ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানানোয় রিয়ার প্রশংসায় শেখর

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী । এর জন্য রিয়ার প্রশংসা করেছেন শেখর সুমন ।

zxc
sd
author img

By

Published : Jul 17, 2020, 8:41 AM IST

Updated : Jul 17, 2020, 8:56 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস । কিন্তু, এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ । কেন তিনি আত্মহত্যার মতো একটা পদক্ষেপ করলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । তা জানতেই তদন্ত করছে পুলিশ । যদিও সেই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না একাধিক তারকা সহ অভিনেতার অনুরাগীরা । CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা । সেই তালিকায় রয়েছেন অভিনেতা শেখর সুমনও । আর ওই তালিকায় সম্প্রতি যোগ দিয়েছেন রিয়া চক্রবর্তীও । যা দেখে খুশি শেখর । তাঁর মতে, CBI তদন্তের ফলে অনেক সত্যি কথাই সামনে চলে আসবে ।

সুশান্তের মৃত্যুর পর সবার প্রথমে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন শেখর সুমন । যার কারণে প্রয়াত অভিনেতার পরিবারের তরফে কটাক্ষও করা হয়েছিল তাঁকে । এরপর এই আন্দোলন থেকে পিছু হটার সিদ্ধান্ত নেন তিনি । টুইট করে লেখেন, "এতদিন আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে । কিন্তু, এখন আর আমি এই আন্দোলনে থাকব না । সুশান্তের পরিবার এ বিষয়ে পুরোপুরি চুপ । যার কারণে আমার অস্বস্তি হচ্ছে । সুশান্তের জন্য বিচার চাওয়া হবে কি না সেটা তাঁর পরিবারের ব্যাপার, আমাদের সবার সেটাকে সম্মান করা উচিত ।"

  • Dear all,Thank you for making my voice strong all this while.Allow me to plz take a backseat now.since the family is completely silent on this,it's making me very uncomfortable to go on.i guess its their prerogative and we all shld respect that.

    — Shekhar Suman (@shekharsuman7) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সুশান্তের মৃত্যুর পর এতদিন চুপ ছিলেন রিয়া । কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে । এরপর হঠাৎ CBI তদন্তের দাবি জানান তিনি । গতকাল সুশান্তের একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি লেখেন, "শ্রদ্ধেয় অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী । এক মাস হয়ে গেছে সুশান্তের মৃত্যুর পর । সরকারের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে । ন্যায়ের স্বার্থে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি যে, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করুন । আমি জানতে চাই যে, কোন চাপের মুখে পড়ে সুশান্ত এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল ।"

রিয়ার এই পদক্ষেপে খুশি শেখর সুমন । তিনি লেখেন, "অবশেষে রিয়াও এগিয়ে এসেছেন । ধীরে হলেও মানুষ এগিয়ে আসছেন । এটা একটা ভালো বিষয় ।" যতক্ষণ পর্যন্ত সুশান্ত বিচার না পায় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও টুইটে জানান তিনি ।

  • It's our conviction"Homicide not Suicide".Hasten up the process for #CBIEnquiryForSushant before it's too late.The voices will not slow down till he gets justice.we shall go on fighting for what we think is right and what we know is our right.

    — Shekhar Suman (@shekharsuman7) July 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "আমি সুশান্তের গার্লফ্রেন্ড", অভিনেতার মৃত্যুতে CBI তদন্তের আবেদন রিয়ার

এরপর আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "সাবধান, এই আন্দোলন একটা ঝড়ে পরিণত হচ্ছে যা অনেক কুৎসিত সত্যকে সামনে নিয়ে আসবে । এটা আপনাকে ঘিরে ফেলবে ও শাস্তি দেবে । যদি আপনি দোষী হন বা চুপ করে থাকেন । যতক্ষণ না পর্যন্ত দোষীকে সামনে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এই ঝড় থামবে না ।"

  • Beware,the voices are turning into a storm which will blow the lid off many ugly truths.Beware,it will engulf you and punish you if you stay silent or are guilty.Beware,this storm will not subside till the culprits are exposed and brought to books.#justice

    — Shekhar Suman (@shekharsuman7) July 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস । কিন্তু, এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ । কেন তিনি আত্মহত্যার মতো একটা পদক্ষেপ করলেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । তা জানতেই তদন্ত করছে পুলিশ । যদিও সেই তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না একাধিক তারকা সহ অভিনেতার অনুরাগীরা । CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা । সেই তালিকায় রয়েছেন অভিনেতা শেখর সুমনও । আর ওই তালিকায় সম্প্রতি যোগ দিয়েছেন রিয়া চক্রবর্তীও । যা দেখে খুশি শেখর । তাঁর মতে, CBI তদন্তের ফলে অনেক সত্যি কথাই সামনে চলে আসবে ।

সুশান্তের মৃত্যুর পর সবার প্রথমে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন শেখর সুমন । যার কারণে প্রয়াত অভিনেতার পরিবারের তরফে কটাক্ষও করা হয়েছিল তাঁকে । এরপর এই আন্দোলন থেকে পিছু হটার সিদ্ধান্ত নেন তিনি । টুইট করে লেখেন, "এতদিন আমার পাশে দাঁড়ানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে । কিন্তু, এখন আর আমি এই আন্দোলনে থাকব না । সুশান্তের পরিবার এ বিষয়ে পুরোপুরি চুপ । যার কারণে আমার অস্বস্তি হচ্ছে । সুশান্তের জন্য বিচার চাওয়া হবে কি না সেটা তাঁর পরিবারের ব্যাপার, আমাদের সবার সেটাকে সম্মান করা উচিত ।"

  • Dear all,Thank you for making my voice strong all this while.Allow me to plz take a backseat now.since the family is completely silent on this,it's making me very uncomfortable to go on.i guess its their prerogative and we all shld respect that.

    — Shekhar Suman (@shekharsuman7) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সুশান্তের মৃত্যুর পর এতদিন চুপ ছিলেন রিয়া । কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে । এরপর হঠাৎ CBI তদন্তের দাবি জানান তিনি । গতকাল সুশান্তের একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তিনি লেখেন, "শ্রদ্ধেয় অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী । এক মাস হয়ে গেছে সুশান্তের মৃত্যুর পর । সরকারের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে । ন্যায়ের স্বার্থে আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি যে, এই মামলায় CBI তদন্তের ব্যবস্থা করুন । আমি জানতে চাই যে, কোন চাপের মুখে পড়ে সুশান্ত এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হল ।"

রিয়ার এই পদক্ষেপে খুশি শেখর সুমন । তিনি লেখেন, "অবশেষে রিয়াও এগিয়ে এসেছেন । ধীরে হলেও মানুষ এগিয়ে আসছেন । এটা একটা ভালো বিষয় ।" যতক্ষণ পর্যন্ত সুশান্ত বিচার না পায় ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও টুইটে জানান তিনি ।

  • It's our conviction"Homicide not Suicide".Hasten up the process for #CBIEnquiryForSushant before it's too late.The voices will not slow down till he gets justice.we shall go on fighting for what we think is right and what we know is our right.

    — Shekhar Suman (@shekharsuman7) July 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "আমি সুশান্তের গার্লফ্রেন্ড", অভিনেতার মৃত্যুতে CBI তদন্তের আবেদন রিয়ার

এরপর আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "সাবধান, এই আন্দোলন একটা ঝড়ে পরিণত হচ্ছে যা অনেক কুৎসিত সত্যকে সামনে নিয়ে আসবে । এটা আপনাকে ঘিরে ফেলবে ও শাস্তি দেবে । যদি আপনি দোষী হন বা চুপ করে থাকেন । যতক্ষণ না পর্যন্ত দোষীকে সামনে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ এই ঝড় থামবে না ।"

  • Beware,the voices are turning into a storm which will blow the lid off many ugly truths.Beware,it will engulf you and punish you if you stay silent or are guilty.Beware,this storm will not subside till the culprits are exposed and brought to books.#justice

    — Shekhar Suman (@shekharsuman7) July 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 17, 2020, 8:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.