ETV Bharat / entertainment

Jawan song Chaley: ফের শাহরুখের কণ্ঠে অরিজিৎ, 'জিন্দা বান্দা'র পর আসছে 'জওয়ান' ছবির দ্বিতীয় গান

author img

By

Published : Aug 12, 2023, 5:27 PM IST

আরও একবার ফিরতে চলেছে শাহরুখ-অরিজিৎ জুটি ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ছবির নতুন গান 'চলে' ৷

Pic Shah Rukh Khan Instagram
আসছে জওয়ান ছবির দ্বিতীয় গান চলে

হায়দরাবাদ, 12 অগস্ট: সেপ্টেম্বরের শুরুতেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'জওয়ান' ৷ সৌজন্যে শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷ 'পাঠান' ছবির বিপুল সাফল্য এখন অতীত ৷ যেহেতু নিজের প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেতে চলেছে শাহরুখের এই ছবিটি ৷ তাই চাপ এবার আরও অনেকটাই বেশি ৷ তাই ছবি মুক্তির আগে প্রায় দু'মাসের প্রচারের পরিকল্পনা ছকে নিয়েছেন নির্মাতারা ৷ এবার তাতেই নতুন সংযোজন হতে চলেছে ছবির দ্বিতীয় গান 'চলে' ৷

হিসেবটা একবার মনে মনে ঝালিয়ে নিলে দেখা যাবে ছবির প্রিভিউ সামনে এসেছিল 10 জুলাই ৷ এরপর 31 জুলাই মুক্তি পায় ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার অথবা মঙ্গলবার মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় গানটি ৷ যদিও গানটির সঠিক মুক্তির দিন এখনও সামনে আসেনি ৷

এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ এর আগেও শাহরুখের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ ৷ তার সঙ্গে রয়েছেন শিল্পা রাও ৷ এর আগে তিনি কণ্ঠ দিয়েছিলেন কিং খানের 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটিতে ৷ এই গানে শাহরুখ-নয়নতারার কেমিস্ট্রি দেখতে চলেছেন অনুরাগীরা ৷ নাচের কোরিওগ্রাফি করেছেন ফরহা খান ৷ 'চলে' গানটির শুটিং হয়েছিল কয়েকমাস আগেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সানি আমিশার 'গদর 2' ছবির কাছে প্রথম দিনেই পিছিয়ে অক্ষয়ের 'ও মাই গড 2'

'পাঠান'-এর মতো 'জওয়ান' ছবিতেও থাকতে চলেছে রোমাঞ্চ আর রহস্য়ের বাতাবরণ ৷ প্রিভিউতেই মিলেছিল তার আভাস ৷ আর তার সঙ্গে অবশ্যই উপরি পাওনা শাহরুখের খলনায়ক অবতার ৷ প্রিভিউয়ে মুখ ভর্তি ব্যান্ডেজ খোলার পর প্রকাশ্যে এসেছিল তাঁর সেই নতুন লুক ৷ যেখানে মুন্ডিতমস্তক শাহরুখের মুখে নির্দয় হাসি ৷ তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল, "ম্য়ায় জব ভিলেন বানতা হুঁ না কোই হিরো মেরে সামনে টিক নেহি সকতা (আমি যখন ভিলেন বনে যাই তখন কোনও হিরো আমার সামনে টিকতে পারে না) ৷" আর তারপর সেই অনবদ্য নাচ ৷ তাতেই হিট ট্রেলার ৷ এবার অপেক্ষা 7 সেপ্টেম্বরের ৷ কারণ ওই দিনেই পর্দায় আসছে অ্যাটলি কুমার পরিচালিত ছবিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.