ETV Bharat / entertainment

Parineeti-Raghav Wedding: বিয়ের ছবি পোস্ট করলেন 'রাগনীতি', কেমন লাগছে বরকনে কে?

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:38 AM IST

Updated : Sep 25, 2023, 11:19 AM IST

গতকার রাতেই মাথায় সিঁদুর দেওয়া পরিণীতির একটি ছবি ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে ৷ তাঁর পাশে ছিলেন বরমশাই রাঘব। পরনে ছিল কালো ব্লেজার ৷ আর আজ সকালে ছাদনাতলার ছবি পোস্ট করলেন রাঘব ও পরিণীতি ৷ কেমন লাগছে দু'জন কে?

সৌ টুইটার
Parineeti-Raghav Wedding

উদয়পুর, 25 সেপ্টেম্বর: মধ্যরাতে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে নবদম্পতির প্রথম ছবি! তাতে রাঘবের নামের সিঁদুর, ঝলমলে গোলাপি শাড়িতে দেখা গিয়েছে পরিণীতিকে। পাশে কালো ব্লেজারে স্বামী রাঘব ৷ তবে তা যে রিসেপশনের লুক সেটা বোঝা গিয়েছিল। অপেক্ষায় ছিলেন দেশবাসী যে কখন প্রথমবার নবদম্পতি বেশে সামনে আসবেন তাঁরা ৷ আর আজ সকালেই 'রাগনীতি' অনুরাগীদের চমকে দিয়ে নিজেদের বিশেষ দিনের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন নবদম্পতি। বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রের তৈরি পোশাক পরে রাঘবের সঙ্গে গতকাল সাত পাক ঘোরেন অভিনেত্রী। তাতে কেমন সেজেছিলেন নবদম্পতি? দেখে নিন...

বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী রূপে প্রকাশ্যে এলেন দম্পতি ৷ তাঁদের বিয়ে এতটাই নিরাপত্তাবিধি মেনে হয়েছে যে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েনি বিয়ের একটি ছবিও ৷ রবিবার পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে উদয়পুরের পিচোলা হ্রদের ধারে অবস্থিত তাজ লীলা প্যালেসে রূপকথার বিয়ে সেরেছেন রাঘব-পরিণীতি! চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হয় 'রাগনীতি'র। মণীশের ডিজাইন করা সোনালি রঙের লেহঙ্গা, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন বলিউড অভিনেত্রী।

গতকাল গোধূলিবেলায় 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র 'কবীরা' গানে বিদায়ও হয়েছে নববধূ পরিণীতির। উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি 'ওয়েলকাম লাঞ্চ'-এর মাধ্যমে। তারপরে হয়েছে গায়েহলুদ, সঙ্গীত ও মেহেন্দি। রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। উদয়পুরে করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুরে উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে, পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি।

আরও পড়ুন: 'পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি...' রাজনীতি-সিনেমার গাঁটছড়ায় চারহাত এক হল 'রাগনীতি'র

Last Updated :Sep 25, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.