ETV Bharat / international

French Air Force in Sulur: তামিলনাড়ুর সুলুরে ফরাসি বায়ুসেনা-যুদ্ধবিমান ! কেন ?

author img

By

Published : Aug 12, 2022, 7:55 AM IST

Updated : Aug 12, 2022, 9:34 AM IST

তামিলনাড়ুর সুলুরে ভারতীয় বায়ু সেনার ক্যাম্প আছে ৷ সেখানেই নামল ফ্রান্সের বায়ু সেনা বিমান ৷ তার মধ্যে রয়েছে রাফালও ৷ নতুন কোনও সমীকরণ (French Air Force in Sulur) ?

France Air Force in Sulur
ফ্রান্সের যুদ্ধবিমান

নয়াদিল্লি, 12 অগস্ট: রাফাল বিমান সমেত ফ্রান্সের বায়ু সেনার বেশ কিছু বিমান নামে ভারতে ৷ সেগুলি তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার সুলুর বেস ক্যাম্পে ছিল ৷ প্রশান্ত মহাসাগরে একটি বিশাল সামরিক অভিযান চালাচ্ছে ফরাসি বায়ু সেনা ৷ 10 অগস্ট বিকেল নাগাদ সুলুরে জ্বালানি ভরতে আসে বিমানগুলি ৷ পরদিন 11 অগস্ট আবার উড়ে যায় নিউ ক্যালেডোনিয়ার উদ্দেশ্যে ৷ ভারতীয় বায়ু সেনার সঙ্গে ফ্রান্সের বায়ুসেনার এই সহযোগিতার সম্পর্ক একটি চুক্তির অঙ্গ ৷

2018 সালে ভারত এবং ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার একটি চুক্তি স্বাক্ষরিত হয় ৷ সেই চুক্তি অনুযায়ী ফ্রান্সের বায়ুসেনার বিমান ভারতে বায়ু সেনা ছাউনিতে এসে প্রয়োজনীয় কাজকর্ম সেরে চলে যায় (French Air Force contingent makes stopover in IAF Sulur base in Tamil Nadu India) ৷

সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরে দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে 10-11 অগস্ট প্রযুক্তিগত কারণে ফ্রান্সের বায়ু সেনা সুলুরে অবতরণ করে ৷ 10 অগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 'ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স' (French Air and Space Force contingent) ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি মিশনে নেমেছে ৷ যার কোড 'পেগাস 22' (code-named Pegase 22) ৷

আরও পড়ুন: Kolkata Airport Korean Flight: কলকাতা বিমানবন্দরে যুদ্ধবিমান ! হঠাৎ কেন ?

ফরাসি বিবৃতিতে জানানো হয়েছে, "এই মিশনের প্রথম পর্ব 72 ঘণ্টারও কম সময়ের মধ্যে (10-12 অগস্ট) মেট্রোপলিটন ফ্রান্স থেকে নিউ ক্যালিডোনিয়া পর্যন্ত ফ্রান্সের অধীনস্থ এলাকায় বায়ু সেনার অভিযান ৷ এর উদ্দেশ্য লম্বা পথ পাড়ি দিতে ফরাসি বায়ুসেনার ক্ষমতা পরীক্ষা ৷" 16 হাজার 600 কিমি আকাশ-উড়ানের মাঝে ভারতের বায়ু সেনা ছাউনি সুলুরে নামে ফরাসি যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে 3টি রাফাল এবং সহযোগী এয়ারক্রাফ্ট ৷ 10 অগস্ট বিকেলের দিকে সুলুরে নেমে জ্বালানি ভরে 11 অগস্ট ভোর ভোর নিউ ক্যালেডোনিয়ার পথে উড়ে যায় বিমানগুলি ৷

ইন্দো-প্য়াসিফিক অঞ্চলের অন্যতম প্রহরী দেশ ফ্রান্স ৷ আর এই লম্বা আকাশপথ উড়ানের শক্তি এই অঞ্চল রক্ষা এবং অন্য সহযোগী দেশগুলির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করবে, জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাইন (French Ambassador Emmanuel) ৷ তিনি ভারতীয় বায়ু সেনার সফল ভূমিকার প্রশংসাও করেছেন ৷ প্রসঙ্গত উল্লেখ্য, 9 অগস্ট দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলি জ্বালানি ভরতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ৷ বিমানকর্মীরাও বিশ্রাম নেন ৷

আরও পড়ুন: লাদাখ সীমান্তে রাফাল মোতায়েন, চিনকে কড়া বার্তা ভারতের

Last Updated : Aug 12, 2022, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.