ETV Bharat / international

রাজকীয় ভুল ! এলিজ়াবেথের পোস্টে বদল ডায়ানার বোনের নাম

author img

By

Published : Jul 8, 2019, 5:52 PM IST

বাকিংহাম প্যালেসের নতুন সদস্য প্রিন্স আর্চির "খ্রিস্টকরণ"-র দিন গুলিয়ে গেল রানি ডায়ানার বোনেদের নাম । নাম পালটানোর পিছনে রানি এলিজ়াবেথের টুইটার হ্যান্ডেল ।

রানি এলিজ়াবেথ

লন্ডন, 8 জুলাই : বাকিংহাম প্যালেসের নতুন সদস্য প্রিন্স আর্চির "খ্রিস্টকরণ"-এর দিন গুলিয়ে গেল রানি ডায়ানার বোনেদের নাম । রানি এলিজ়াবেথের টুইটার হ্যান্ডেলে এই ভুল হয় । অভিজাত রাজ পরিবারের পোশাকে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট্ট আর্চির ছবি শেয়ার করতে গিয়ে এই ভুল হয় । যদিও, ছবিটি পোস্টের সাত ঘণ্টা পর ভুল টুইটে ভুল শুধরে নেয় ক্ল্যারেন্স হাউজ় ।

শনিবার উইন্ডসোর ক্যাসেলের ব্যক্তিগত একটি চ্যাপেলে খ্রিস্টকরণ করা হয় প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের ছোটো ছেলে প্রিন্স আর্চি হ্যারিসন মাউন্টব্যাটন উইন্ডসোরকে । তাঁর একটি ছবি শেয়ার করে সকলকে ধন্যবাদ জানায় রাজপরিবার । আর সেখানেই হয় ভুল ।

প্রিন্স ডায়ানার দুই বোনের নাম গুলিয়ে ফেলেন তাঁরা । লেডি জেন ও লেডি সারার নাম পাল্টে যায় । যা চোখে পড়ে রয়্যাল কমেনটেটর ভিকটোরিয়া আর্টবিটেরের। তাঁর চোখে পড়ায় তিনি সেটি নিয়ে টুইটও করেন । পোস্টের সাত ঘণ্টা পর ভুলটি ঠিক করা হয় ।


Bengaluru, July 08 (ANI): While speaking to mediapersons on Monday, Karnataka Deputy Chief Minister G Parameshwara in a bid to save the current government said, "I've called a breakfast meeting of all the ministers belonging to the Congress party, to discuss the present political developments and the fallout. We know what BJP is trying to do. If needed, all of us may resign and then accommodate the MLAs." So far, UT Khader, Shivashankara Reddy, Venkataramanappa, Jayamala, MB Patil, Krishna Byre Gowda, Rajshekar Patil, DK Shivakumar, and former chief minister Siddaramaiah have reached Parameshwara's residence for the breakfast.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.