ETV Bharat / international

Italian Couple Hindu Marriage: সাক্ষী তাজমহল, হিন্দুমতে বিয়ে ইতালিয় দম্পতির

author img

By

Published : Dec 7, 2022, 8:01 AM IST

Updated : Dec 7, 2022, 11:08 AM IST

40 বছর আগে বিয়ে করেছিলেন ৷ কিন্তু তাজমহল দেখার পর নতুন করে সেই আবেগ ফিরিয়ে আনার কথা মাথায় ঘুরছিল ৷ তাই ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন ইতালি থেকে ভারতে আসা দম্পতি (Italian Couple Married at Agra) ৷

taj mahal
ETV Bharat

আগরা, 7 ডিসেম্বর: বিয়ের পর 40টি বসন্ত কেটে গিয়েছে ৷ ভালোবাসার বন্ধনকে স্মরণীয় করে রাখতে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন দম্পতি ৷ তবে এবার তাজমহলকে সাক্ষী রেখে ৷ হ্যাঁ, এক ইতালিয় দম্পতি 40তম বিবাহবার্ষিকীতে হিন্দু মতে বিয়ে করলেন ৷ কামনা একটাই, আগামী সাত জন্ম একে অপরকে জীবনসঙ্গী হিসেবেই পেতে চান তাঁরা ! অনুষ্ঠানটি হয় আগরায় ৷ স্থানীয়রাই বরযাত্রী ও কনেযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন ৷

বিয়েতে পুরোহিত হিসেবে ছিলেন প্রবীণ দত্ত শর্মা ৷ তিনি বলেন, "ভারতীয়রা নিজেদের সনাতন সংস্কৃতি ভুলতে বসেছে ৷ কিন্তু বিদেশিরা আমাদের রীতি-নীতি থেকে আদর্শ গ্রহণ করেছে ৷" শাহজাহান-মুমতাজের প্রেমের প্রতীক তাজমহল ৷ ভারতের বিভিন্ন প্রান্ত তো বটেই, অন্য দেশ থেকেও মানুষ আসেন এই আশ্চর্য দেখতে ৷ ইতালি থেকে তাজমহল দেখতে এসেছিলেন মাউরো এবং স্তেফানিয়া ৷ এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন, বিয়ের 40তম বর্ষকে চিরস্মরণীয় করে রাখতে হিন্দু মতে বিয়ে করবেন ৷

Italian Couple marrying according to Hindu rituals
বিয়ের পিঁড়িতে ইতালিয় দম্পতি

আরও পড়ুন: হট এয়ার বেলুনে চড়ে বিয়ে !

বিয়ের আয়োজন করতে স্থানীয় ট্রাভেলার এবং ইভেন্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেন ইতালিয় দম্পতি ৷ ইভেন্ট সংস্থার পরিচালক মনীশ শর্মা তাজমহলের কাছেই একটি রিসর্টের বুক করে বিয়ের ব্যবস্থা করেন ৷ প্রথমে ভারতীয় বিয়ের পোশাক দেওয়া হয় তাঁদের ৷ তাঁরা সেই পোশাকে তাজমহলকে সাক্ষী করে একে অপরের প্রতি আজীবন প্রেমের অঙ্গীকার করেন ৷

Italian Couple with locals in Agra
বর ও কনেযাত্রীদের সঙ্গে ইতালিয় দম্পতি

এরপর সানাই, ঢাকঢোল বাজিয়ে বিয়ে ৷ স্থানীয়রাই তাঁদের বরযাত্রী ও কনেযাত্রী ছিলেন ৷ বিয়ের পর ইতালিয় দম্পতি তাঁদের সঙ্গে নাচে-গানে মেতে ওঠেন ৷ পুনর্বিবাহিত দম্পতিরা জানান, তাঁরা 5 বছর ধরে এই ধরনের একটা পরিকল্পনা করে আসছেন ৷ এবার তাঁদের স্বপ্ন পূরণ হল ৷

Last Updated : Dec 7, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.