ETV Bharat / international

Indian Consulate Vandalism: সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তীব্র নিন্দা মার্কিন বিদেশ মন্ত্রকের

author img

By

Published : Jul 4, 2023, 11:43 AM IST

2 জুলাই সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন বিদেশ মন্ত্রক ৷ ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে টুইট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার ৷

State Department spokesperson Matthew Miller
মার্কিন বিদেশ মন্ত্রক

নিউইয়র্ক, 4 জুলাই: সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা করল মার্কিন বিদেশ মন্ত্রক ৷ এই ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে অভিহিত করা হয়েছে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার ঘটনার নিন্দা করে একটি টুইট করেন ৷ তাতে তিনি লেখেন, "মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাংচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানায় । মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি কূটনীতিকদের উপর হামলা বা দূতাবাসে ভাঙচুর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় ৷"

টুইট বার্তায় আরও বলা হয়েছে, রবিবার ভোরে সান ফ্রান্সিসকো ভারতীয় দূতাবাসে 1:30টা থেকে 2:30টের মধ্যে আগুন লাগে ৷ তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে ফেলা হয় ৷ আর তাই দূতাবাসে ক্ষয়ক্ষতি তেমন হয়নি এবং কোনও কর্মী জখম হননি । প্রসঙ্গত, খালিস্তানী সমর্থকরা টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে ৷ সেই ভিডিয়োতে 2 জুলাই খালিস্তানী উগ্রপন্থীদের একটি দলকে সান ফ্রান্সিসকোতে থাকা ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দিতে দেখা গিয়েছে ।

  • The U.S. strongly condemns the reported vandalism and attempted arson against the Indian Consulate in San Francisco on Saturday. Vandalism or violence against diplomatic facilities or foreign diplomats in the U.S. is a criminal offense.

    — Matthew Miller (@StateDeptSpox) July 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে সান ফ্রান্সিসকোর দমকল বাহিনী গিয়ে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে । ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কর্মীদের কেউ আহত হননি । তবে ঘটনা সম্পর্কে স্থানীয়, রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষকে জানানো হয় । তারপরই তীব্র নিন্দা করেছে মার্কিন প্রশাসন ৷

ওই ভিডিয়োতে সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে অগ্নিসংযোগের পাশাপাশি কানাডা-ভিত্তিক খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ)-এর প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত কয়েকটি সংবাদও দেখানো হয়েছে । হরদীপ সিং নিজ্জার ভারত সরকারের খাতায় একজন কুখ্যাত জঙ্গি ৷ ভারত সরকার তার মাথায় 10 লক্ষ টাকা ধার্য করেছিল ৷ তাঁকে গত মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয় । উল্লেখ্য, সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টার বলা হয়েছে, 8 জুলাই একটি খালিস্তান ফ্রিডম র‍্যালি করা হবে ৷ ক্যালিফোর্নিয়ার বার্কলে থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে শেষ হবে ।

আরও পড়ুন: ফের যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা, বাল্টিমোরে পার্টিতে নিহত 2, আহত 28

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.