ETV Bharat / entertainment

Priyanka at Nick's Concert: নিকের সবচেয়ে বড় অনুরাগী প্রিয়াঙ্কা, হাবির কনসার্টে চিয়ার লিডারের ভূমিকায় 'পিগি চপস'

author img

By

Published : Mar 20, 2023, 6:10 PM IST

নিকের গানের অনুষ্ঠানে গলা মেলালেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra at Nicks concert in US) ৷ দোলালেন কোমরও ৷ ভিডিয়ো সামনে আসতেই মুগ্ধ অনুরাগীরা ৷

Priyanka Chopra
নিকের গানের অনুষ্ঠানে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস

হায়দরাবাদ, 20 মার্চ: প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম সেরা জুটি ৷ এই 'পাওয়ার কাপল'-কে যেখানেই দেখা যাক না কেন, তাঁদের মিষ্টি প্রেমের রয়াসন অনুরাগীদের মুগ্ধ করে ৷ এবার স্বামী নিকের (Nick Jonas) জন্য 'চিয়ার লিডার' হয়ে গলা ফাটালেন পত্নী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)৷

সম্পতি এমনই এক ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ছে ৷ নিকের একটি সঙ্গীতানুষ্ঠানে (US concert) প্রিয়াঙ্কা যেভাবে চিয়ার-আপ করেছেন, তা দেখে বোঝাই গিয়েছে, নিককে কতটা সাপোর্ট করেন তিনি (Priyanka Chopra at Nicks concert in US) ৷ কনসার্টের ভিডিয়োটি এক অনুরাগী সোশাল সাইটে শেয়ার করেছেন ৷ দেখা গিয়েছে, নিক জোনাসের গানের অনুষ্ঠানে দর্শকাসনে বসে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও জো জোনাস-এর স্ত্রী তথা অভিনেত্রী সোফি টার্নার (Sophie Turner) ৷

পরনে সাদা রঙের একটি পোষাকে প্রিয়াঙ্কাকে সত্যিই অপরূপ দেখাচ্ছিল ৷ এরপর মঞ্চে যখন নিক জনপ্রিয় গান 'চেইনস' যখন গাইছেন তখন দর্শকাসন থেকে উঠে নাচের ভঙ্গিমা প্রদর্শন করতে দেখা যায় 'পিগি চপস'কে ৷ পাশাপাশি দেখা যায়, সেই গানের তালে গলাও মেলাচ্ছেন বেওয়াচ অভিনেত্রী ৷ কয়েক সেকেন্ডের এই ভিডিয়ো মন জয়ে করে নিয়েছে প্রিয়াঙ্কা-নিক অনুরাগীদের ৷

ভিডিয়োর কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য তারই প্রমাণ ৷ কেউ প্রিয়াঙ্কা-কে উদ্দেশ্য করে বলেছেন, নিকের সবচেয়ে বড় অনুরাগী ৷ আবার কেউ লিখেছেন, 'চেইনস' (Chains at US concert) গানটি মন থেকে উপভোগ করেছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, খুল্লামখুল্লা ভালোবাসা প্রদর্শনে এতটুকু কার্পণ্য দেখান না নিক ও প্রিয়াঙ্কা ৷ একে অপরের রোমান্টিক অনেক ছবি ও ভিডিয়ো সোশাল মাধ্যমে শেয়ার করেন 'দেশী গার্ল' ও হাবি ৷

আরও পড়ুন: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

উল্লেখ্য, স্যাম হিউহান ও সেলিন ডিওনের বিপরীতে 'লাভ এগেইন' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ যা ইতিমধ্যেঅই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে ৷ এছাড়াও ওয়েব শো 'সিটাডেল'-ও মুক্তির অপেক্ষায় ৷ হলিউডের পাশাপাশি বলিউডেও ফারহান আখতারের ছবি 'জি লে জারা' ছবিতেও আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.