের সবথেকে আনন্দের মুহূর্ত । 2 বছর আগে আজকের দিনে তুমি আমি বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে । আমি হতবাক হয়ে গিয়েছিলাম । তারপর অবশ্য হ্যাঁ বলেছিলাম । ধন্যবাদ আমার বিষয়ে সব সময় ভাবার জন্য । আমি বিশ্বের সবথেকে লাকি মেয়ে ! আই লাভ উই নিক জোনাস ।"

এই ছবিতে পালটা কমেন্ট করেছেন নিকও । তিনি লেখেন, "আমাকে বিয়ে করতে রাজি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ।" 18 জুলাই প্রিয়াঙ্কার জন্মদিন । জন্মদিনের পরের দিন অর্থাৎ 19 জুলাই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিক ।

2018-র 1 ডিসেম্বর খ্রিশ্চান মতে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা । আর 2 তারিখ হিন্দু মতে বিয়ে হয়েছিল তাঁদের । রাজস্থানের যোধপুর উমেদ ভবনে হয় সেই বিয়ে । এরপর মুম্বইতে অনুষ্ঠান করেন তাঁরা । সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.