ETV Bharat / entertainment

Picasso Poster: রং-তুলি-ক্যানভাসের পিছনে ঘটছে সর্বনাশ ! মুক্তি পেল রাজা চন্দর 'পিকাসো'র পোস্টার

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:03 PM IST

ক্লিক অরজিনালসের আগামী ওয়েব সিরিজ 'পিকাসো' নিয়ে বাড়ছে দর্শক মহলে উন্মাদনা ৷ প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম পোস্টার ৷

Etv Bharat
প্রকাশ্যে 'পিকাসো' পোস্টার

হায়দরাবাদ, 14 নভেম্বর: প্রথম থেকেই চিত্রনাট্যের কারণে আলোচনায় রয়েছে রাজা চন্দ পরিচালিত 'পিকাসো' ৷ এর আগে প্রকাশ্যে এসেছিল সিরিজের প্রথম ঝলক ও মোশন পোস্টার ৷ মঙ্গলবার প্রকাশ্যে এল সিরিজের পোস্টার ৷ ক্লিক অরজিনালসের আগামী ওয়েব সিরিজ পিকাসো নিয়ে বাড়ছে দর্শক মহলে উন্মাদনা ৷

পরিচালক তথা প্রযোজক রাজা চন্দ বলেন, "পাবলো পিকাসোর নাম আমার স্কুলের দিন থেকেই আকর্ষণের বিষয় ছিল। সুতরাং, এমন একটি আইকনিক নাম এবং চরিত্র-সহ সাসপেন্স থ্রিলারে কাজ করার অভিজ্ঞতা আমার দারুণ ৷ টোটা রায়চৌধুরীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। খুব সুন্দরভাবে পিকাসোর চরিত্রটা ফুটিয়ে তুলেছেন তিনি ৷ এর আগে সৌরভের সঙ্গে কাজ করেছি ৷ ওর মধ্যে যথেষ্ট অভিনয় প্রতিভা লুকিয়ে রয়েছে ৷ গল্পের প্রেক্ষাপটের নন-লিনিয়ার ফরম্যাটটি দর্শকদের কাছে আকর্ষণের বিষয় হবে বলে আশা রাখছি ৷"

রাজা চন্দের প্রযোজনা ও পরিচালনায় তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ পিকাসো। মুখ্যচরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী ও কাভ্য়া ভৌমিককে। অভিনেতা টোটা বলেন, "যদিও রাজা চন্দ এবং আমি বহুদিন ধরে পরিচিত, তবে কাজ করেছি প্রথমবার ৷ এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমার কাছে৷ চরিত্রটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ৷ আমার চরিত্রে অনেকগুলি স্তর রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কাহিনীর সূত্রপাত একজন সাংবাদিক শ্রেয়াকে কেন্দ্র করে ৷ হঠাৎই তাঁর বন্ধু বিক্রম সেনের কাছ থেকে তিনি একটি অদ্ভুত খবর পান, যিনি ফরেনসিক বিভাগে ফটোগ্রাফার হিসাবে কাজ করতেন। পলাশ মুখার্জি নামে উত্তর কলকাতা নিবাসী, জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্রশিল্পী আছেন, তাঁকে সবাই পিকাসো নামেই চেনেন ৷ তিনি প্রখ্যাত চিত্রশিল্পী ৷ কিন্তু তাঁর আঁকা ঘিরেই বাড়ছে যত রহস্য ৷

কারণ পিকাসোর আঁকার পরেই ঘটছে অদ্ভুত ঘটনা ৷ যাঁদের ছবি তিনি আঁকেন, রহস্যজনকভাবে তাঁদের অকাল মৃত্যু ঘটছে ৷ পরবর্তীকালে সাংবাদিক শ্রেয়া, পিকাসোর কাছে যান এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে ৷ চিত্রনাট্যের পরতে পরতে রয়েছে গভীর রহস্য ৷ একের পর এক মৃত্যু কাকতলীয় নাকি, এর পিছনে রয়েছে কোনও বড়সড় ষড়যন্ত্র; তাই ফুটে উঠবে সিরিজের বিভিন্ন পর্বে ৷ সিরিজে মিউজিক দিয়েছেন অভিষেক ও রাজপুত্র ৷ গানের কথা লিখেছেন পরিচালক স্বয়ং ৷ ক্যামেরার দায়িত্ব সামলেছেন সৌম্যদীপ্ত গুইন ৷

আরও পড়ুন:

1. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

2. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.