ETV Bharat / sitara

রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে শেখর-সন্দীপ, অভিযোগ সুশান্তের পরিবারের

author img

By

Published : Jul 1, 2020, 9:45 PM IST

অভিনেতার পরিবারের তরফে এবিষয়ে বলা হয়েছে, "ঘটনার তদন্ত হচ্ছে মুম্বইতে । আর সেখানে বিহারের কোনও রাজনৈতিক দলের ব্যানারে দাঁড়িয়ে কথা বলার অর্থ রাজনৈতিক সুবিধা নেওয়া । আমাদের পরিবার এই দাবিগুলো নিজেরাই রাখতে সক্ষম । তবে আমরা পুলিশি তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি । তার আগে কোনও রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই । আমাদের পরিবারেও রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তাঁরা এই বিষয়ে পদক্ষেপ করবেন ।"

asd
ad

মুম্বই : আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত । ময়নাতদন্তের রিপোর্ট দেখার পর একথা জানিয়েছিল পুলিশ । যদিও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা । কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট মানতে রাজি নন অনেকেই । আর সেই কারণেই CBI তদন্তের দাবি তুলেছেন কয়েকজন । সেই তালিকায় রয়েছেন অভিনেতা শেখর সুমন ও প্রযোজক সন্দীপ সিংও । গতকাল পটনায় RJD নেতাদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তাঁরা দু'জনে । সেখানেও CBI তদন্তের দাবি জানান । যদিও ওই বিষয়টি মোটেই ভালোভাবে নেননি সুশান্তের পরিবারের সদস্যরা । তাঁদের মতে, রাজনৈতিক ফায়দার জন্যই সব কিছু করছেন শেখর সুমন ও সন্দীপ সিং ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ইতিমধ্যেই সামনে এসেছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট । সেই রিপোর্ট অনুযায়ী, তিনি আত্মহত্যা করেছেন বলেই জানিয়েছে পুলিশ । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । জারি রয়েছে তদন্ত । অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । ইতিমধ্যেই পরিচালক মুকেশ ছাবড়া, রিউমর্ড গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা সহ 27 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি ও টুইটার অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ ।

কিন্তু,পুলিশি তদন্তের উপর ভরসা করতে পারছেন না অনেকেই । আর সেই কারণেই CBI তদন্তের দাবি জানান তাঁরা । এদিকে 29 জুন পটনার রাজিব নগরে সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করতে যান শেখর সুমন ও সন্দীপ সিং । তারপর গতকাল পটনায় RJD নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তাঁরা । সেখানে সুশান্তের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তোলেন । যা ভালোভাবে নেয়নি সুশান্তের পরিবার ।

অভিনেতার পরিবারের তরফে এবিষয়ে বলা হয়েছে, "ঘটনার তদন্ত হচ্ছে মুম্বইতে । আর সেখানে বিহারের কোনও রাজনৈতিক দলের ব্যানারে দাঁড়িয়ে কথা বলার অর্থ রাজনৈতিক সুবিধা নেওয়া । আমাদের পরিবার এই দাবিগুলো নিজেরাই রাখতে সক্ষম । তবে আমরা পুলিশি তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি । তার আগে কোনও রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই । আমাদের পরিবারেও রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তাঁরা এই বিষয়ে পদক্ষেপ করবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.