ETV Bharat / international

Lankan Prez Wickremesinghe: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট 'প্রধানমন্ত্রী' রনিল বিক্রমাসিংহেই

author img

By

Published : Jul 20, 2022, 1:12 PM IST

Updated : Jul 20, 2022, 2:08 PM IST

গোতাবায়া দেশ ছেড়ে পালিয়েছেন ৷ পরে মেল করে তাঁর ইস্তফাপত্রও পাঠিয়েছেন ৷ তাঁর পরে দেশের প্রেসিডেন্টের কার্যভার সামলাচ্ছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (Lankan Prez Wickremesinghe) ৷ অস্থায়ী থেকে নতুন প্রেসিডেন্ট হলেন তিনিই ৷

Sri Lanka President
নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

কলম্বো, 20 জুলাই: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে ৷ আজ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট নির্বাচন হয় ৷ গত সপ্তাহে গোতাবায়া রাজাপক্ষে প্রথমে মালদ্বীপে এবং পরে সিঙ্গাপুরে চলে যান ৷ সেখান থেকে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার পর 13 জুলাই কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রধানমন্ত্রী রনিল ৷ এবার তিনিই সংকটাপন্ন দেশটির নতুন প্রেসিডেন্ট হলেন (Ranil Wickremesinghe elected as the new President of Sri Lanka) ৷ দেশের 44 বছরের ইতিহাসে এই প্রথম সংসদ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করল ৷

73 বছর বয়সী প্রেসিডেন্ট এর আগে 6 বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন ৷ শেষবার এ বছর দেশের চরম সংকটের বিরোধীদের চাপে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলে বিক্রমসিংহেকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া ৷

আজ সংসদে 225 জন সদস্যের মধ্যে 134টি ভোট পান প্রধানমন্ত্রী ৷ তাঁর প্রতিপক্ষ দাল্লাস আলাহাপ্পেরুমা (Dullas Alahapperuma) 82টি ভোট এবং বামপন্থী জেভিপি (Janatha Vimukthi Peramuna) নেতা অনুরা কুমারা (Anura Kumara Dissanayake) মাত্র 3টি ভোট পেয়েছেন ৷

  • அடுத்துவரும் ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார்.
    2/3

    — Parliament of Sri Lanka (@ParliamentLK) July 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: শ্রীলঙ্কার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

ভোট শেষে স্পিকার মাহিন্দা ইয়াপা রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের কথাটি জানান ৷ সংসদের টুইটার হ্যান্ডেলেও একটি টুইট করে জানানো হয়েছে, "সংসদের সেক্রেটারি জেনারেল ঘোষণা করছেন, মাননীয় রনিল বিক্রমসিংহে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৷"

দেশ চরম অর্থনৈতিক সংকটে ৷ ভারত বারে বারে ত্রাণসামগ্রী, জ্বালানি পাঠাচ্ছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে ৷ সাড়ে চার দশকের রাজনৈতিক জীবনে বিক্রমসিংহ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকেছেন ৷ এমনকী তাঁর সঙ্গে ভারতীয় নেতাদের সুসম্পর্ক রয়েছে বলেই শোনা যায় ৷

গত সপ্তাহে দেশের অর্থনৈতিক দুর্দশা কাটাতে আইএমএফ-এর (International Monetary Fund) সঙ্গে কথাবার্তা চলছিল তাঁর ৷ শ্রীলঙ্কায় খুব শিগগিরি বিদেশি দেশগুলির আর্থিক সাহায্য পৌঁছবে বলে আশ্বাস মিলেছে ৷ 2024-এর নভেম্বরে গোতাবায়া রাজাপক্ষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ তাই বিক্রমসংহেরও সেই সময় পর্যন্তই দেশের প্রেসিডেন্ট থাকার কথা ৷

আরও পড়ুন: গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা, ই-মেলে পদত্যাগপত্র স্পিকার মাহিন্দাকে

Last Updated : Jul 20, 2022, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.