ETV Bharat / international

চিনা নেতার সমালোচককে দুর্নীতি মামলায় 18 বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ

সেন্সরশিপ এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রেন ঝিকিয়াং মার্চ মাসে অনলাইনে একটি প্রবন্ধ প্রকাশ করেন ৷ওই প্রবন্ধটিতে শি-এর বিরুদ্ধে উহানে কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে অভিযোগ আনা হয়েছিল ৷ এরপর থেকেই সাধারণ মানুষকে অবাক করে তিনি অদৃশ্য হয়ে যান ৷

critic of chinese leader sentenced
critic of chinese leader sentenced
author img

By

Published : Sep 22, 2020, 5:14 PM IST

বেজিং , 22 সেপ্টেম্বর : চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রকাশ্যে সমলোচনায় অভিযুক্তকে দুর্নীতির মামলায় 18 বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হল ৷ ওই অভিযুক্ত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়েল এস্টেট সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ৷

সেন্সরশিপ এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রেন ঝিকিয়াং মার্চ মাসে অনলাইনে একটি প্রবন্ধ প্রকাশ করেন ৷ ওই প্রবন্ধটিতে শি-এর বিরুদ্ধে উহানে কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে অভিযোগ আনা হয়েছিল ৷ এরপর থেকেই সাধারণ মানুষকে অবাক করে তিনি অদৃশ্য হয়ে যান ৷ 2012 সাল থেকে দলের নেতা হিসাবে শি জিনপিং সমালোচনা দমন করেছেন , সেন্সরশিপ শক্ত করেছেন । প্রচুর সাংবাদিক , শ্রম ও মানবাধিকার কর্মী ও অন্যান্যদের কারাবন্দী করা হয়েছে ।

বেইজিং দুই নম্বর ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছে , 69 বছর বয়সী রেন দুর্নীতি, ঘুষ, জনসাধারণের তহবিল আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছে ।

সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভাষণে রেন 23 ফেব্রুয়ারিতে 1 লাখ 70 হাজার কর্মকর্তাদের নিয়ে একটি ভিডিয়ো কনফারেন্সের সমালোচনা করেছিলেন ৷ যেখানে শি'র কোরোনা ভাইরাসের প্রভাব নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিল ৷ রেন শি'র নাম উল্লেখ করেননি বলে জানা গেছে ৷

রেন শি এবং অন্য নেতারা কোরোনা ভাইরাসের হাত থেকে চিনকে উদ্ধার করার বিষয়ে এমন প্রচারের সমালোচনা করেছিলেন এবং কোরোনা প্রভাব শুরু হওয়ার পর থেকে তথ্য দমন-সহ সম্ভাব্য ভুলগুলি উল্লেখ করেছিলেন । রেন বলেন , “সম্মেলনে লোকেরা কোনও সমালোচনা দেখেনি । এটা কোনও তদন্ত ও সত্যের প্রকাশ করেনি । কেউ পর্যালোচনা করেনি বা দায়িত্ব নেননি । তবে তারা সব ধরনের দুর্দান্ত সাফল্য দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করছে। ” তবে তিনি শি'র নেতৃত্বের সমালোচনা করে একটি রাজনৈতিক সীমা অতিক্রম করেছেন বলে মনে করা হয়েছিল ৷

বেজিং , 22 সেপ্টেম্বর : চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের প্রকাশ্যে সমলোচনায় অভিযুক্তকে দুর্নীতির মামলায় 18 বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হল ৷ ওই অভিযুক্ত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়েল এস্টেট সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ৷

সেন্সরশিপ এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রেন ঝিকিয়াং মার্চ মাসে অনলাইনে একটি প্রবন্ধ প্রকাশ করেন ৷ ওই প্রবন্ধটিতে শি-এর বিরুদ্ধে উহানে কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে অভিযোগ আনা হয়েছিল ৷ এরপর থেকেই সাধারণ মানুষকে অবাক করে তিনি অদৃশ্য হয়ে যান ৷ 2012 সাল থেকে দলের নেতা হিসাবে শি জিনপিং সমালোচনা দমন করেছেন , সেন্সরশিপ শক্ত করেছেন । প্রচুর সাংবাদিক , শ্রম ও মানবাধিকার কর্মী ও অন্যান্যদের কারাবন্দী করা হয়েছে ।

বেইজিং দুই নম্বর ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছে , 69 বছর বয়সী রেন দুর্নীতি, ঘুষ, জনসাধারণের তহবিল আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছে ।

সোশাল মিডিয়ায় প্রচারিত একটি ভাষণে রেন 23 ফেব্রুয়ারিতে 1 লাখ 70 হাজার কর্মকর্তাদের নিয়ে একটি ভিডিয়ো কনফারেন্সের সমালোচনা করেছিলেন ৷ যেখানে শি'র কোরোনা ভাইরাসের প্রভাব নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিল ৷ রেন শি'র নাম উল্লেখ করেননি বলে জানা গেছে ৷

রেন শি এবং অন্য নেতারা কোরোনা ভাইরাসের হাত থেকে চিনকে উদ্ধার করার বিষয়ে এমন প্রচারের সমালোচনা করেছিলেন এবং কোরোনা প্রভাব শুরু হওয়ার পর থেকে তথ্য দমন-সহ সম্ভাব্য ভুলগুলি উল্লেখ করেছিলেন । রেন বলেন , “সম্মেলনে লোকেরা কোনও সমালোচনা দেখেনি । এটা কোনও তদন্ত ও সত্যের প্রকাশ করেনি । কেউ পর্যালোচনা করেনি বা দায়িত্ব নেননি । তবে তারা সব ধরনের দুর্দান্ত সাফল্য দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করছে। ” তবে তিনি শি'র নেতৃত্বের সমালোচনা করে একটি রাজনৈতিক সীমা অতিক্রম করেছেন বলে মনে করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.