ETV Bharat / international

"লাদেন শহিদ", মুখ ফস্কে বলে ফেলেছিলেন ইমরান !

author img

By

Published : Jun 27, 2021, 8:08 PM IST

মুখ ফস্কে ওসামা বিন লাদেনকে (Osama Bin Laden) শহিদ বলে ফেলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷ ড্যামেজ কন্ট্রোলে এ কথা বললেন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধরি ৷

imran-khans-remark-calling-osama-bin-laden-martyr-was-slip-of-tongue-says-pak-minister
"লাদেন শহিদ", মুখ ফস্কে বলে ফেলেছিলেন ইমরান !

ইসলামাবাদ (পাকিস্তান), 25 জুন: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে (Osama Bin Laden) শহিদের তকমা দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)৷ সেই নিয়ে ঘরে-বাইরে তাঁকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ তাই এ বার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় পাক সরকার ৷ তাদের যুক্তরাষ্ট্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরির দাবি, ইমরান খানের মুখ ফস্কে ওই কথা বেরিয়ে গিয়েছে ৷ জিও নিউজকে তিনি বলেছেন, ‘‘পাকিস্তানের চোখে ওসামা বিন লাদেন একজন জঙ্গিই এবং তার সংগঠন আল কায়েদা একটি জঙ্গি সংগঠন ৷’’

গত বছর জুন মাসে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখার সময় স্মৃতিচারণা করে ইমরান খান কীভাবে আমেরিকানরা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে "ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল ও শহিদ করেছিল" তা তুলে ধরেন ৷ আমেরিকাকে তুলোধোনা করে ইমরান বলেছিলেন, "লাদেনকে শহিদ করা হয়েছে ৷" তাঁর সেই বক্তব্যের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে ৷

আরও পড়ুন: লাদেনের থেকে টাকা নিয়েছিলেন নওয়াজ, দাবি পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূতের

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, ইমরানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনা করেছে সংবাদমাধ্যম ৷ তিনি বলেন, "ইমরান খানের মন্তব্যকে অপ্রাসঙ্গিকভাবে তুলে ধরা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের একটি নির্দিষ্ট অংশ এই কাজটি করছে ৷" লাদেনকে শহিদ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ প্রথমে কুরেশি ও এ বার ফাওয়াদ চৌধরি সেই ক্ষতেই প্রলেপ দেওয়ার চেষ্টার করলেন ৷

আরও পড়ুন : ‘‘ইমরান একজন অপরাধী’’, বিদেশি তহবিল নিয়ে খোঁচা নওয়াজ়ের

2001 সালে আমেরিকায় 9/11 সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড ছিল আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন ৷ যেই ঘটনায় মৃত্যু হয় প্রায় 3000 মানুষের ৷ বহু সন্ত্রাসবাদী হামলার পেছনে তার হাত ছিল ৷ 2011 সালে অ্যাবোটাবাদে লাদেনের গোপন ডেরায় অভিযান চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.