ETV Bharat / entertainment

SRK EID Celebration: ভক্তদের জনজোয়ার ! মন্নতের বাইরে শাহরুখের ঈদ মুবারক, দেখুন ভিডিয়ো

author img

By

Published : Apr 22, 2023, 8:49 PM IST

আজ ঈদ ৷ দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ পালনে মেতেছে আট থেকে আশি ৷ প্রতিবারের মতো আজকের দিনে মন্নতের বাইরে বাদশার দেখা পেতে অপেক্ষা করে থাকেন তাঁর অগণিত ভক্তকুল ৷ আজও তার অন্যথা হয়নি ৷ গরমের মধ্যে ভক্তকুলকে নিরাশ না-করে স্টাইলিশ লুকে বেরিয়ে এলেন শাহরুখ খান ৷ সবাইকে জানালেন ঈদ মুবারক ৷ দেখে নিন সেই ভিডিয়ো...

SRK EID Celebration
মন্নতের বাইরে শাহরুখের ঈদ মুবারক

মন্নতের বাইরে শাহরুখের ঈদ মুবারক

মুম্বই, 22 এপ্রিল: গরমের মধ্যে সকাল থেকেই ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করছেন অগণিত ভক্তকুল ৷ সেই সঙ্গে ধ্বনি শোনা যাচ্ছে কখনও শাহরুখ.. তো কখনও বাদশা, পাঠান ৷ এরই মাঝে সুপার ডুপার স্টার বেরিয়ে এলেন সাদা ও নীলের কম্বিনেশন করা একজোড়া ডেনিম পরে ৷ মন্নতের বাইরে ছাদে অর্থাৎ তিনি বরাবরই যেখানে ভক্তদের দেখা দেন সেখানে এসে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন নীচে দাঁড়ানো হাজারো ভক্তকে। সিগনেচার পোজে সবাইকে দিলেন দর্শন ৷ ছুড়লেন ফ্লাইং কিস ৷ যদিও বছরের দু'টো দিন নিয়ম করে তিনি নিজের বাসভবন থেকে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক, নিজের জন্মদিনে এবং দুই, ঈদের দিন। এবারও সেই নিয়মের অন্যথা হল না । দেখে নিন শাহরুখের এই ঈদ শো'য়ের ভিডিয়ো ৷

তাঁর আজকের এই ছবিগুলি বা এই ঈদের শুভেচ্ছার ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োয় এদিন বাদশার সঙ্গে দেখা যাচ্ছে ছোট রাজপুত্তর আব্রামকেও ৷ শাহরুখ অনুরাগীরা তো বটেই, তাঁকে দেখতে পেয়ে সেখানে ভিড় জমান পথচলতি মানুষরজনও। সাদা রঙা টি-শার্টে শাহরুখ, সঙ্গে ডেনিম জিন্স, চোখে রোদ চশমা আর গলায় ঝুলছে কালো বিডসের মালা এই লুকেই পাগল হয়েছেন ভক্তকুল ৷ ছেলে আব্রামের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি ৷ বলিউড তারকা এদিন কখনও জোড়হাত করে, কখনও সালাম ঠুকে, কখনও আবার হাত নেড়ে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ৷ সেই সঙ্গে ফ্যানেদের উদ্দেশে ছুড়ে দিয়েছেন চুমুও।

আরও পড়ুন: লেন্সবন্দি পর্দার 'অমর-প্রেম', সলমনের সঙ্গে ঈদ উদযাপন আমিরের

অন্যদিকে, পালটা বাদশার উদ্দেশেও শুভেচ্ছা জ্ঞাপন করেন অনুরাগীরা। এদিনের কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ লিখেছেন, "এই উৎসবের দিনে আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগল! সবাই ভালোবাসা ছড়িয়ে দিন এবং আল্লার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। ঈদ মোবারক ৷" উল্লেখ্য়, চার বছর রুপোলি পর্দা থেকে গায়েব থাকার পর চলতি বছরের গোড়াতে 'পাঠানের সঙ্গে বাদশাহি কামব্যাক করেছেন শাহরুখ। বক্স অফিসে হাজার কোটির ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। কিং খানের আগামী ছবি জওয়ান ৷ আপতত 'জওয়ান'-এর অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ ভক্তরা। তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী জুন মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.