বেজিং, 30 নভেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে চিন মঙ্গলবার একটি মহাকাশযানে তার নির্মাণাধীন মহাকাশ স্টেশনে তিন মহাকাশচারীকে পাঠিয়েছে । Shenzhou-15 মহাকাশযানটি উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল । এতে তিনজন মহাকাশচারী রয়েছেন- ফেই জুনলং, দেং কিংমিং এবং ঝাং লু । সিএমএসএর সহকারী পরিচালক জি কিমিং মিডিয়াকে জানিয়েছেন, ফেই মিশনের কমান্ডার হবেন । 'লং মার্চ-টুএফ' রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ করা হয় (China Sent Astronauts)।
ক্রু প্রায় ছয় মাস কক্ষপথে থাকবে, এমন একটি সময়কাল যেখানে মহাকাশ স্টেশনের নির্মাণ কাজ নিম্ন কক্ষপথে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে । এটি মহাকাশ স্টেশনে চিনের পাঠানো তৃতীয় মানব মিশন । নির্মাণ শেষ হওয়ার পর, চিনই একমাত্র দেশ হবে যার নিজস্ব স্পেস স্টেশন থাকবে । কারণ রাশিয়ার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) একটি বহুজাতিক সহযোগিতামূলক প্রকল্প ।
আরও পড়ুন: 48500 বছরের পুরনো জম্বি ভাইরাসের হদিশ রাশিয়ায়, ফের প্যানডেমিকের আশঙ্কা
চিন পূর্বে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে । চায়না স্পেস স্টেশন (সিএসএস) রাশিয়ার তৈরি আইএসএস-এর সঙ্গে প্রতিযোগিতা করবে বলেও আশা করা হচ্ছে । পর্যবেক্ষকরা বলছেন আগামী বছরগুলিতে আইএসএস অবসর নেওয়ার পরে সিএসএসই একমাত্র মহাকাশ স্টেশন হতে পারে যা কক্ষপথে অবশিষ্ট থাকবে ।