ETV Bharat / international

Russia-Ukraine Conflict : ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে তৃতীয় পক্ষকে হুঁশিয়ারি পুতিনের

author img

By

Published : Mar 5, 2022, 9:51 PM IST

দেশের সেনাবাহিনীকে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন (Putin alerts army of Russia)৷ মাত্র একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ন্যাটো'র কাছে অনুরোধ করেছিলেন ইউক্রেনের আকাশসীমাকে বিমান চলাচলের জন্য নিষিদ্ধ অর্থাৎ 'নো ফ্লাইং জোন' হিসেবে ঘোষণা করার ৷

Russia Ukraine Crisis
ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ করা মানেই যুদ্ধে যোগ দেওয়া, হুঁশিয়ারি পুতিনের

নয়াদিল্লি, 5 মার্চ : ইউক্রেনে যুদ্ধের মাঝেই এবার সরাসরি পশ্চিমি দেশগুলিকে হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin warns third parties) ৷ রুশ সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, পুতিন শনিবার বলেছেন, "কোনও দেশ যদি ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে তাহলে রাশিয়া ধরে নেবে সেই দেশটিও এই যুদ্ধে যোগ দিয়েছে ৷"

মনে করা হচ্ছে নাম না করে এদিন কার্যত আমেরিকা-সহ ন্যাটোগোষ্ঠীভুক্ত দেশগুলিকেই চরম হুঁশিয়ারি দিলেন পুতিন ৷ কারণ, মাত্র একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ন্যাটো'র কাছে অনুরোধ করেছিলেন ইউক্রেনের আকাশসীমাকে বিমান চলাচলের জন্য নিষিদ্ধ অর্থাৎ 'নো ফ্লাইং জোন' হিসেবে ঘোষণা করার ৷ যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে ন্যাটো৷ এরপরেই ন্যাটোর বিরুদ্ধে তোপ দেগে জেলেনস্কি মন্তব্য করেন, ইউক্রেনের আকাশসীমা নিষিদ্ধ না করে রাশিয়াকে আরও ধ্বংস চালানোর সুযোগ করে দিল পশ্চিমের দেশগুলি ৷ এরপর ইউক্রেনে প্রতিটি মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো ৷

  • Russian President Vladimir Putin has said that any country that sought to impose a no-fly zone over Ukraine would be considered by Moscow to have entered the armed conflict, reports AFP#UkraineRussiaWar

    — ANI (@ANI) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষিতে এদিন ভ্লাদিমির পুতিনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ ন্যাটোকে জেলেনস্কির দাবি না মানতে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর মন্তব্য, পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে যুদ্ধে প্রায় যোগ দিয়েই দিয়েছে, কিন্তু ভগবানের দয়ায় যুদ্ধ লাগেনি ৷

আরও পড়ুন : যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

ব্রিটিশ বিদেশমন্ত্রী তিজ ট্রাস সম্প্রতি ইউক্রেন সংঘাতে (Russia Ukraine Conflict) ন্যাটোর যোগদান নিয়ে যে মন্তব্য করেছেন, সেই বিষয়টিকে ভাল চোখে দেখছেনা মস্কো ৷ ইউক্রেনকে ব্রিটেন যে অস্ত্র সাহায্য করছে তার বদলা নেওয়া হবে বলেও জানিয়েছে রাশিয়া ৷ সূত্রের খবর, দেশের মধ্যে রুশ সেনাকে অ্যালার্ট থাকতে বলেছেন পুতিন ৷ ইউক্রেন সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ পুতিনের ৷ পথে না এলে ইউক্রেনের আরও খারাপ দিন আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.