ETV Bharat / international

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 10:47 AM IST

Updated : Dec 9, 2023, 12:18 PM IST

US Vetoed: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়। যে প্রস্তাবে কার্যত জল ঢেলে দিল আমেরিকা । নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আমরিকা প্রয়োগ করল চূড়ান্ত ক্ষমতা ।

US Vetoed
US Vetoed

রাষ্ট্রসংঘ,9 ডিসেম্বর: গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে কাঁটা হয়ে উঠছে আমেরিকা । যা চাক্ষুস করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । যেখানে, নিজের চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব কার্যত আটকে দিল বাইডেনের দেশ । নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে 'ভেটো' প্রয়োগ করল আমেরিকা । ফলস্বরূপ, গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট থাকলেও, প্রস্তাব আটকে দিতে সফল হল আমেরিকা।

নিরাপত্তা পরিষদের এদিন গাজা নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে সংযুক্ত আরব আমিরশাহী । 15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 13 টি । ভোটদানে বিরত থাকে ব্রিটেন । তবে, সেই সময়ে অর্জুনের বানের মতোই আমেরিকা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সুযোগ নেয় এবং 'ভেটো' প্রয়োগ করে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয় ।

রাষ্ট্রসংঘে নিযুক্ত আমেরিকার উপরাষ্ট্রদূত রবার্ট হুডের যুক্তি, "ইজরায়েল-প্যালেস্তাইনের শান্তির জন্য আমেরিকা পদক্ষেপ করলেও, হামাস শান্তির পথে নেই । যুদ্ধবিরতির প্রস্তাব কোনও কাজেই আসবে না । কারণ, হামাস যুদ্ধ জারি রাখবে । যুদ্ধবিরতির সুযোগে নিজেদের শক্তি বাড়াবে তারা । তাই যুদ্ধবিরতির পক্ষে যাবে না আমেরিকা । "

আমেরিকার এই পদক্ষেপের বিরোধিতা করেছে রাশিয়া সহ অন্যান্য সদস্য দেশগুলি । এই বিষয়ে উল্লেখযোগ্য তথ্য হল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি - আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ও চিন। আমেরিকার পদক্ষেপকে 'কালো দিন' হিসেবে মন্তব্য রুশ প্রতিনিধির । গাজা নিয়ে আমেরিকার অবস্থানকে 'লজ্জাজনক' বলা হচ্ছে । এমনকি, রাষ্ট্রসংঘে নিযুক্ত রাশিযার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিনস্কি বলেন, " ইতিহাস ওয়াশিংটনের এই অমানবিক পদক্ষেপ মনে রাখবে।"

এর আগে দুই দেশের সম্মতিতে সংঘর্ষবিরতি চলে টানা কয়েকদিন। 24 নভেম্বর সংঘর্ষবিরতি শুরু হলেও, ডিসেম্বরের প্রথমেই ফের যুদ্ধ শুরু হয় । ইতিমধ্যেই, সাত অক্টোবর থেকে চলা ইজরায়েল-গাজা যুদ্ধে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা 17 হাজার ছাড়িয়েছে । এর মধ্যে 70 শতাংশ মহিলা ও শিশু । আহতের সংখ্যা প্রায় 46 হাজার । সবমিলিয়ে বড়সড় মানবিক সংকটে প্যালেস্তাইন । যেখানে প্রতিদিনই রনকৌশল বদলাচ্ছে ইজরায়েল। আপাতত তেল আভিভের হামলায় বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ গাজা ।

আরও পড়ুন:

  1. গত 24 ঘণ্টায় মৃত কমপক্ষে 200 প্যালেস্তানীয় ! যুদ্ধবিরতি শেষে আরও আক্রমণাত্মক ইজরায়েল
  2. 10 ইজরায়েলি ও চারজন থাই নাগরিককে মুক্তি দিল হামাস
  3. যুদ্ধ-বিরতির মাঝে ঘরে ফেরা! চুক্তি মেনে বন্দি মুক্তি ইজরায়েল-হামাসের
Last Updated :Dec 9, 2023, 12:18 PM IST

TAGGED:

un
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.