ETV Bharat / international

Israel-Hamas Hate Crime: ইজরায়েল-হামাস যুদ্ধের জের, মুসলিম শিশুকে কুপিয়ে খুন মার্কিনি বৃদ্ধের!

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 1:34 PM IST

ইজরায়েল ও হামাস সংঘর্ষের জেরে শিকাগোয় মুসলিম শিশু ও যুবতীর উপর হামলা চালানোর অভিযোগ শিকাগোয় ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 6 বছরের খুদের ৷ আহত 32 বছর বয়সি যুবতী হাসপাতালে চিকিৎসাধীন ৷

Israel-Hamas war
মুসলিম মহিলা ও শিশুর উপর হামলা

শিকাগো, 16 অক্টোবর: ইজরায়েল ও হামাস সংঘর্ষের জের ৷ মুসলিম হওয়ায় শিশু ও যুবতীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করল 71 বছরের বৃদ্ধ ! ঘটনায় মৃত্যু হয়েছে 6 বছরের নাবালকের ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 32 বছর বয়সি যুবতীকে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার শিকাগোয় ৷ রবিবার অভিযুক্ত 71 বছর বয়সি জোসেফ এম সিজুবাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্ত শিকাগোর ইলিনয়ের বাসিন্দা । মৃত নাবালক ও যুবতী সম্পর্কে মা ও ছেলে বলে দাবি করেছেন শিশুটির মামা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত বৃদ্ধ মনে করেন যে মুসলিমদের জন্য ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বেঁধেছে ৷ তাই এই যুদ্ধের প্রতিশোধ হিসাবে ওই মুসলিম মহিলা ও শিশুর উপর হামলা চালান তিনি ৷ এমনটাই দাবি পুলিশের ৷

সূত্রের খবর, সাম্প্রতিককালে ইজরায়েল ও হামাসের সংঘর্ষের প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ মার্কিন শহরগুলিতে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটতে পারে বলে সতর্কতাও জারি করে পুলিশ ও প্রশাসন ৷ সোশাল মিডিয়াতে ইহুদি এবং মুসলিম গোষ্ঠীগুলি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে ৷ এরপরেই এই হামলার ঘটনা সামনে এল ৷ উইল কাউন্টি শেরিফের অফিস সোশাল মিডিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে, শিকাগো শহরের দক্ষিণ-পশ্চিমে প্লেইনফিল্ড টাউনশিপের একটি এলাকায় শনিবার সকালে অফিসাররা মহিলা এবং ছেলেটিকে খুঁজে পান । হাসপাতালে নিয়ে গেলে ছেলেটিকে মৃত ঘোষণা করা হয় । মহিলার গায়ে একাধিক ছুরিকাঘাতের ক্ষত ছিল ।

শিশুটির ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, তাকেও বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে । শেরিফের বিবৃতিতে বলা হয়েছে, "গোয়েন্দারা নিশ্চিত করেছে যে মহিলা ও শিশুকে টার্গেট করা হয়েছিল এবং পরিকল্পনা করে আক্রমণ চালানো হয়েছে তাদের উপর ৷ তাদের উপর হামলা চালানোর মূল কারণ হল, তারা মুসলিম ৷ আর হামাস ও ইজরায়েলে মধ্যে চলমান সংঘর্ষের কারণেই এই হামলা চালানো হয়েছে ৷"

উইল কাউন্টি শেরিফের অফিসের তরফে জানা গিয়েছে, জখম মহিলা 911 নম্বরে ফোন করেছিলেন ৷ তাতে তিনি জানান, তাঁর বাড়িওয়ালা তাঁকে একটি ছুরি দিয়ে আক্রমণ করছেন ৷ তিনি প্রাণ বাঁচাতে বাড়ির শৌচালয়ে লুকিয়ে রয়েছেন এবং তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন । হামলার পরই সন্দেহভাজন ব্যক্তিকে শনিবার ওই বাড়ির বাইরে দেখতে পাওয়া যায় ৷ তাঁর কপালে কাটার দাগ ছিল ৷ তিনি আবাসনের ড্রাইভওয়ের কাছে মাটিতে সোজা হয়ে বসে ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।

আরও পড়ুন: প্যালেস্তাইনের দুর্দশায় ব্যথিতদের দেশের সংখ্যালঘুদের দুর্দশা উপরও নজর দেওয়া উচিৎ: তসলিমা

এই হামলার ঘটনায় জোসেফ এম সিজুবার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে । তবে নিহত শিশু ও আহত যুবতীর নাম প্রকাশ করেনি পুলিশ । কিন্তু একজন ব্যক্তি নিজেকে ছেলেটির মামা বলে পরিচয় দেন ৷ ইউসেফ হ্যানন জখম মহিলাকে মৃত শিশুটির মা বলে দাবি করেছেন । তিনি বলেন,"আমরা পশু নই, আমরা মানুষ । আমরা চাই সকলে আমাদেরকে মানুষ হিসেবে দেখুক, আমাদের মানুষ হিসেবে অনুভব করুক, আমাদের সঙ্গে মানুষ হিসেবে আচরণ করুক, কারণ এটাই আমরা ৷ "

(সংবাদ সংস্থা-এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.