ETV Bharat / international

রাফাল দুর্নীতির অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত ফ্রান্সের

author img

By

Published : Jul 3, 2021, 3:22 PM IST

Updated : Jul 3, 2021, 5:51 PM IST

ফ্রান্সের দাঁসো সংস্থার থেকে যুদ্ধবিমান রাফাল কিনছে ভারত ৷ এই নিয়ে আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল ভারতে ৷ এবার ভারতকে রাফাল বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হতে চলেছে ফ্রান্সে ৷ এমনই জানা গিয়েছে পিএনএফ থেকে ৷

french-judge-to-probe-rafale-jet-sale-to-india-reports
ফরাসি বিচারক ভারতকে রাফাল বিক্রির তদন্ত করবেন : খবরে প্রকাশ

প্যারিস, 3 জুলাই : যুদ্ধবিমান রাফাল (Rafale Aircraft) কেনার সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল ভারতে (India) ৷ পরে তা খারিজও হয়ে যায় ৷ এবার ফ্রান্সে (France) এই নিয়ে বিচারবিভাগীয় তদন্ত শুরু হতে চলেছে ৷ এমনই জানিয়েছে দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফিনান্সিয়াল প্রসিকিউটর’স অফিস বা পিএনএফ ৷ তারা জানিয়েছে, যে এই দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্ব একজন বিচারককে দেওয়া হয়েছে ৷ 2016 সালে ফ্রান্স ভারতকে যে 36টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করেছিল, তা নিয়েই ওই তদন্ত হবে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে (Lokshabha Election 2019) রাফাল দুর্নীতির অভিযোগ অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছিল ৷ ক্ষমতাসীন এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস ৷ তাদের দাবি ছিল, ইউপিএ (UPA) আমলে হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালের (HAL) মাধ্যমে 126টি রাফাল কেনার চুক্তি হয়েছিল ৷ সেই চুক্তি বাতিল করে 7.8 বিলিয়ন ইউরোর একটি চুক্তি করে এনডিএ সরকার ৷ যে চুক্তিতে দুর্নীতি হয়েছে ৷

আরও পড়ুন : বিধায়কদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, জানালেন বিজেপি নেতা মদন কৌশিক

এই নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনি এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটির (Joint Parliamentary Committee) তদন্ত দাবি করেছিলেন ৷ তাঁর অভিযোগ ছিল, কোনও মধ্যস্থতাকারীর সহায়তায় এই কাজ হয়েছে ৷ অনিল আম্বানীকে (Anil Ambani) এই চুক্তি পাইয়ে দেওয়া হয়েছে ৷

চলতি বছরের এপ্রিলে ফরাসি মিডিয়ায় এই নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় ৷ সেখানে দাবি করা হয় যে এই যুদ্ধবিমান প্রস্তুতকারক 1.1 মিলিয়ন ইউরো কোনও এক মধ্যস্থকারীকে দিয়েছে ৷ ফ্রান্সের দুর্নীতি বিরোধী সংস্থা এএফএ তাদের তদন্তে এই বিষয়টি জানতে পেরেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ৷ রাফাল যুদ্ধবিমানের নির্মাণকারী সংস্থা দাঁসো (Dassault) ৷ তাদের কাছে ওই পরিমাণ অর্থ কোনও গ্রাহককে উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷ সেখান থেকেই এই দুর্নীতির বিষয়টি নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হতে থাকে ৷ তবে ওই অভিযোগ তখনই অস্বীকার করে দিয়েছিল দাঁসো ৷

আরও পড়ুন : India-China Standoff : পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থা ফিরবে, মত বিপিন রাওয়াতের

প্রসঙ্গত, ভারতে রাফাল তৈরির জন্য চুক্তি হয়েছিল দাঁসো অ্যাভিয়েশন (Dassault Aviation) এবং রিলায়েন্স গ্রুপ (Reliance Group) ৷ এর জন্য তাঁরা দাঁসো রিলায়েন্স এরোস্পেস লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করেছে 2017 সালে ৷ নাগপুরে ওই কারখানা তৈরি হয়েছে ৷ 2018 সাল থেকে সেখানে ফ্যালকনের যন্ত্রাংশ তৈরির কাজ শুরু হয়েছে ৷

এদিকে কংগ্রেস (Congress) ফের এই ইস্যুতে মুখ খুলেছে ৷ এদিন এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ৷ তিনি আবার রাফাল দুর্নীতির তদন্ত যৌথ সংসদীয় কমিটিকে দিয়ে করার দাবি তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কি যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি মেনে নেবেন ?

Last Updated : Jul 3, 2021, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.