ETV Bharat / entertainment

HBD Shiboprosad Mukherjee: 'রক্তবীজ'-এর হাত ধরে কি অচেনা ভুবনে পা রাখছেন শিবপ্রসাদ, আসবে কি কাঙ্খিত সাফল্য?

author img

By

Published : May 20, 2023, 11:24 AM IST

পুজোয় আসছে নতুন ছবি 'রক্তবীজ' ৷ 'এবার যুদ্ধ হবে', বলে আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ৷ সেই যুদ্ধে কি দর্শকদের মন জয় করতে সফল হবেন তিনি ?

HBD Shiboprosad Mukherjee
জন্মদিনে শিবপ্রসাদ মুখোপাধ্যায়

কলকাতা: জীবন খাতার নুতন পাতায় আরও একটা বছর যোগ করে যোগ করে ফেললেন পরিচালক-প্রযোজক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ একসময় 'ইচ্ছে' মুক্তির ইচ্ছে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে তাঁকে ৷ প্রধান চরিত্র মোটা বলে শুনতে হয়েছে নানা কথা ৷ কেউ বলেছেন, বাংলার দর্শক এই ধরনের চরিত্রকে নেবে না ৷ কেউ আবার প্রশ্ন তুলেছেন ছবির গল্প নিয়েই ৷ মুক্তির অপেক্ষায় অন্ধকার ঘরেই বেশ কিছুদিন পড়ে থেকেছে তাঁর স্বপ্নের প্রজেক্ট ৷ এসব কথা নানান ইন্টারভিউতে নিজেই স্বীকার করে নিয়েছেন শিবপ্রসাদ ৷ কিন্তু 'মুক্তধারা' হোক বা 'ইচ্ছে', 'পোস্ত' হোক বা 'বেলাশেষে' প্রতিবার বাঙালির মন ঠিকই জয় করেছেন শিবু-নন্দিতা জুটি ৷ পুজোয় আরও একবার আসছে তাঁদের নতুন প্রজেক্ট ৷ এবারও মন জয় করতে পারবেন কি?

শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়-নন্দিতা রায় নামটা আজ উচ্চারিত হয় একইসঙ্গে ৷ একসময় তাঁদের জার্নিটা জমে উঠেছিল ইটিভি বাংলার হাত ধরেই ৷ একের পর এক নন ফিকশন প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ এরপর শিবু কিছুটা রাস্তা বদল করেন ৷ বলা যায় সেও 'ইচ্ছে' বানানোর ইচ্ছাতেই ৷ স্কুল জীবন থেকেই নাটকের প্রতি ঝোঁক ৷ সেই কারণেই 'নান্দীকার'-এর সঙ্গে পরিচয় ৷ আলাপ দেবশংকর হালদার থেকে শুরু করে রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের সঙ্গে ৷ তারপর টেলিভিশনেও কেটেছে জীবনের অনেকগুলো দিন ৷ 2008 সালে বানানো তাঁর স্বপ্নের ছবি 'ইচ্ছে' অবশেষে 2011 সালে মুক্তি পায় ৷ আর সেই ছবি যে বাংলা সিনেমার ধারায় একটা অন্যস্বাদ এনেছে তা বলাই বাহুল্য ৷

ইচ্ছে সফল না হলে হয়তো বা 'কণ্ঠ', 'রামধনু', 'হামি', 'প্রাক্তন', 'হামি 2','বেলাশুরু'র মতো ছবিগুলিও দিনের আলো দেখত না ৷ এখনও তাঁদের কেরিয়ারে পরিচালক হিসাবে একবারও মানুষের মন জয় করতে ব্যর্থ হননি শিবপ্রসাদ-নন্দিতা ৷ বক্স অফিসে তিনি ভীষণ সফল ৷ ঠিক যেমন তিনি পারেন অন্য ধরণের গল্প নিয়ে ছবি করার সাহস দেখাতে তেমনই সব ক'টি ছবি ব্য়বসাও করেছে চুটিয়ে ৷ সর্বশেষ ছবি 'হামি 2'-ও শোরগোল ফেলেছে বাঙালি সিনে প্রেমীদের মনে ৷

এবার আসছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি 'রক্তবীজ' ৷ ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা ৷ রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, সত্যম ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক এবং অম্বরীশ ভট্টাচার্যের বহু চেনা মুখ ৷ যদিও গল্পের খুঁটিনাটি এখনও কিছুই সামনে আসেনি । এটুকু জানা গিয়েছে এই ছবিতে রহস্যের আভাস রয়েছে ৷ ছবির ঘোষণা করতে শিবপ্রসাদ নিজেও লিখেছেন, "রক্তবীজের সঙ্গে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে? নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত "রক্তবীজ" আসছে পুজোতে ৷ এবার যুদ্ধ হবে।"

সাধারণত শিবপ্রসাদ-নন্দিতার ছবির বিষয় হয় জীবনের মনস্তত্ব ৷ রক্তপাত, খুন জখম একটু এড়িয়েই চলেন তাঁরা ৷ 'মুক্তধারা' ছবিতে অপরাধ জগতের কাহিনি, কারাবাসীদের কাহিনি উঠেছে এসেছে ঠিকই তবে সেখানেও রহস্য় বা থ্রিলারের দিকে ঝোঁকেননি তাঁরা । সামাজিক বার্তাটাই বেশি গুরুত্ব পেয়েছে ৷ তবে কী 'রক্তবীজ'-এর হাত ধরে অচেনা ভুবনে পা রাখতে চলেছেন পরিচালকদ্বয়? কারণ অনেক সংবাদ মাধ্য়মের রিপোর্টেও জানা গিয়েছে অ্যাকশনে ভরপুর হবে এই ছবি ৷ না কি চেনা ছকেই ফিরবে কাহিনি? এবারও কী একইভাবে মন জিতে নেবেন শিবু-নন্দিতা? প্রশ্ন গুলো সহজ হলেও উত্তর জানা নেই এখনও ৷ তবে আপাতত বাঙালি সিনে অনুরাগীদের তিনি যে আনন্দ দিয়েছেন সে কথা মাথায় রেখে একবার তো বলাই যায়, 'শুভ জন্মদিন শিবুদা ৷'

আরও পড়ুন: ইটিভি ভারতের সঙ্গে সুরেলা আড্ডায় জিৎ গঙ্গোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.